1. admin@paharerkatha.com : paharer katha : paharer katha
  2. info@paharerkatha.com : পাহাড়ের কথা :
শুক্রবার, ২২ অগাস্ট ২০২৫, ১০:৫০ অপরাহ্ন
সর্বশেষ:
হাতিয়ায় পিডিবি’র দুই কর্মীকে চোর সন্দেহে মারধর, ১ জনের মৃত্যু চকরিয়া থানা হাজতে অফিস সহকারীর আত্মহত্যার ঘটনায় এলাকাবাসীর বিক্ষোভ ও মানববন্ধন লামা মুখ ফুটবল টুর্নামেন্ট’র শুভ উদ্বোধন লামায় মৎস্য সপ্তাহ উপলক্ষ্যে কুইজ প্রতিযোগিতা আলী মিয়ার ১৬ তম মৃত্যু বার্ষিকী ২২ আগস্ট বান্দরবানের রুমায় পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীকে সংঘবদ্ধ ধর্ষনের প্রতিবাদে মানববন্ধন নাইক্ষ্যংছড়িতে তথ্য অফিসের নারী সমাবেশ ও চলচ্চিত্র প্রদর্শনী লামায়: ‘নতুন কুঁড়ি-২০২৫’ প্রচারণা বিষয়ক অবহিতকরণ লামায় সহকারি শিক্ষক সমিতির আহবায়ক সুলতান, সদস্য সচিব আজগর লামায় বিএডিসি’র অনিয়মিত শ্রমিকদের কর্মবিরতি লামায় জাতীয় মৎস্য সপ্তাহ’র উদ্বোধন ঘুমধুম সীমান্তে আরাকান আর্মির সদস্য সন্দেহে দুই উপজাতি নাগরিক আটক! ঘুমধুমে রোহিঙ্গা যুবকের গলাকাটা লাশ উদ্ধার লোহাগাড়ায় ৭৫ লিটার চোলাই মদসহ আটক ২ নাইক্ষ্যংছড়িতে আটক ছাত্রের মুক্তির দাবিতে মানববন্ধন

লামায় স্থানীয় এক ইউপি মেম্বারের আড়াই হাজার গাছের চারা উপড়ে ফেলল বহিরাগত প্রতিপক্ষ !

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: সোমবার, ২৯ জুলাই, ২০২৪
  • ২১০ বার পড়া হয়েছে

লামা প্রতিনিধি |
বান্দরবান জেলার লামা উপজেলায় বহিরাগত প্রতিপক্ষ কর্তৃক রাতের আঁধারে স্থানীয় এক ইউপি মেম্বারের সৃজিত বাগানের আড়াই হাজার একাশিয়া গাছের চারা কেটে ও উপড়ে নষ্ট করার অভিযোগ পাওয়া গেছে। এতে প্রায় ২ লাখ টাকার ক্ষতি হয় বলে দাবী করেন বাগান মালিক মো. নাছির উদ্দিন। ঘটনাটি ঘটেছে উপজেলার সরই ইউনিয়নের ফুইট্টাঝিরি এলাকায়। এ ঘটনার প্রতিকার চেয়ে ক্ষতিগ্রস্ত নাছির উদ্দিন বাদী হয়ে ৪ জনের নাম উল্লেখ সহ ২০-২৫ জন অজ্ঞাত নামা পাহাড়ি ও স্থানীয় কিছু সন্ত্রাসীকে অভিযুক্ত করে সরই ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বরাবরে অভিযোগ করেন। উল্লেখিত অভিযুক্তরা হলেন-চট্টগ্রাম জেলার সাতকানিয়া উপজেলার ইয়াজুর রহমানের ছেলে হাজী দেলোয়ার হোসেন ও আহমদ হোসেন, উপজেলার গজালিয়া ইউনিয়নের বাইশপাড়ী পাড়ার বাসিন্দা কৌংচারী মার্মার ছেলে সুমন মার্মা ও মৃত সরু মিয়ার ছেলে লাকু।
অভিযোগে উল্লেখ করা হয়, ২০১৮সালে স্থানীয় সমীর শেখ এর ওয়ারিশদের কাছ থেকে ৩ একর পাহাড়ি জাযগা লিজ নিয়ে গত ১ মাস আগে তথায় ১২ হাজার একাশিয়া গাছে চারা রোপন করেন সরই ইউনিয়ন পরিষদের ৬নং ওয়ার্ড সদস্য মো. নাছির উদ্দিন। দুর্লোভের বশিভূত হয়ে পাশের বাগান মালিক হাজী দোলোয়ার হোসেন ও আহমদ হোসেনের নির্দেশে অন্য অভিযুক্তরা গত ১৯ জুলাই দিনগত রাতে স্থানীয় ও বহিরাগত কিছু সন্ত্রাসী ১ একর ৫০শতক জামির উপর সৃজিত একমাস বয়সী ২ হাজার ৫০০টি গাছের চারা কেটে ও উপড়ে ফেলে। পরে এ ঘটনায় ক্ষতিগ্রস্ত নাছির উদ্দিন বাদী হয়ে প্রতিপক্ষ হাজী দেলোয়ার হোসেনসহ ৪ জনের নাম উল্লেখ সহ অজ্ঞাত ২০-২৫ জনের বিরুদ্ধে স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বরাবরে লিখিত অভিযোগ করেন। এ প্রেক্ষিতে ইউপি চেয়ারম্যান মোহাম্মদ ইদ্রিস কোম্পানী উভয় পক্ষকে নোটিশ করলে অভিযুক্তরা সময় নিয়ে গত শনিবার বিকেলে উল্টো মো. নাছির উদ্দিনের বিরুদ্ধে থানায় গাছ কাটার অভিযোগ করেন।
এ বিষয়ে স্থানীয় কামাল উদ্দিন সর্দার সহ ঘটনাস্থলের পাশ^বর্তী মিজানুর রহমান ও কোরবান আলী জানান, দুর্লোভের বশিভুত হয়ে নাছির উদ্দিনের সৃজিত বাগানের আড়াই হাজার গাছের চারা কেটে ও উপড়ে বিনষ্ট করে দিয়েছে প্রতিপক্ষ। যা মোটেও উচিৎ হয়নি, ঘটনাটি দু:খ জনক। তারা আরও জানান, স্থানীয়দের উপর বহিরাগত প্রভাবশালী লোকজনের জুলুম নির্যাতন দিন দিন বেড়েই চলেছে। এভাবে চলতে থাকলে এলাকায় আইন শৃঙ্খলার অবনতি ঘটতে পারে।
তবে অভিযোগ অস্বীকার করে অভিযুক্ত হাজ¦ী দেলোয়ার হোসেন ও লাকু বলেন, নাছির উদ্দিন মেম্বার একজন জবর দখলকারী ও চাঁদাবাজ। আমরা নাছির উদ্দিন মেম্বারের বাগানের গাছ কেটে বিনষ্ট করিনি। বরং ইউপি সদস্য নাছির উদ্দিন আমাদের বাগানের গাছ কেটে উফড়ে ক্ষতি করেছেন। আমরা এ বিষয়ে থানায় অভিযোগ করেছি। নাছির উদ্দিন মেম্বার অতীতেও আমাদের বাগানের অনেক ক্ষতি করেছে বলেও জানান তিনি।
এদিকে সরই ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. ইদ্রিস কোম্পানী জানায়, পরিষদের সদস্য নাছির উদ্দিনের অভিযোগের প্রেক্ষিতে ঘটনাটি মিমাংশার লক্ষে উভয় পক্ষকে গত বৃহস্পতিবার (২৫ জুলাই) পরিষদের হাজির হওয়ার জন্য নোটিশ করা হয়েছিল। কিন্তু বিবাদীরা আগামী বৃহস্পতিবার বৈঠক বসার জন্য সময় নেওয়ার কারণে বসা হয়নি।

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট