শামীম ইকবাল চৌধুরী, নাইক্ষ্যংছড়ি।
দেশের যাত্রী অধিকার ও সড়ক নিরাপত্তায় নিয়োজিত সংগঠন বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির নাইক্ষ্যংছড়ি উপজেলা শাখার ২০২৫-২০২৬ মেয়াদের নতুন আহ্বায়ক কমিটি গঠিত হয়েছে।
সংগঠনটির আহ্বায়ক মুহাম্মদ ওবাইদুল্লাহ, সদস্য সচিব আবু তাহের মাসুম নির্বাচিত হয়েছেন।বৃহস্পতিবার (৩১ জুলাই ) দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়েছে, সড়কের অব্যবস্থাপনা, সড়ক দূর্ঘটনা প্রতিরোধের ও যাত্রীদের ন্যায অধিকার আদায় নিয়ে কাজ করছে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি।
তারই লক্ষ্যে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি – নাইক্ষ্যংছড়ি উপজেলা শাখায় ১১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠিত হয়েছে।
কমিটির অন্যান্যদের মধ্যে নির্বাচিত হয়েছেন যথাক্রমে, যুগ্ন-আহ্বায়ক মুহাম্মদ ওসমান গণি, হাফেজ এরশাদ উল্লাহ,আব্দুর রহিম,নুরুল ইসলাম, যুগ্ন- সম্পাদক নুর সাদেক, আয়ুব মাসুদ,আবুল মনসুর,সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ রায়হান, যুগ্ম-সাংগঠনিক স: অলি আহমদ, কার্যকরি সদস্য মোস্তাফিজুর রহমান, মুফতি মুরশেদ, কামরুল হাসান প্রমূখ।
বিজ্ঞপ্তিতে আরও জানাযায়, বিগত সরকারের সময়ে দেশের বিশৃঙ্খল সড়ক ব্যবস্থা, সড়ক দুর্ঘটনায় প্রাণহানী বেপরোয়াভাবে বৃদ্ধি, সড়কে অব্যবস্থাপনা, সড়কের বিভিন্ন প্রকল্পে বেপরোয়া দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার থাকায় তৎকালীন ফ্যাসিস্ট সরকারের সড়কমন্ত্রীর প্রতিহিংসায় যাত্রী কল্যাণ সমিতির নিবন্ধন বাতিল করায় দীর্ঘদিন যাবৎ নতুন কমিটি করা যায়নি বলে অভিযোগ করা হয়।
বর্তমান অন্তবর্তী সরকার দেশের যাত্রীসাধারনের স্বার্থ সুরক্ষায় আবারও যাত্রী কল্যাণ সমিতির নিবন্ধন ফেরত দেওয়ার কার্যক্রম শুরু করায় সরকারের প্রধান উপদেষ্টাসহ সংশ্লিষ্টদের প্রতি কৃতজ্ঞতা জানানো হয়।