লামা প্রতিনিধি |
বান্দরবান জেলার লামা শাখার উদ্যোগে বাংলাদেশ আওয়ামী লীগের ৭৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে। রোববার সকালে উপজেলা পরিষদ চত্বরস্থ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণের মধ্য দিয়ে দিবসটিশুরু করা হয়। পরে উপজেলা শহরস্থ জেলা পরিষদ গেস্ট হাউস মিলনায়তনে আলোচনা সভায় মিলিত হয়। এতে সভাপতিত্ব করেন. বাংলাদেশ আওয়ামী লীগের বান্দরবান জেলার লামা উপজেলা শাখার সভাপতি বাথোয়াইচিং মার্মা।
উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. জহিরুল ইসলামের সঞ্চালনায় এতে উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি মো. মোস্তফা জামাল এতে প্রধান অতিথি ছিলেন। এ সময় অতিথি ছিলেন- উপজেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক মিন্টু কুমার সেন, সাংগঠনিক সম্পাদক প্রদীপ কান্তি দাশ ও মো. আলমগীর, ত্রাণ ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক ওসমান গণি বাদশা ও উপজেলা মহিলা আওয়ুামী লীগের সভাপতি ফাতেমা পারুল প্রমুখ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন পৌর আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ রফিক।
সভায় বক্তারা ভাষা আন্দোলন, মহান মুক্তিযুদ্ধ সহ দেশে ঘটে যাওয়া বিভিন্ন ক্রান্তিকালে আওয়ামী লীগের অবদানের কথা তুলে ধরেন। সমাবেশ শেষে প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কাটা হয় কেক। অনুষ্ঠানে আওয়ামী লীগসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।