1. admin@paharerkatha.com : paharer katha : paharer katha
  2. info@paharerkatha.com : পাহাড়ের কথা :
বৃহস্পতিবার, ১০ জুলাই ২০২৫, ০৮:৪৫ পূর্বাহ্ন
সর্বশেষ:
বান্দরবানে স্ত্রী হত্যার দায়ে একজনের মৃত্যুদণ্ড লামায় কেক কেটে এনটিভি’র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন বান্দরবানে ৪০ হাজার গাছের চারা বিতরণের উদ্যোগ ইউএনডিপি’র লামার সরই ইউনিয়নে জাতীয়তাবাদী কৃষকদলের আয়োজন বৃক্ষরোপণ কর্মসূচি আলীকদমে দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ গজালিয়ায় কৃষকদলের বৃক্ষ রোপন কর্মসূচি লামায় দিনব্যাপী অনুষ্ঠিত হলো ‘কাব কার্নিভাল ২০২৫’ নাইক্ষ্যংছড়িতে যুবককে হত্যা ঘুমধুম সীমান্তে ২০ হাজার ইয়াবাসহ দুই রোহিঙ্গা আটক নাইক্ষ্যংছড়িতে নিষিদ্ধ ছাত্রলীগের কলেজ নেতা গ্রেফতার তিন পার্বত্য জেলায় বিষবৃক্ষ তামাক ছেড়ে ইক্ষু চাষে ফিরেছেন ১ হাজার ৪২৭ চাষি, উৎপাদন করেন ৩ লাখ ৩২ হাজার ৮০০ টন আখ ও ৯২.৮ মেট্রিক টন গুড় লামায় রিসোর্ট ম্যানেজার অপহরণ, আটক ৩ বান্দরবানে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম সভাপতি আলমগীর, সম্পাদক রুমু বান্দরবানে জীবনরক্ষার সামগ্রী ছাড়াই বিপজ্জনক ভ্রমনে পর্যটকরা, প্রাণ যাচ্ছে একের পর এক

আলীকদম তৈন রেঞ্জ থেকে চুরি যাওয়া গাছ চকরিয়া থেকে উদ্ধার

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: বুধবার, ২৯ মে, ২০২৪
  • ১৩৪ বার পড়া হয়েছে

লামা প্রতিনিধি |

বান্দরবান জেলার আলীকদম উপজেলার সরকারি রিজার্ভ ফরেস্ট তৈন রেঞ্জের আওতাধীন দপ্রু ঝিরি ও কাঁকড়া ঝিরি বনাঞ্চল থেকে  চুরি হওয়া মূল্যবান সেগুন কাঠ উদ্ধারে চকরিয়া অভিযান চালিয়েছে র‍্যাব ও বন বিভাগের একটি অভিযানিক দল। এসময় চুরি হওয়া বিপুল পরিমাণ মূল্যবান সেগুন কাঠ উদ্ধার করা হয়।

রবিবার (১৯ মে) দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত কক্সবাজার উত্তর বনবিভাগের ফাঁসিয়াখালী রেঞ্জের রেঞ্জ কর্মকর্তা মেহরাজ উদ্দিনের নেতৃত্বে র‍্যাব ও বন বিভাগের লোকজন চকরিয়া পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডস্থ মগবাজার সংলগ্ন সালাম কাউন্সিলরের মালিকানাধীন একটি স’মিলে এই অভিযান পরিচালনা করে। এসময় স’মিল থেকে ৮শ ঘনফুট মূল্যবান সেগুন কাঠ উদ্ধার করা হয়।

উদ্ধারকৃত গাছ সাম্প্রতিক সময়ে আলিকদম তৈন রেঞ্জের আওতায় মাতামুহুরী সংরক্ষিত বনাঞ্চল থেকে চুরি হওয়া কাঠ বলে শনাক্ত করেছেন বন বিভাগের কর্মকর্তারা। উদ্ধারকৃত কাঠ গুলো পাঁচটি ট্রাক যোগে লামা বিভাগীয় বন কর্মকর্তার কার্যালয়ে নিয়ে আসা হয়েছে। এখনো বিপুল পরিমাণ চুরি হওয়া কাঠ চোরাই কারবারিদের কাছে রয়েছে।

তবে চোরাই কাঠ উদ্ধার হলেও কোন এক অদৃশ্য শক্তির ইশারায় এখনো ধরা ছোঁয়ার বাইরে রয়েছে লামা আলীকদম তৈন রেঞ্জ এবং সাঙ্গু সরকারি সংরক্ষিত বনাঞ্চল উজাড় করছে কাঠ পাচার কারি সিন্ডিকেট।

জানা যায়, সাম্প্রতিক সময়ে আলিকদমের তৈন রেঞ্জ কর্মকর্তা জুলফিকার আলির প্রত্যক্ষ যোগ সাজশে তৈন রেঞ্জ সরকারি সংরক্ষিত বনাঞ্চলের আওতায় চৈক্ষ্যং ইউনিয়নের কাঁকড়া ঝিরি ও দপ্রুঝিরি এলাকা থেকে প্রায় অর্ধশত বয়সী প্রায় তিন কোটি টাকার সেগুন গাছ কেটে নিয়ে যায় কাঠ পাচার কারি সিন্ডিকেট।

সরকারি সংরক্ষিত বনাঞ্চল থেকে চুরি করে গাছ বিক্রির ঘটনা জানাজানি হলে লামা বিভাগীয় বন কর্মকর্তার কার্যালয় হতে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়। লামা বিভাগীয় বন কর্মকর্তার কার্যালয়ের সিনিয়র বন কর্মকর্তা হাবিব উল্লাকে আহ্বায়ক, লামার সদর রেঞ্জ কর্মকর্তাকে সদস্য সচিব এবং ডলুছড়ি রেঞ্জ কর্মকর্তাকে সদস্য করা হয়। এই কমিটিকে সপ্তাহের মধ্যে তদন্ত রিপোর্ট দাখিলের নির্দেশ দেয়া হয়েছিল।

এদিকে বান্দরবানের আলীকদমে তৈন রেঞ্জ এর আওতাধীন সরকারি সংরক্ষিত বনাঞ্চল থেকে সংশ্লিষ্ট রেঞ্জ কর্মকর্তা কর্তৃক তিন শতাধিক সেগুন গাছ অবৈধ উপায়ে বিক্রি করে তিন কোটি টাকা আত্মসাৎ করার অভিযোগ তদন্তে উচ্চ পর্যায়ের দল ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

গত বৃহস্পতিবার (১৬ মে) বেলা ১১ টায় বন বিভাগের চট্টগ্রাম অঞ্চলের উপ-বন সংরক্ষক মোহাম্মদ হোছাইন এর নেতৃত্বে ১৫ সদস্যের তদন্ত টিম আলীকদম উপজেলার চৈক্ষ্যং ইউনিয়নের তৈন রেঞ্জের কাঁকড়া ঝিরি ও দপ্রুঝিরির আশপাশের বনাঞ্চল ঘুরে দেখেন এবং গাছ চুরির প্রমাণও পেয়েছে। তদন্তকালে ঘটনার সত্যতা পাওয়ায় তাৎক্ষণিক তৈন রেঞ্জ কর্মকর্তা জুলফিকার আলী এবং বিট কর্মকর্তা মোজাম্মেল হককে ক্লোজড এবং বাগান মালি অলক বাবুকে বরখাস্ত করা হয়েছে।

স্থানীয়রা জানিয়েছে, চকরিয়ার এলাকার প্রভাবশালী সিন্ডিকেট এর নেতৃত্বে সাঙ্গু রিজার্ভ ও মাতামুহুরী রিজার্ভ, তৈন রেঞ্জ সরকারি সংরক্ষিত বনাঞ্চল থেকে গাছ চোরাকারবারির বিশাল এক সিন্ডিকেট। বন বিভাগের কতিপয় অসাধু কর্মকর্তা কর্মচারীদের প্রত্যক্ষ সহযোগিতায় এই সিন্ডিকেটের কালো থাবায় সাঙ্গু ও মাতামুহুরি রিজার্ভ, তৈন রেঞ্জ এর সরকারি সংরক্ষিত বনাঞ্চল আজ বিরান ভূমিতে পরিণত হয়েছে। তাদের দাবি বন খেকোদের আইনের আওতায় আনতে না পারলে আরও উজাড় হবে সংরক্ষিত বনাঞ্চল এবং বিপন্ন হবে জীব বৈচিত্র্য।

এ ব্যাপারে লামা বিভাগীয় বন কর্মকর্তা মো. আরিফুল হক বেলাল বলেন, সংরক্ষিত বনাঞ্চল থেকে গাছ চুরি ও পাচারের ঘটনা জানতে পেরে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করে দিয়েছি। এই চুরির ঘটনায় ৫টি মামলা প্রক্রিয়াধীন। তদন্ত প্রতিবেদন হাতে পাওয়ার পরই জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট