সানজিদা আক্তার রুনা, নাইক্ষ্যংছড়ি।
এক দিনের সফরে নাইক্ষ্যংছড়ি সদর উপজেলায় যাচ্ছেন পার্বত্যমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি।
আগামী শনিবার (২০ মে ) সকাল ৯টায় গাড়ীযোগে নাইক্ষ্যংছড়িতে পৌঁছবেন মন্ত্রী।১৬ মে মঙ্গলবার দুপুরেগ ণমাধ্যমে পাঠানো এক প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য জানান মন্ত্রীর একান্ত সচিব (উপসচিব) মো: লিয়াকত আলী।
বিষয়টি নিশ্চিত করেন উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি আবু তাহের কোম্পানি।
প্রেস বিজ্ঞপ্তিতে জানা যায়, পার্বত্যমন্ত্রী দিনব্যাপী কর্মসূচীতে সাড়ে ৯টায় সড়ক ও জনপদ বিভাগের বাস্তবায়নাধীন ১১,বিজিবি ক্যাম্প সংলগ্ন ব্রিজের ভিত্তি প্রস্থর স্থাপন ও নাইক্ষ্যংছড়ির সদর উপজেলার রেষ্ট হাউজে অবস্থান করে ১০টায় পার্বত্য জেলা পরিষদের তত্বাবধানে নাইক্ষ্যংছড়ি বালিকা উচ্চ বিদ্যালয়ের হোস্টেল নির্ন্মাণ ও দারুস সুন্নাহ এতিম মাদরাসার বাউন্ডারি ওয়ালের অসামপ্ত কাজের ভিত্তি প্রস্থর স্থাপনের অনুষ্টানে যোগদান করবেন মন্ত্রী। ১০টা ১৫মি: এ জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের তত্বাবধানে সুপিয় পানির ট্রিটমেন্ট ভিত্তি প্রস্থর উদ্বোধন শেষে সকাল
সাড়ে ১০টায় পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের বাস্তবায়নে নাইক্ষ্যংছড়ি এস, এ সরকারি উচ্চ বিদ্যালয়ের স্টেডিয়াম গ্যালারীর শুভ উদ্বোধন করবেন বীর বাহাদুর উশৈসিং এমপি।
এরপর বেলা ১১টায় সড়ক ও জনপদ বিভাগের তত্বাবধানে নাইক্ষ্যংছড়ি সদর উপজেলা হইতে চাকঢালা পর্যন্ত কার্পেটিং রাস্তা নির্ন্মাণ ভিত্তি প্রস্থর ও চাকঢালা মহিছুন্নাহ দাখিল মাদরাসা মাঠে আয়োজিত স্থানীয়দের সাথে মতবিনিময় সভায় যোগদানের পর বেলা ১১টা ৪৫মি: শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের তত্বাবধানে টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ নির্ন্মানের শুভ উদ্বোধন অনুষ্টান শেষ করে বিকেল ৩টায় বান্দরবানের উদ্দেশ্যে নাইক্ষ্যংছড়ি ত্যাগ করবেন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা যায়।
উপজেলা আওয়ামীলীগ সহ-সভাপতি আবু তাহের কোম্পানী ও জেলা আওয়ামীলীগের সদস্য তসলিম ইকবাল চৌধুরী জানান, পার্বত্যমন্ত্রী এক দিনের সফর উপলক্ষে উপজেলা প্রশাসন,আইন শৃংঙ্খলা বাহিনী,নাইক্ষ্যংছড়ি আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের যৌথ ব্যবস্থাপনায় মন্ত্রীর আগমনের নিরাপত্তা বেষ্টনিসহ সকল প্রস্তুতি কাজ চলছে।
তারা আরও জানান,প্রতিবারের মতো মন্ত্রীর আগমনের নাইক্ষ্যংছড়ি সদর উপজেলায় এবারও উপজেলাবাসীর পক্ষে অভিনন্দন শুভেচ্ছা জানিয়ে জনগুরুত্বপূর্ণ স্থান গুলিতে গেইট, ব্যানার ফেস্টুন শোভা পাবে বলে আশা করছে দলীয় নেতাকের্মীরা ।
প্রধান সম্পাদক : বীর মুক্তিযোদ্ধা প্রিয়দর্শী বড়ুয়া, প্রকাশক : প্রদীপ কান্তি দাশ, সম্পাদক : মো. নুরুল করিম আরমান, আইন বিষয়ক উপদেষ্ঠা : এ্যডভোকেট ফয়সাল আজিজ।
সম্পাদকীয় কার্ষালয় : প্রেসক্লাব ভবন (দ্বিতীয় তলা), প্রধান সড়ক, লামা পৌরসভা, বান্দরবান
ই-মেইল paharerkatha@gmail.com, মোবাইল: ০১৭৫০৪৪৪৯৯৬/০১৮১৪৮৪৫০৭৩
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত