জিএম ইব্রাহীম, হাতিয়া (নোয়াখালী) প্রতিনিধ |
নোয়াখালী জেলার দ্বীপ উপজেলা হাতিয়া বুডিরচর ইউনিয়ন থেকে ১ রোহিঙ্গা নাগরিককে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছে স্থানীয়রা। শুক্রবার আটককৃত রোহিঙ্গাকে থানায় সোপর্দ করা হয়। এর আগে সকাল দশটার দিকে হাতিয়া উপজেলার বুুড়িরচর ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের রহমত বাজার এলাকা থেকে তাকে আটক করেন স্থানীয়রা। আটককৃত রোহিঙ্গার নাম মোঃ আব্দুল হাফেজ (৩৫) পিতা- আমির হোসেন, মাতা- আয়েশা খাতুন, ট্যাংখালী হাকিম পাড়া, ১৫নং ব্লক উখিয়া, কক্সবাজার।
স্থানীয়রা জানান,শুক্রবার সকালে উপজেলার বুড়িরচর ইউনিয়নের রহমত বাজার এলালাকায় অপরিচিত যুবককে ঘুরতে দেখে বিষয়টি সন্দেহ হয় স্থানীয়দের। এ সময় তাকে আটক করলে নিজেকে রোহিঙ্গা বলে স্বীকার করেন। এরপর সেখান থেকে তাকে হাতিয়া থানায় পুলিশের কাছে সোপর্দ করা হয়। কক্সবাজার থেকে পালিয়ে এসেছিলেন এই রোহিঙ্গা।
হাতিয়া থানা অফিসার ইনচার্জ আমির হোসেন জানান কক্সবাজার উখিয়া থেকে কাজের উদ্দেশে পালিয়ে এসেছেন আটককৃত রোহিঙ্গা। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী তাকে রোহিঙ্গা ক্যাম্পে পাঠানো হবে।
প্রধান সম্পাদক : বীর মুক্তিযোদ্ধা প্রিয়দর্শী বড়ুয়া, প্রকাশক : প্রদীপ কান্তি দাশ, সম্পাদক : মো. নুরুল করিম আরমান, আইন বিষয়ক উপদেষ্ঠা : এ্যডভোকেট ফয়সাল আজিজ।
সম্পাদকীয় কার্ষালয় : প্রেসক্লাব ভবন (দ্বিতীয় তলা), প্রধান সড়ক, লামা পৌরসভা, বান্দরবান
ই-মেইল paharerkatha@gmail.com, মোবাইল: ০১৭৫০৪৪৪৯৯৬/০১৮১৪৮৪৫০৭৩
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত