চকরিয়া প্রতিনিধি।
ঠিকাদার আলহাজ্ব শফিকুল কাদের এর পরিবারের দাবি, চট্টগ্রামের ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স সেলিম এন্ড ব্রাদার্স এর হয়ে তিনি (ঠিকাদার শফিকুল কাদের) চকরিয়া পৌরসভার আওতাধীন মৌলবীরকুম টু মগবাজার সড়ক, বাসটার্মিনাল ড্রেইন ও সড়ক, ভেন্ডি বাজার টু আল-বলাগুল মুবিন মাদ্রাসা পর্যন্ত ড্রেইন এবং পৌরসভার ১নং ওয়ার্ড সোবাহানিয়াকুম টু আমান পাড়া সড়কসহ ৪টি সাব প্রজেক্টের উন্নয়ন কাজ মৌখিক চুক্তিতে সম্পন্ন করেন।
সম্পাদিত উন্নয়ন কাজ গুলো সম্পন্ন করতে গিয়ে ঠিকাদার শফিকুল কাদের বিভিন্ন শুভাকাঙ্ক্ষীদের কাছ থেকে অনেক টাকা ধারদেনা করেন। দীর্ঘদিন ধরে তাদের টাকা গুলো পরিশোধ করতে না পারায় তিনি সবসময় চিন্তাযুক্ত থাকতেন এবং পাওনাদারেরাও বিভিন্ন সময়ে তাদের পাওনা টাকার জন্য চাপ সৃষ্টি করেন। পাওনাদারদের চাপ সয্য করতে না পেরে তিনি মানষিক ভাবে ভেঙে পড়েন এবং হঠাৎ অসুস্থ হয়ে পড়েন।
মুল ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স সেলিম এন্ড ব্রাদার্স এর কাছ থেকে চকরিয়া ঠিকাদার সমিতির সভাপতি শফিকুল কাদের বর্তমানে এক কোটি বিশ লক্ষ টাকা মতো পাওনা রয়েছেন।
ঠিকাদার শফিকুল কাদের এর স্ত্রী খুরশিদা ইয়াসমিন অভিযোগ করে বলেন, আমার স্বামীর পাওনা টাকা গুলো পরিশোধ না করে চট্টগ্রামের ঠিকাদারি প্রতিষ্ঠান সেলিম এন্ড বাদ্রাস নানাভাবে গড়িমসি করেছে। বারবার সময় দিয়েও টাকাগুলো দিচ্ছে না।
এই অবস্থায় প্রতারক ঠিকাদারি প্রতিষ্ঠান সেলিম এন্ড ব্রাদার্স এর সাথে লেনদেনের বিষয়টি সুরাহা করতে কক্সবাজার-১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব জাফর আলম এমপি, চকরিয়া উপজেলা পরিষদের আলহাজ্ব ফজলুল করিম সাঈদী, চকরিয়া পৌরসভার মেয়র আলহাজ্ব আলমগীর চৌধুরী ও চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জেপি দেওয়ান, চকরিয়া উপজেলা ঠিকাদার সমিতি এবং চকরিয়ার কর্মরত সাংবাদিকবৃন্দের সুদৃষ্টি কামনা করেছেন গুরুতর অসুস্থ ঠিকাদার শফিকুল কাদেরের স্ত্রী খুরশিদা ইয়াসমিন। ##