মো. নুরুল করিম আরমান, লামা |
একতা, সমৃদ্ধি ও সঞ্চয়-এ শ্লোগনকে প্রতিপাদ্য করে বান্দরবানের লামা কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেডের ৩১তম বার্ষিক সাধারণ সভা ব্যাপক উৎসাহ উদ্দীপনায় শুক্রবার দিনব্যাপী অনুষ্ঠিত হয়েছে। উপজেলা শহরস্থ আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে সমিতির চেয়ারম্যান প্রশান্ত ভট্টাচার্য্যের সভাপতিত্বে সাধারণ সভায় প্রধান অতিথি ছিলেন, হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্ট্রি অমল কান্তি দাশ। এতে উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. মোস্তফা জামাল, নির্বাহী অফিসার মো. মোস্তফা জাবেদ কায়সার, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. জাহেদ উদ্দিন ও মিল্কি রানী দাশ, লামা সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মিন্টু কুমার সেন, আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এএম ইমতিয়াজ, উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি বিজয় আইচ, সাংগঠনিক সম্পাদক প্রদীপ কান্তি দাশ ও সমিতির সেক্রেটারী বিপুল কান্তি নাথ প্রমুখ বিশেষ অতিথি ছিলেন। সাধারণ সভাকে কেন্দ্র করে সকাল থেকে সদস্যদের পদচারনায় মুখরিত হয়ে উঠে বিদ্যালয় মাঠের অনুষ্ঠান। সভা শেষে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ ও শিক্ষা বৃত্তি প্রদান করা হয়। প্রসঙ্গত, ১৯৯১ সালে মাত্র ৩৯ জন সদস্য নিয়ে সমিতির কার্যক্রম শুরু হয়। বর্তমানে এ সমিতির সদস্য সংখ্যা দুই হাজার এবং মূলধন প্রায় ২৬ কোটি টাকা বলে জানান, সমিতির চেয়ারম্যান প্রশান্ত ভট্টাচার্য্য। তিনি বলেন, সদস্যদের উন্নয়নে ঋণ প্রদানের পাশাপাশি শিক্ষার্থীদের মাঝে শিক্ষা বৃত্তি, বেকারদের সেলাই ও কম্পিউটার প্রশিক্ষণ সহ বিভিন্ন উন্নয়নমূলক কাজ করে চলেছে লামা কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেড।
প্রধান সম্পাদক : বীর মুক্তিযোদ্ধা প্রিয়দর্শী বড়ুয়া, প্রকাশক : প্রদীপ কান্তি দাশ, সম্পাদক : মো. নুরুল করিম আরমান, আইন বিষয়ক উপদেষ্ঠা : এ্যডভোকেট ফয়সাল আজিজ।
সম্পাদকীয় কার্ষালয় : প্রেসক্লাব ভবন (দ্বিতীয় তলা), প্রধান সড়ক, লামা পৌরসভা, বান্দরবান
ই-মেইল paharerkatha@gmail.com, মোবাইল: ০১৭৫০৪৪৪৯৯৬/০১৮১৪৮৪৫০৭৩
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত