1. admin@paharerkatha.com : paharer katha : paharer katha
  2. info@paharerkatha.com : পাহাড়ের কথা :
শনিবার, ০৩ মে ২০২৫, ০৬:৪৫ অপরাহ্ন
সর্বশেষ:
মিয়ানমারে পাচারকালে ইউরিয়া সারসহ আটক ১০ পাচারকারী থানচির দুর্গম পাহাড়ি এলাকায় নতুন প্রাথমিক বিদ্যালয় স্থাপন করলেন বিজিবি খাগড়াছড়িতে ধর্ষণ ও ভিডিও ধারণের অভিযোগে গ্রেফতার ২ বান্দরবানে শতাধিক শিক্ষার্থীরা পেলেন এপেক্স ক্লাব’র শিক্ষা উপকরণ লামায় ত্রিপুরা কল্যাণ সংসদ’র নতুন সভাপতি মহেন্দ্র, সম্পাদক প্রণয় ও সাংগঠনিক দুর্জয় ত্রিপুরা আলীকদমে পারিবারিক কলহে বিষপান করে আত্মহত্যার চেষ্টা, হাসপাতালে ভর্তি ৩ জন লামায় বিকল্প কর্মসংস্থানের লক্ষ্যে আরো ৫ জেলে পেলেন ২০টি উন্নত জাতের ছাগল লামায় এপেক্স ক্লাবের শিক্ষা সামগ্রী পেল শিক্ষার্থীরা লামায় জাতীয় আইনগত সহায়তা দিবস পালন আলীকদমে অবৈধভাবে পাহাড় কাটার দায়ে দুই জনকে জরিমানা বান্দরবানে ২১ কিলোমিটার হিল ম্যারাথন অনুষ্ঠিত লোহাগাড়া প্রাথমিক শিক্ষক সমিতি ও সাউন্ড হেলথ হাসপাতালের মধ্যে সমঝোতা চুক্তি বান্দরবানের বিভিন্ন প্রতিষ্ঠানে খাদ্যশষ্য প্রদান করলেন আঞ্চলিক পরিষদ সদস্য কেএস মং রাঙ্গামাটিতে তরুণী ধর্ষণ মামলায় এক যুবক আটক খাগড়াছড়িতে অপহরণের ৭ দিন পর চবি’র ৫ শিক্ষার্থী মুক্ত

স্বপ্ন নয়, সত্যি পাতাল জয় ‘বঙ্গবন্ধু টানেল’

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: রবিবার, ১৯ মার্চ, ২০২৩
  • ৩৭৯ বার পড়া হয়েছে
চট্টগ্রাম প্রতিনিধি |

স্বপ্নের বঙ্গবন্ধুর টানেল চালু হলে কর্ণফুলী নদীকে কেন্দ্র করে গড়ে উঠবে সাংহাইয়ের মতো ওয়ান সিটি টু টাউন। কক্সবাজার ও দক্ষিণ চট্টগ্রামগামী গাড়িগুলোকে আর বন্দর নগরীতে ঢুকতে হবে না। চট্টগ্রাম সিটি আউটার রিং রোড হয়ে টানেলের মাধ্যমে দ্রুত সময়ের মধ্যে গন্তব্যে পৌঁছাতে পারবে। ফলে চট্টগ্রাম নগরে যানবাহনের চাপ কমে যাবে। টানেলকে ঘিরে চট্টগ্রাম-কক্সবাজারের পর্যটন শিল্পের আরও বিকাশ ঘটবে।

জানা যায়, চলতি বছরের ফেব্রুয়ারিতে বঙ্গবন্ধু টানেল উদ্বোধনের কথা ছিল। এপ্রিল-মে মাসের আগে তা হচ্ছে না। এরই মধ্যে পুরো প্রকল্পে কাজের অগ্রগতি হয়েছে ৯৬.৫ শতাংশ। প্রকল্পের কমিশনিং সহ বিভিন্ন কাজও প্রায় শেষ।

চীনা কোম্পানি-চায়না কমিউনিকেশন কনস্ট্রাকশন লিমিটেড (সিসিসি) এর বাস্তবায়নাধীন এ প্রকল্পের মেয়াদ বাড়ানো হয় দুই দফা। এতে টানেলের বর্তমানে মোট ব্যয় প্রায় ১০ হাজার ৬৮৯ কোটি টাকা। বাংলাদেশ ও চীন সরকার ‘জিটুজি’ অর্থায়নে এ প্রকল্পটি বাস্তবায়ন করা হচ্ছে।
২০১৬ সালের ১৪ অক্টোবর টানেল নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও চীনের রাষ্ট্রপতি শিং জিনপিং। ২০১৯ সালের ২৪ ফেব্রুয়ারি প্রথম টানেল টিউবের বোরিং কাজ উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

প্রকল্পের শুরুতে ৮ হাজার ৪৪৬ কোটি ৬৩ লাখ টাকা ব্যয় ধরা হলেও ২০১৮ সালের ৪ নভেম্বরের একনেক সভায় প্রায় ১ হাজার ৯২৮ কোটি টাকা ব্যয় বাড়িয়ে প্রথমবার প্রকল্পটি সংশোধন করা হয়। এতে ব্যয় দাঁড়ায় ১০ হাজার ৩৭৪ কোটি টাকা। সেই সঙ্গে ২০২০ সালে প্রকল্পের মেয়াদ থাকলেও আরও এক বছর ৬ মাস বাড়ানো হয়। সর্বশেষ চলতি বছরের ১৭ জানুয়ারি একনেক সভায় দ্বিতীয়বারের মত প্রকল্পের ব্যয় আরও ৩১৫ কোটি টাকা বাড়ানো হয়। এবার সময় বাড়ানো হয় এক বছর। ফলে সব মিলিয়ে এখন এই প্রকল্পে খরচ দাঁড়িয়েছে ১০ হাজার ৬৮৯ কোটি টাকা এবং প্র্রকল্পের মেয়াদের শেষ সময় চলতি বছরের ডিসেম্বর। ডলারের মূল্যবৃদ্ধির কারণে এ ব্যয় বাড়ানো হয়েছে বলে জানান প্রকল্প সংশ্লিষ্টরা।

এদিকে, প্রকল্প নিয়ে ২০১৩ সালে করা সমীক্ষা প্রতিবেদনে টানেল চালুর বছরে ৬৩ লাখ গাড়ি চলাচল করবে বলে ধারণা দেওয়া হয়। সে হিসেবে দিনে চলতে পারে ১৭ হাজার ২৬০টি গাড়ি। ২০২৫ সাল নাগাদ প্রতিদিন গড়ে ২৮ হাজার যানবাহন চলবে। আর ২০৩০ সাল নাগাদ চলবে প্রায় ৩৭ হাজার এবং ২০৩৭ সালে চলবে এক লাখ ৬২ হাজার যানবাহন।
এরই মধ্যে টানেল ব্যবহারকারীদের জন্য টোল নির্ধারণ করেছে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়। টানেল চালু হলে নির্ধারিত টোল পরিশোধ করে চলতে হবে যানবাহন। টানেলের ভেতর দিয়ে যেতে প্রাইভেট কার, জিপ ও পিকআপের জন্য দিতে হবে ২০০ টাকা, মাইক্রোবাসের জন্য দিতে হবে ২৫০ টাকা। ৩১ বা তার চেয়ে কম আসনের বাসের জন্য ৩০০ টাকা এবং ৩২ বা তার চেয়ে বেশি আসনের বাসের জন্য ৪০০ টাকা টোল দিতে হবে। ৫ টনের ট্রাক ৪০০ টাকা, ৫ থেকে ৮ টনের ট্রাকের জন্য ৫০০ টাকা, ৮ থেকে ১১ টনের ট্রাক ৬০০ টাকা, ট্রাক (তিন এক্সেল) ৮০০ টাকা, ট্রেইলর (চার এক্সেল) ১০০০ টাকা এবং চার এক্সেলের বেশি ট্রেইলরের জন্য ১ হাজার টাকার সাথে প্রতি এক্সেলের জন্য ২০০ টাকা বাড়তি টোল দিতে হবে।

৩ দশমিক ৩২ কিলোমিটার দৈর্ঘ্যের এই টানেলে প্রতিটি টিউব বা সুড়ঙ্গের দৈর্ঘ্য ২ দশমিক ৪৫ কিলোমিটার। একটির সঙ্গে অন্য টিউবের দূরত্ব ১২ মিটারের মতো। টানেলের পূর্ব ও পশ্চিম প্রান্তে থাকছে ৫ দশমিক ৩৫ কিলোমিটার সংযোগ সড়ক।
প্রকল্প পরিচালক (পিডি) মো. হারুনুর রশিদ চৌধুরী বলেন, টানেলের ৯৬ দশমিক ৫ শতাংশের বেশি কাজ শেষ হয়েছে। মেকানিক্যাল কমিশনিংয়ের কাজ দ্রুত গতিতে এগিয়ে চলছে। অ্যাপ্রোচ রোডের নির্মাণকাজও প্রায় শেষের পথে। টোল প্লাজা সংক্রান্ত ক্রস প্যাসেজ ও টানেলের নির্মাণ কাজ কিছুটা বাকি আছে।

তিনি আরও বলেন, দক্ষিণ টিউবের কাজ শেষ হলেও উত্তর টিউবের পূর্ত কাজসহ টানেলের বৈদ্যুতিক ও যান্ত্রিক (ইলেকট্রো মেকানিক্যাল) কাজ এখনো চলছে। সব কাজ জানুয়ারিতে শেষ হওয়ার কথা। তাছাড়া টানেলের দুই প্রান্তে আধুনিক স্ক্যানার বসানো হবে। টানেল প্রকল্পের কার্যালয়, আবাসিক ভবন ও সংযোগ সড়ক নির্মাণের কাজও চলমান। পুরো কাজ শেষ হলেই যান চলাচলের উপযোগী হবে টানেল। আশা করছি নির্ধারিত সময়ের মধ্যে আমরা কাজ শেষ করতে পারবো। টানেল ব্যবহারের জন্য পুরোপুরি প্রস্তুত হলে সরকারের পক্ষ থেকে এটি উদ্বোধনের সিদ্ধান্ত নেয়া হবে। সূত্র-বিবার্তা২৪ডটনেট

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট