1. admin@paharerkatha.com : paharer katha : paharer katha
  2. info@paharerkatha.com : পাহাড়ের কথা :
শনিবার, ০৩ মে ২০২৫, ০৬:৫৪ পূর্বাহ্ন
সর্বশেষ:
মিয়ানমারে পাচারকালে ইউরিয়া সারসহ আটক ১০ পাচারকারী থানচির দুর্গম পাহাড়ি এলাকায় নতুন প্রাথমিক বিদ্যালয় স্থাপন করলেন বিজিবি খাগড়াছড়িতে ধর্ষণ ও ভিডিও ধারণের অভিযোগে গ্রেফতার ২ বান্দরবানে শতাধিক শিক্ষার্থীরা পেলেন এপেক্স ক্লাব’র শিক্ষা উপকরণ লামায় ত্রিপুরা কল্যাণ সংসদ’র নতুন সভাপতি মহেন্দ্র, সম্পাদক প্রণয় ও সাংগঠনিক দুর্জয় ত্রিপুরা আলীকদমে পারিবারিক কলহে বিষপান করে আত্মহত্যার চেষ্টা, হাসপাতালে ভর্তি ৩ জন লামায় বিকল্প কর্মসংস্থানের লক্ষ্যে আরো ৫ জেলে পেলেন ২০টি উন্নত জাতের ছাগল লামায় এপেক্স ক্লাবের শিক্ষা সামগ্রী পেল শিক্ষার্থীরা লামায় জাতীয় আইনগত সহায়তা দিবস পালন আলীকদমে অবৈধভাবে পাহাড় কাটার দায়ে দুই জনকে জরিমানা বান্দরবানে ২১ কিলোমিটার হিল ম্যারাথন অনুষ্ঠিত লোহাগাড়া প্রাথমিক শিক্ষক সমিতি ও সাউন্ড হেলথ হাসপাতালের মধ্যে সমঝোতা চুক্তি বান্দরবানের বিভিন্ন প্রতিষ্ঠানে খাদ্যশষ্য প্রদান করলেন আঞ্চলিক পরিষদ সদস্য কেএস মং রাঙ্গামাটিতে তরুণী ধর্ষণ মামলায় এক যুবক আটক খাগড়াছড়িতে অপহরণের ৭ দিন পর চবি’র ৫ শিক্ষার্থী মুক্ত

৮ হত্যাকাগু : বান্দরবান জেলা জুড়ে উদ্বেগ, উৎকন্ঠা

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: শনিবার, ৮ এপ্রিল, ২০২৩
  • ২৮৯ বার পড়া হয়েছে
পাহাড়ের কথা ডেস্ক |

বান্দরবানের রোয়াংছড়ি উপজেলার শসস্ত্র সন্ত্রাসীদের দুই গ্রুপের গোলাগুলিতে ৮ জন নিহত হওয়ার পর জেলা জুড়ে চরম উদ্বেগ ও উৎকন্ঠা বিরাজ করছে। এই ঘটনার প্রতিক্রিয়ায় ফের বড় ধরণের ঘটনার আশংকায় চরম আতংক বিরাজ করায় জেলা জুঁড়ে, ফলে জেলায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে, বাড়ানো হয়েছে গোয়েন্দা নজরদারী, চেকপোষ্টগুলো চালানো হচ্ছে তল্লাশী।

স্থানীয় সুত্রে জানা যায়, জেলার রোয়াংছড়ির খামতাং পাড়ায় গত বৃহস্পতিবার রাতে কুকি চিন ন্যাশনাল ফ্রন্ট (কেএনএফ) ও ইউনাইটেড ডেমোক্রেটিক ফ্রন্ট (সংস্কার) এর শসস্ত্র সন্ত্রাসীদের দফায় দফায় গোলাগুলিতে বম ও খ্যায়াং সম্প্রদায়ের ৮ সন্ত্রাসী নিহত হওয়ার পর এলাকা ছেড়েছে অনেক পাহাড়ী। ভয়ে উক্ত পাড়া থেকে রোয়াংছড়ি সরকারি উচ্চ বিদ্যালয়ে ২০০ জন ও রুমার বম কমিউনিটি সেন্টারে ৬০ জন আশ্রয় নিয়েছে, তারা সবাই খ্যায়াং সম্প্রদায়ের।

রোয়াংছড়ি উপজেলার খামতাং পাড়ার বাসিন্দা শৈহ্লা খ্যায়াং জানান, গোলাগুলির পর ভয়ে থাকতে না পেরে আশ্রয় নিতে রোয়াংছড়ি সদরে পালিয়ে এসেছি, সামনে কি হবে জানিনা, তবে পরিস্থিতি ভালো নয়। এদিকে গত শুক্রবার থেকে রোয়াংছড়ি ও রুমায় আশ্রয় নেওয়া মানুষের মধ্যে আতংকের ছাপ, তারা এক কাপড়ে শিশুদের নিয়ে বাড়ি ছেড়েছে, পরিস্থিতি শান্ত হলে নিজ বাড়িতে ফিরে যাওয়ার অপেক্ষায় আছে তারা। আশ্রয় নেওয়ার পর থেকে তাদের খাদ্য সরবরাহ করছে সেনাবাহিনী ও প্রশাসন।

কুকি-চিন ন্যাশনাল আর্মির ক্যাপ্টেন ফ্লেমিং এর বরাত দিয়ে শুক্রবার রাতে কুকি কেএনএফ সামাজিক যোগাযোগ মাধ্যমে জানান, জেলার রুমা, রোয়াংছড়ি, থানছি এই তিন উপজেলায় চার চাকার গাড়ি চলাচল বন্ধ থাকবে। যদি কোন ব্যক্তি নির্দেশনা অমান্য করে, তবে সে যেই হোক গুলি করা হবে। কুকি-চিন জনগোষ্ঠির রামথার পাড়ার কারবারি সহ আট জনকে সংস্কার পন্থী কতৃক ব্রাশ ফায়ার করে গুলি করায় এই কারফিউ জারি রাখা হলো, এই নির্দেশনার পরে উপজেলাগুলোর পাহাড়ী সড়কে পারতপক্ষে গাড়ি নিয়ে যাচ্ছেনা ড্রাইভাররা।

এদিকে বান্দরবানের সীমান্ত এলাকায় জঙ্গী সংগঠন ও কেএনএফ এর বিরুদ্ধে নিরাপত্তা বাহিনীর যৌথ অভিযানের কারনে গত ১৭ অক্টোবর থেকে শুরু হওয়া পর্যটক যাতায়াতে নিষেধাজ্ঞায় জেলার অন্তত দুই শতাধিক হোটেল-মোটেল কার্যত পথে পথে বসার অপেক্ষায়, অনেক তাদের কর্মচারী ছাটাই করেছে।

স্থানীয়রা জানায়, জেলার থানচি ও রুমার পর্যটক বহনকারী ২ শতাধিক নৌযান, ৩ শতাধিক চাঁদের গাড়ি ও ৩শ জন ট্যুরিষ্ট গাইড এখন বেকার, জুম চাষাবাদ করতে না পারার কারনে পাহাড়ীরা নিজেদের খাদ্য সংগ্রহ করতে পারছেনা, ফলে অর্থনৈতিক ভাবে চরম সংকট পার করছে ব্যবসায়িরা। ১৯৯৭ সালের ২রা ডিসেম্বর পার্বত্য শান্তিচুক্তি সম্পাদন হওয়ার পর সবচেয়ে বড় এই ৮ হত্যাকাগেুর পর জেলায় আরো বড় ধরণের ঘটনার আশংকা করছে স্থানীয়রা। ফলে উদ্বেগ, উৎকন্ঠ যে এখন মুখে মুখে। অনেক শ্রমিক ও ব্যবসায়ি উপজেলাগুলোতে যাচ্ছেনা, যারা নির্মান কাজে জড়িত তারা জেলা সদরে ফিরে আসছে।

এই ব্যাপারে বান্দরবান হোটেল মোটেল মালিক সমিতি অর্থ সম্পাদক রাজিব বড়ুয়া বলেন, এই ঘটনার পর বান্দরবানের পর্যটন শিল্প নিয়ে ব্যবসায়িরা চরম হতাশ, এর থেকে উত্তোরনের উপায় সবাই মিলে বের করতে হবে।

এদিকে শনিবার দুপুরে ময়নাতদন্ত্রের পর বান্দরবান সদর হাসপাতাল মর্গ থেকে নিহতদের পরিবারের পক্ষে বম সোশ্যাল কাউন্সিলের নেতারা নিহতদের লাশ গ্রহন করে, এসময় নিহতদের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।  বান্দরবানের পুলিশ সুপার মো: তারিকুল ইসলাম পিপিএম বলেন, গোয়েন্দা নজরদারীর পাশাপাশি জেলায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। সূত্র- পাহাড়বার্তা ডটকম

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট