লামা প্রতিনিধি:
বান্দরবান জেলার লামা উপজেলায় বঙ্গবন্ধু পরিষদ ফাইতং ইউনিয়ন শাখার উদ্যোগে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস বিভিন্ন কর্মসূচি মধ্যে দিয়ে পালিত হয়েছে। সোমবার (১৫ আগষ্ট ) সকাল ৯ ঘঠিকার সময় ফাইতং ৫নং ওয়ার্ড খেদারবাঁধ সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে এক মৌন মিছিল বের হয় । মিছিল টি সুতাবাদী ও খেদারবান উত্তর দক্ষিণ দিক প্রদিক্ষণ করে বিদ্যালয় এসে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ করা হয়। পরে বিদ্যালয় এক শোক সভা ও দোয়া মাহফিল ও বন্যা কবলিত মানুষের মাঝে খাবার বিতরণ অনুষ্ঠিত। এসময় উপস্থিত ছিলেন ফাইতং ইউনিয়ন আওয়ামিলীগ সাবেক সভাপতি হেলাল উদ্দিন বিএ, লামা উপজেলা যুবলীগ সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান, ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগ সাবেক সভাপতি হাশেম উল্লাহ, ৫নং ওয়ার্ড আওয়ামিলীগ যুগ্ম সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রিফন সহ ফাইতং ইউনিয়ন আওয়ামিলীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
অনু্ষ্ঠানে বক্তারা বলেন, জাতির পিতা বেঁচে থাকলে বাংলাদেশ আরো উন্নত রাষ্ট্রে পরিণত হতো। বঙ্গবন্ধুর জন্ম না হলে আমরা পৃথীবির বুকে একটি লাল সবুজের পতাকা পেতাম না, অথচ সেই মহান নেতাকে ঘাতকরা ১৫ আগস্ট ভোরে স্বপরিবারে নির্মম ভাবে হত্যা করে। ১৫ আগষ্ট অত্যান্ত শোর্কাত বেদর্নাত ও কলন্কের কালিমায় এক কুলিষিত ইতিহাসের এক ভয়ঙ্কর দিন।
ফাইতং ইউনিয়ন আওয়ামিলীগ সাবেক সভাপতি হেলাল উদ্দিন বিএ বলেন, জাতির পিতা না থাকলে আমরা আজ বাংলাদেশ নামক ভূখন্ড পেতাম না। আজ জাতির পিতা আমাদের মাঝে নেই, সেই শোক কখনো ভুলার নয়। ১৫ আগষ্ট জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে বঙ্গবন্ধুসহ ওনার পরিবারের সকল সদস্যের রুহের মাগফিরাত কামনায় বঙ্গবন্ধু পরিষদ পক্ষ থেকে দোয়া মিলাদ ও বন্যা কবলিত মানুষের মাঝে খাবার বিতরণ আয়োজনে প্রতিটি ওয়ার্ড আমাদের এই ক্ষুদ্র আয়োজন। ফাইতংবাসীসহ সকলের কাছে ১৫ই আগস্ট শহীদ সকলের আত্মার মাগফিরাত কামনায় দোয়া চাই।
প্রধান সম্পাদক : বীর মুক্তিযোদ্ধা প্রিয়দর্শী বড়ুয়া, প্রকাশক : প্রদীপ কান্তি দাশ, সম্পাদক : মো. নুরুল করিম আরমান, আইন বিষয়ক উপদেষ্ঠা : এ্যডভোকেট ফয়সাল আজিজ।
সম্পাদকীয় কার্ষালয় : প্রেসক্লাব ভবন (দ্বিতীয় তলা), প্রধান সড়ক, লামা পৌরসভা, বান্দরবান
ই-মেইল paharerkatha@gmail.com, মোবাইল: ০১৭৫০৪৪৪৯৯৬/০১৮১৪৮৪৫০৭৩
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত