পাহাড়ের কথা ডেস্ক |
সামাজিক যোগাযাগ মাধ্যম ফেসবুক ও বিভিন্ন অনলাইন নিউজ পোর্টাল সহ প্রিন্ট পত্রিকায় ‘লামায় ইউপি মেম্বার কর্তৃক গৃহবধূ নির্যাতনের শিকার’ শীর্ষক শিরোনামে প্রকাশিত সংবাদটি আমার দৃষ্টি গোচর হয়েছে। প্রকাশিত সংবাদে আমার বিরুদ্ধে যে অভিযোগ তোলা হয়েছে তা সম্পুর্ণ মিথ্যা, বানোয়াট ও উদ্দেশ্য প্রণোদিত। একটি মহল আমাকে সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করতে ও আমার দীর্ঘদিনের সুনাম ক্ষুন্ন করার লক্ষে সাংবাদিকদের মিথ্যা তথ্য পরিবেশন করে উক্ত সংবাদটি প্রকাশ করেছেন। আমি এহেন সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। প্রতিবাদকারী- মো. বাবুল মিয়া, সদস্য, ৪নং ওয়ার্ড, সরই ইউনিয়ন পরিষদ, উপজেলা- লামা, বান্দরবান পার্বত্য জেলা।