কক্সবাজার প্রতিনিধি। কক্স
খুটাখালী সমিতির নতুন কার্যকরী কমিটি গঠিত হয়েছে। কমিটিতে সর্বসম্মতিক্রমে ডাঃ নুরুল আবছারকে সভাপতি ও আবদুল্লাহ আল মামুনকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়।
সমিতির দপ্তর সম্পাদক আবদুল হামিদ খাঁন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।
গত সোমবার শহরের অস্থায়ী কার্যালয়ে এ উপলক্ষে বিভিন্ন কর্মসূচি পালন করা হয়। কর্মসূচির মধ্যে ছিলো বার্ষিক সাধারণ সভা, কার্যকরী কমিটি, উপদেষ্টা কমিটি ও অডিট কমিটি গঠন। পরে ১৭ সদস্য বিশিষ্ট কার্যকরী কমিটি, ১৯ সদস্য বিশিষ্ট উপদেষ্টা কমিটি ও ৩ সদস্য বিশিষ্ট অডিট কমিটি গঠন করা হয়।
উপদেষ্টা কমিটিতে ডাঃ সোলতান আহমদ সিরাজীকে প্রধান উপদেষ্টা করে অধ্যাপক এনামুল হক, মোহাম্মদ আবু সাঈদ, আলহাজ্ব আবুল হাসেম, রফিক আল ইসলাম, এসএম নজরুল ইসলাম, অধ্যাপক শফিকুর রহমান, এডভোকেট নুরুল আজিম, আবু হেনা মোহাম্মদ জাহাঙ্গীর, মাস্টার নুরুল কবির, অধ্যক্ষ মোহাম্মদ সোলাইমান, মাস্টার জাফর আলম, ইন্জিনিয়ার মান্নানুল ইসলাম, রশিদ উদ্দিন আহমদ, মাস্টার জসিম উদ্দিন, ডাঃ মোহাম্মদ ইউনুচ, ডাঃ রেজাউল করিম মনছুর, ফরিদুল আলম চৌধুরী ও মুহাম্মদ আবদুর রহমানকে ( চেয়ারম্যান খুটাখালী) উপদেষ্টা মনোনীত করা হয়।
কার্যকরী কমিটির অন্যান্যরা হলেন, সিনিয়র সহ-সভাপতি মাহমুদুল হক, সহ সভাপতি অধ্যাপক মুজিবুর রহমান, অধ্যাপক সাইফুল ইসলাম, নুরুল আবছার (ব্যাংকার), যুগ্ম সাধারণ সম্পাদক জাহেদুল ইসলাম নোমান, জাওয়াদুল হক, সাংগঠনিক সম্পাদক ওসমান গনি, অর্থ সম্পাদক ডাঃ শাহাব উদ্দীন, সহ অর্থ সম্পাদক হাবিব উল্লাহ, দপ্তর সম্পাদক আবদুল হামিদ খাঁন, প্রচার ও প্রকাশনা সম্পাদক দেলোয়ার হোসাইন, মহিলা বিষয়ক সম্পাদক আফসানা জেসমিন পপি, কার্যকরি সদস্য যথাক্রমে মোস্তাক আহমদ, হেলাল উদ্দিন ও কামাল হোসাইন (ব্যাংকার)।
অপরদিকে এডভোকেট গিয়াস উদ্দিনকে প্রধান করে ৩ সদস্য বিশিষ্ট অডিট কমিটি গঠন করা হয়েছে। কমিটির সদস্যরা হলেন মাস্টার গিয়াস উদ্দিন ও এহছান উদ্দিন (ব্যাংকার)।
নবনির্বাচিত সভাপতি ডাঃ নুরুল আবছার তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় বলেন, সমিতির কার্যকরি কমিটির সভাপতি যখন হলাম। চেষ্টা করবো সব সময় সমিতির সদস্যদের জন্য উন্নয়নমূলক কাজ করার। সমিতির স্বার্থ সংরক্ষণ এবং সার্বিক উন্নয়নে সকলকে নিয়ে কাজ করতে চাই। আমরা সুসংগঠিত থাকব। সমিতির সদস্যদের সার্বিক স্বার্থ সংশ্লিষ্ট কার্যাদি পরিচালনার জন্য আমরা দ্রুত পদক্ষেপ গ্রহণ করব।
প্রধান সম্পাদক : বীর মুক্তিযোদ্ধা প্রিয়দর্শী বড়ুয়া, প্রকাশক : প্রদীপ কান্তি দাশ, সম্পাদক : মো. নুরুল করিম আরমান, আইন বিষয়ক উপদেষ্ঠা : এ্যডভোকেট ফয়সাল আজিজ।
সম্পাদকীয় কার্ষালয় : প্রেসক্লাব ভবন (দ্বিতীয় তলা), প্রধান সড়ক, লামা পৌরসভা, বান্দরবান
ই-মেইল paharerkatha@gmail.com, মোবাইল: ০১৭৫০৪৪৪৯৯৬/০১৮১৪৮৪৫০৭৩
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত