মো. নুরুল করিম আরমান।
আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা 'হিউম্যান এইড ইন্টারন্যাশনাল' বান্দরবান জেলা শাখার উদ্যোগে এক মতবিনিময় সভা শনিবার সকালে লামা উপজেলা মুক্তিযোদ্ধা ভবনের দ্বিতীয় তলাস্থ হলরুমে অনুষ্ঠিত হয়েছে। সংস্থার বান্দরবান জেলা কমিটির সভাপতি মো. হেলাল উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন, সংস্থার কক্সবাজার জেলা কমিটির সভাপতি সাইদুল হক চৌধুরী। এতে বান্দরবান জেলা কমিটির সাধারণ সম্পাদক এ্যাডভোকেট সাদ্দাম হোসেন রাকিব, কক্সবাজার জেলা কমিটির মহিলা বিষয়ক সম্পাদক ফাতেমা বেগম রানী ও অর্থ সম্পাদক সাজমুন্নাহার বুলু, লামা রিপোর্টার্স ক্লাবের সভাপতি তৈয়ব আলী, ফাঁসিয়াখালী ইউনিয়ন যুব মহিলা লীগের সভাপতি রোকেয়া বেগম কাজল প্রমুখ অতিথি ছিলেন। মতবিনিময় সভায় স্থানীয় সাংবাদিক, ব্যাবসায়ী, আইনজীবি, রাজনৈতিক নেতৃবৃন্দ প্রমুখ অংশ প্রহন করেন। সভায় সংস্থার লক্ষ্য উদ্দেশ্য ও বান্দরবান জেলার পুর্ণাঙ্গা কমিটি গঠনের বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।
প্রধান সম্পাদক : বীর মুক্তিযোদ্ধা প্রিয়দর্শী বড়ুয়া, প্রকাশক : প্রদীপ কান্তি দাশ, সম্পাদক : মো. নুরুল করিম আরমান, আইন বিষয়ক উপদেষ্ঠা : এ্যডভোকেট ফয়সাল আজিজ।
সম্পাদকীয় কার্ষালয় : প্রেসক্লাব ভবন (দ্বিতীয় তলা), প্রধান সড়ক, লামা পৌরসভা, বান্দরবান
ই-মেইল paharerkatha@gmail.com, মোবাইল: ০১৭৫০৪৪৪৯৯৬/০১৮১৪৮৪৫০৭৩
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত