লামা প্রতিনিধি |
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বান্দরবান ৩০০নং আসনে বীর বাহাদুর উশৈসিং কে ৭ম বারের মত নির্বাচিত করার লক্ষ্যে নির্বাচনী জন সভায় নেতা কর্মীদের উপস্থিতি নিশ্চিত করতে সরই ইউনিয়ন মহিলা আওয়ামী লীগ ও যুব মহিলা লীগের প্রস্তুতি সভা শনিবার বিকেলে অনুষ্ঠিত হয়েছে। সরই ইউনিয়ন আওয়ামী লীগ কার্যালয়ে অনুষ্টিত সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি ফাতেমা পারুল। এতে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. নুরুল আলম, যুব মহিলা লীগের সভাপতি মিল্কি রানী দাশ, উপজেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শ্যামলী বিশ্বাস, ইউনিয়ন মহিলা আওয়ামী লীগের সভাপতি খালেদা বেগম ও সাধারণ সম্পাদক অংজারু ত্রিপুরা, ইউনিয়ন যুব মহিলা লীগের সভাপতি রিনা আক্তার প্রমুখ উপস্থিত ছিলেন।