লামা প্রতিনিধি |
বান্দরবান জেলার লামা উপজেলার লামা খাল থেকে এমংচিং মারমা (২০) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে স্থানীয়রা। রবিবার সকালে উপজেলার রুপসী পাড়া ইউনিয়নের উপর দিয়ে বয়ে চলা লামা খাল থেকে মরদেহটি উদ্ধার করা হয়। এমংচিং মারমা রুপসী পাড়া ইউনিয়নের অংহ্লা পাড়ার বাসিন্দা অংথুইচিং মারমার ছেলে।
স্থানীয় সূত্র জানায়, পানি কমে যাওয়ার কারণে শনিবার (১৩ জুলাই) বিকেলে এমংচিং মারমাসহ তিন বন্ধু লামা খালে মাছ ধরতে যান। ভদ্রসেন পাড়ার দিকে খালে নেমে মাছ ধরার সময় এমংচিং মারমা অসুস্থবোধ করেন। এসময় অন্য দুই বন্ধু তাকে খালের ঘাটে রেখে মাছ ধরতে যাওয়ার পর নিখোঁজ হন এমংচিং মারমা। পরে খোঁজাখুঁজির এক পর্যায়ে রবিবার সকালে লামা খাল থেকে এমংচিং মারমার মরদেহ উদ্ধার করেন স্থানীয় লোকজন।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন লামা থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মো. শামীম শেখ। তিনি বলেন, সকালে লামা খাল থেকে এক যুবকের মরদেহ স্থানীয় লোকজন উদ্ধার করেছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশের সুরতহাল রিপোর্ট তৈরি করেছে। আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।