1. admin@paharerkatha.com : paharer katha : paharer katha
  2. info@paharerkatha.com : পাহাড়ের কথা :
শনিবার, ২৩ অগাস্ট ২০২৫, ০৭:০৪ পূর্বাহ্ন
সর্বশেষ:
হাতিয়ায় পিডিবি’র দুই কর্মীকে চোর সন্দেহে মারধর, ১ জনের মৃত্যু চকরিয়া থানা হাজতে অফিস সহকারীর আত্মহত্যার ঘটনায় এলাকাবাসীর বিক্ষোভ ও মানববন্ধন লামা মুখ ফুটবল টুর্নামেন্ট’র শুভ উদ্বোধন লামায় মৎস্য সপ্তাহ উপলক্ষ্যে কুইজ প্রতিযোগিতা আলী মিয়ার ১৬ তম মৃত্যু বার্ষিকী ২২ আগস্ট বান্দরবানের রুমায় পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীকে সংঘবদ্ধ ধর্ষনের প্রতিবাদে মানববন্ধন নাইক্ষ্যংছড়িতে তথ্য অফিসের নারী সমাবেশ ও চলচ্চিত্র প্রদর্শনী লামায়: ‘নতুন কুঁড়ি-২০২৫’ প্রচারণা বিষয়ক অবহিতকরণ লামায় সহকারি শিক্ষক সমিতির আহবায়ক সুলতান, সদস্য সচিব আজগর লামায় বিএডিসি’র অনিয়মিত শ্রমিকদের কর্মবিরতি লামায় জাতীয় মৎস্য সপ্তাহ’র উদ্বোধন ঘুমধুম সীমান্তে আরাকান আর্মির সদস্য সন্দেহে দুই উপজাতি নাগরিক আটক! ঘুমধুমে রোহিঙ্গা যুবকের গলাকাটা লাশ উদ্ধার লোহাগাড়ায় ৭৫ লিটার চোলাই মদসহ আটক ২ নাইক্ষ্যংছড়িতে আটক ছাত্রের মুক্তির দাবিতে মানববন্ধন

লামা ও আলীকদমে রিফ এন্টারপ্রাইজ ঠিকাদারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে মানববন্ধন !

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: শনিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৬৮ বার পড়া হয়েছে

পাহাড়ের কথা  ডেস্ক  |

বান্দরবান জেলার দুই উপজেলায় মেসার্স রিফ এন্টারপ্রাইজ নামের এক ঠিকাদারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে নিম্নমানের কাজ করার প্রতিবাদে মানববন্ধন করেছে স্থানীয় ভুক্তভোগীরা। গত বুধবার সকালে জেলার লামা ও আলীকদম উপজেলা পরিষদের সামনে সর্বস্তরের জনসাধারণের ব্যানারে এই মানববন্ধন করেন স্থানীয়রা। মানববন্ধন শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে স্বারকলিপিও দেন স্থানীয় ভুক্তভোগীরা।

লামা উপজেলার সরই ইউনিয়নের ভুক্তভোগীরা বলেন, লামার সরই ইউনিয়নের ডলুছড়ি বাজার, কোয়ান্টাম লিংক রোড নির্মাণে ব্যাপক অনিয়ম ও দূর্নীতি করেছেন বান্দরবান জেলা যুবদলের সাবেক সভাপতি, ঠিকাদারি প্রতিষ্ঠান রিফ এন্টারপ্রাইজের নামে ঠিকাদার মশিউর রহমান মিঠুন।

তারা আরও বলেন, সড়ক নির্মাণের জন্য ২ কোটি ২৬ লক্ষ ৯৩ হাজার ৭১১ টাকা বরাদ্দের সড়কটির এলটম্যান্ট অনুসারে ডিজাইন মোতাবেক মাটি কাটা হয়নি। রিটেইনিং ওয়ালগুলোতে বেইজ ঢালাইতে ইটের নিম্নমানের খোয়া ব্যবহার করা হয়েছে। ২২ ইঞ্চি বক্সের জায়গায় ১৬-১৭ ইঞ্চি বক্স করেছে এবং বালিমাটি দিয়ে যেনতেন কাজ করে গেছে ঠিকাদার।

এদিকে আলীকদমের স্থানীয় ভুক্তভোগীরা বলেন, যোগাযোগ রাস্তায় এত অনিয়ম কখনও কাম্য নয়। আলীকদম-নাইক্ষ্যংছড়ি দৌছড়ি সড়ক নির্মাণের জন্য ৬ কোটি ৬৮ লক্ষ টাকা বরাদ্দ দেওয়া হলেও ঠিকাদার যেনতেন ভাবে কাজ করে গেছে।

তারা আরও বলেন, সড়কে বালি ফিলিংয়ের জায়গায় পাহাড়ের বালি ব্যবহার করা হয়েছে। নিম্নমানের খোয়া, বিটুমিন, রড়, সিমেন্ট ব্যবহার করেছে ঠিকাদার। সড়ক সুরক্ষা ওয়ালে পাথরের খোয়ার জায়গায়, ইটের খোয়া দিয়ে ঢালাই দিয়েছে ঠিকাদার। ফলে বছর পার না হতেই সড়কের কার্পেটিং উঠে গেছে। সড়কে ফাটল দেখা দিয়েছে।

এবিষয়ে বান্দরবান জেলা যুবদলের সাবেক সভাপতি, রিফ এন্টারপ্রাইজের ঠিকাদার মশিউর রহমান মিঠুনের বেশ কয়েক বার যোগাযোগ করা হলেও যোগাযোগ করা সম্ভব হয়নি।

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের লামা উপজেলা প্রকৌশলী  মোহাম্মদ আবু হানিফ বলেন, সড়ক নির্মাণে অনিয়ম হওয়ার সুযোগ নেই। ডিজাইন অনুযায়ী সবকিছু করা হয়েছে। অভিযোগের বিষয়টি জানি না তবে মানববন্ধনের বিষয়টি শুনেছি।

এ বিষয়ে লামা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ কামরুল হোসেন চৌধুরী বলেন, কাজে অনিয়ম হলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে। সূত্র -পাহাড়বার্তা ডটকম।

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট