সানজিদা আক্তার রুনা,নাইক্ষ্যংছড়ি:
পার্বত্য জেলা বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলায় ১১বিজিবি কর্তৃক পহেলা বৈশাখ ও বৈসাবি উৎসব উপলক্ষ্যে ক্ষুদ্র-নৃগোষ্ঠীদের আর্থিক অনুদান ও পুরস্কার প্রদান করা হয়েছে। বুধবার (১২এপ্রিল) বিকাল ৪টায় ১১বিজিবির নির্দিষ্ট অডিটরিয়ামে এই মহতি অনুষ্ঠানের আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানে উপজাতি সম্প্রদায়ের প্রধান উৎসব ‘বৈসাবি’ উদযাপন ১০টি কমিটির প্রতিনিধির নিকট নগদ আর্থিক অনুদান ও পুরস্কার প্রদান করা হয়। সীমান্ত সুরক্ষা,চোরাচালান প্রতিরোধ,অবৈধ অনুপ্রবেশ, নারী ও শিশু পাচার রোধ ও অভ্যন্তরীণ সন্ত্রাস দমনসহ পার্বত্য এলাকার সাধারণ জনগণের শান্তি, সম্প্রীতি, শিক্ষার মান উন্নয়ন, খেলাধুলা এবং জীবন যাত্রার মান উন্নয়নের লক্ষ্যে নাইক্ষ্যংছড়ি জোন শুরু থেকেই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। এরই ধারাবাহিকতায় সম্প্রীতি ও উন্নয়নের লক্ষ্যে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। নাইক্ষ্যংছড়ি জোনের জোন কমান্ডার লে.কর্নেল মো.রেজাউল করিম উক্ত অনুষ্ঠানে উপস্থিত থেকে উপজাতীয় সম্প্রদায়ের উৎসব উদযাপন কমিটির নেতৃবৃন্দের নিকট এই নগদ আর্থিক অনুদান ও পুরস্কার প্রদান করা হয়। এ সময় নাইক্ষ্যংছড়ি জোনের এ্যাডজুটেন্ট ক্যাপ্টেন রাফি-উস-হাসান,বিজিবি সদস্যগণ, সাংবাদিকবৃন্দ এবং অনুদান গ্রহণকারী ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানা যায়,অত্র অঞ্চলের শান্তি, সম্প্রীতি ও উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখার নিমিত্তে নাইক্ষ্যংছড়ি জোন কর্তৃক ভবিষ্যতেও এ ধরনের কর্মসূচি অব্যাহত থাকবে।
প্রধান সম্পাদক : বীর মুক্তিযোদ্ধা প্রিয়দর্শী বড়ুয়া, প্রকাশক : প্রদীপ কান্তি দাশ, সম্পাদক : মো. নুরুল করিম আরমান, আইন বিষয়ক উপদেষ্ঠা : এ্যডভোকেট ফয়সাল আজিজ।
সম্পাদকীয় কার্ষালয় : প্রেসক্লাব ভবন (দ্বিতীয় তলা), প্রধান সড়ক, লামা পৌরসভা, বান্দরবান
ই-মেইল paharerkatha@gmail.com, মোবাইল: ০১৭৫০৪৪৪৯৯৬/০১৮১৪৮৪৫০৭৩
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত