আলীকদম প্রতিনিধি।
বান্দরবান জেলার আলীকদম উপজেলার উপর দিয়ে বয়ে চলা মাতামুহুরি নদী থেকে সানু মিয়া নামের এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার বিকাল ৩ টার দিকে লাশটি উদ্ধার করা হয়। উদ্ধার সানু মিয়া উপজেলার ছাবের মিয়া পাড়ার বাসিন্দা।
সূ্ত্র জানায় শনিবার (২২ নভেম্বর) সকালে নদীতে ভাসমান অবস্থায় লাশটি দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পরে আলীকদম থানা পুলিশ ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করেন।
সানু মিয়ার লাশ উদ্ধারের সত্যতা নিশ্চিত করে আলীকদম থানা পুলিশের অফিসার ইনচার্জ মীর্জা জহির উদ্দিন বলেন, স্থানীয়দের সহায়তায় লাশের পরিচয় শনাক্ত করা গেলেও মৃত্যুর কারণ তাৎক্ষণিকভাবে নিশ্চিত করা সম্ভব হয়নি। তবে মৃত্যুর কারণ খুঁজে বের করতে কাজ করছে পুলিশ।
প্রধান সম্পাদক : বীর মুক্তিযোদ্ধা প্রিয়দর্শী বড়ুয়া, প্রকাশক : প্রদীপ কান্তি দাশ, সম্পাদক : মো. নুরুল করিম আরমান, আইন বিষয়ক উপদেষ্ঠা : এ্যডভোকেট ফয়সাল আজিজ।
সম্পাদকীয় কার্ষালয় : প্রেসক্লাব ভবন (দ্বিতীয় তলা), প্রধান সড়ক, লামা পৌরসভা, বান্দরবান
ই-মেইল paharerkatha@gmail.com, মোবাইল: ০১৭৫০৪৪৪৯৯৬/০১৮১৪৮৪৫০৭৩
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত