1. admin@paharerkatha.com : paharer katha : paharer katha
  2. info@paharerkatha.com : পাহাড়ের কথা :
শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬, ০৮:৪৩ পূর্বাহ্ন
সর্বশেষ:
রাঙ্গামাটির আসামবস্তি-কাপ্তাই সড়কে পিকআপ খাদে পড়ে নিহত ২ শ্রমিক লামায় বন্যহাতির আক্রমণে ক্ষতিগ্রস্ত ও সামাজিক বনায়ন উপকারভোগী ৭৫ জনের মাঝে চেক বিতরণ লামায় ক্যান্সার আক্রান্ত জয়নাল আবেদীন’র চিকিৎসায় এগিয়ে আসার অনুরোধ লামায় নির্বাচনী আচরণ বিধি অবহিতকরণ লামায় চিল্ড্রেন হ্যাভেন ট্রাস্ট স্কুলে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত নাইক্ষ্যংছড়িতে অবৈধ করাতকলের ৭ মালিককে জরিমানা এমবিবিএস কোর্সে ভর্তির সুযোগ পেল লামার কোয়ান্টাম কসমো স্কুল ও কলেজ’র ৪ ক্ষুদ্র নৃ-গোষ্ঠি শিক্ষার্থী লামায় সাজাপ্রাপ্ত পলাতক আসামী কাইংপা মুরুং পুলিশের হাতে বন্দুক সহ গ্রেফতার বান্দরবানের রোয়াংছড়ি থানার তারাছা পুলিশ ক্যাম্প পরিদর্শনে পুলিশ সুপার আলীকদমে শিক্ষকের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন ফাঁসিয়াখালীতে অতি দরিদ্র শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ ফাইতংয়ে মুক্তিযোদ্ধা মরহুম শামসুল আলম স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত লামায় ফাইতং সড়কের বেহাল অবস্থা, মেরামতের দাবিতে আন্দোলন লামায় একটি চক্র সুবিধা না পেয়ে পরিকল্পিত অপপ্রচার ইউএনও’র বিরুদ্ধে লামায় ‘ফেস্টিভ ইলেকশন ক্যাম্পেইন’ অনুষ্ঠিত

৫ কেজি ওজনের সেই শিলা নিয়ে বিতর্ক

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: সোমবার, ১ মে, ২০২৩
  • ৪২৩ বার পড়া হয়েছে

পাহাড়ের কথা ডেস্ক |

রাজবাড়ীর পাংশা উপজেলা পরিষদের পাশে চান্দুর মোড় এলাকায় বড় এক খণ্ড শিলা পাওয়া গেছে বলে জানা যায়। এবার এ নিয়ে বিতর্কের সৃষ্টি হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যম ও নিউজ পোর্টালে দাবি করা হচ্ছে ৫ কেজি ওজনের শিলা পড়েছে আকাশ থেকে। তবে কৃষি বিভাগ ও পরিবেশ বিজ্ঞানীরা বলছেন, বৈজ্ঞানিকভাবে এটি সম্ভব না। কারণ বায়ুমণ্ডল ভেদ করে শিলা ভূপৃষ্ঠে পড়তে পড়তে শিলা খণ্ড এত বড় থাকার কথা নয়।

শনিবার (২৯ এপ্রিল) বিকালে ঝর বৃষ্টি শেষে শিলাখণ্ডটি হালিম নামে চা দোকানের পাশে পড়ে থাকতে দেখে স্থানীয়রা। মুহূর্তেই সেটি সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন নিউজ পোর্টালে ভাইরাল হয়।

জানা যায়, শনিবার বিকালে পাংশা উপজেলায় ঝর-বৃষ্টি হয়। শুধু পাংশা উপজেলা শহর এলাকায় বৃষ্টিপাতের সঙ্গে শিলা পড়ে। বৃষ্টিপাত শেষ হবার পর পাংশা উপজেলা পরিষদ চত্বরের পাশেই চান্দুর মোড়ে হালিমের চা দোকানের পাশে এক খণ্ড শিলা পড়ে থাকতে দেখে স্থানীয়রা। স্থানীয়রা দাবি করেন বৃষ্টির সঙ্গে শিলাখণ্ডটি আকাশ থেকে পড়েছে। সেটি সঙ্গে সঙ্গে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। বিষয়টি নিয়ে নানা কৌতূহলের সৃষ্টি হয়।

চা দোকানি হালিমের সঙ্গে শনিবার যোগাযোগ করলে তিনি জানান, আমি জীবনে এত বড় শিলাখণ্ড দেখিনি। আমার দোকানে অনেকেই ছিল। সবাই দেখেছে। কমপক্ষে ৫ কেজি ওজন হবে শিলা খণ্ডটির। শিলাখণ্ড দেখতে আমার দোকানের সামনে ভীর হয়ে যায়।

পাংশা উপজেলা কৃষি কর্মকর্তা রতন কুমার দাস বলেন, আমার অফিস থেকে ঘটনা স্থল হেটে গেলে দুই মিনিট লাগে। আমি খবরটি শুনে সঙ্গে সঙ্গে একজন পাঠিয়েছি। তবে এই শিলাখণ্ডটি পড়তে কেউ দেখেনি। ভিডিওতে শিলার আকৃতি দেখে বাস্তব সম্মত মনে হয়নি। কারণ ওপর থেকে নিচে পড়লে নানা কারণে সেটির গা মসৃণ থাকে না। শিলাখণ্ডটি গোলাকার হয়। মুদি দোকানি যেটি দেখাচ্ছে সেটি চতুর্ভুজ আকৃতির। এছাড়া পাংশা শহরে শনিবার বিকেলে খুব বেশিও শিলাবৃষ্টি হয়নি। আমার ধারনা কেউ হয়তো রাস্তার পাশে বরফ খণ্ড ফেলে রেখেছে সেটিও ভাইরাল হয়েছে।

ফরিদপুর সরকারি রাজেন্দ্র বিশ্ববিদ্যালয় কলেজের ভূগোল ও পরিবেশ বিজ্ঞান বিভাগের প্রভাষক মো. শাহানুর হাসান বলেন, বজ্রাঘাতের সঙ্গে শিলা বৃষ্টি হয়। মাধ্যাকর্ষণ শক্তি ও নানা কারণে শিলাখণ্ড ৫ কেজি হয়ে ভূপৃষ্ঠে আসার কোনো সুযোগ নেই। এটি আসলে বিজ্ঞান সম্মত না। আমরা এমন ঘটনা আসলে পায়নি বই পুস্তকেও।

কুষ্টিয়া জেলার কুমারখালি উপজেলার কৃষি আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইদুর রহমান বলেন, শিলাখণ্ড ৫ কেজি হয়ে পড়বে এটি বাস্তব সম্মত না। একাডেমিকভাবে এটি আমরা পড়িনি। আবার কোথায় এমন বড় আকৃতির শিলা পড়েছে বলে রেকর্ড নেই। এখন ফেসবুকের সব কথায় বিশ্বাস করা ঠিক না।
-বাংলাভিশন

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট