শাসক নয়, সেবক হয়ে সেবা করতে চান বলে উল্লেখ করেছেন নব যোগদানকৃত বান্দরবানের পুলিশ সুপার সৈকত শাহীন। আজ বুধবার (২ আগষ্ট) বিকাল ৪টায় পুলিশ সুপার কার্যালয়ের সভা কক্ষে সাংবাদিকদের সাথে মত বিনিময় সভায় একথা বলেন।
এসময় উপস্থিত ছিলে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) হোসাইন মোঃ রায়হান কাজেমী, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) শাহ আলম, সহকারী পুলিশ সুপার মোঃ সালাহ উদ্দিন (ডিএসবি) মোঃ আব্দুল করিম (ডিআইওয়ান), সহকারী পুলিশ সুপার এ আর মোজাফ্ফর হোসেন, বান্দরবান প্রেসক্লাবের সভাপতি আমিনুল ইসলাম বাচ্চু, সাধারণ সম্পাদক মিনারুল হক প্রমূখ।
এসময় পুলিশ সুপার বলেন, একসময় বান্দরবান পোষ্টিং শাস্তি স্বরুপ মনে করা হলেও এখন এ জেলায় পোষ্টিং প্রাইজ পোষ্টিং হিসেবে গণ্য করা হয়। সদ্য পদোন্নতি পেয়ে বান্দরবান পোষ্টিং পাওয়ায় নিজেকে ভাগ্যবান মনে করছেন তিনি।
এছাড়া বান্দরবান কর্মজীবনে তিনি শাসক নয়, সেবক হিসেবে দ্বায়িত্ব পালনের পাশাপাশি কিশোরদের মধ্যে অপরাধ প্রবণতা কমাতে ভবিষ্যতে সকল শিক্ষা প্রতিষ্ঠানে গিয়ে সফল হওয়ার গল্প নিয়ে হাজির হবার প্রত্যাশা ব্যাক্ত করেন তিনি। সূত্র- পাহাড়বার্তা ডটকম