1. admin@paharerkatha.com : paharer katha : paharer katha
  2. info@paharerkatha.com : পাহাড়ের কথা :
বৃহস্পতিবার, ০৩ জুলাই ২০২৫, ১০:৩০ পূর্বাহ্ন
সর্বশেষ:
বান্দরবানে ৪০ হাজার গাছের চারা বিতরণের উদ্যোগ ইউএনডিপি’র লামার সরই ইউনিয়নে জাতীয়তাবাদী কৃষকদলের আয়োজন বৃক্ষরোপণ কর্মসূচি আলীকদমে দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ গজালিয়ায় কৃষকদলের বৃক্ষ রোপন কর্মসূচি লামায় দিনব্যাপী অনুষ্ঠিত হলো ‘কাব কার্নিভাল ২০২৫’ নাইক্ষ্যংছড়িতে যুবককে হত্যা ঘুমধুম সীমান্তে ২০ হাজার ইয়াবাসহ দুই রোহিঙ্গা আটক নাইক্ষ্যংছড়িতে নিষিদ্ধ ছাত্রলীগের কলেজ নেতা গ্রেফতার তিন পার্বত্য জেলায় বিষবৃক্ষ তামাক ছেড়ে ইক্ষু চাষে ফিরেছেন ১ হাজার ৪২৭ চাষি, উৎপাদন করেন ৩ লাখ ৩২ হাজার ৮০০ টন আখ ও ৯২.৮ মেট্রিক টন গুড় লামায় রিসোর্ট ম্যানেজার অপহরণ, আটক ৩ বান্দরবানে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম সভাপতি আলমগীর, সম্পাদক রুমু বান্দরবানে জীবনরক্ষার সামগ্রী ছাড়াই বিপজ্জনক ভ্রমনে পর্যটকরা, প্রাণ যাচ্ছে একের পর এক ঘুমধুম সীমান্তে ফেরে বিজিবির অভিযানে ১লাখ পিস বার্মিজ ইয়াবা উদ্ধার রাঙামাটিতে সেনাবাহিনীর সঙ্গে ইউপিডিএফ সন্ত্রাসীদের গুলি বিনিময় : তিন সন্ত্রাসী আটক : অস্ত্র ও সরঞ্জাম জব্দ

লামা ও আলীকদমে রিফ এন্টারপ্রাইজ ঠিকাদারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে মানববন্ধন !

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: শনিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৪
  • ১১৮ বার পড়া হয়েছে

পাহাড়ের কথা  ডেস্ক  |

বান্দরবান জেলার দুই উপজেলায় মেসার্স রিফ এন্টারপ্রাইজ নামের এক ঠিকাদারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে নিম্নমানের কাজ করার প্রতিবাদে মানববন্ধন করেছে স্থানীয় ভুক্তভোগীরা। গত বুধবার সকালে জেলার লামা ও আলীকদম উপজেলা পরিষদের সামনে সর্বস্তরের জনসাধারণের ব্যানারে এই মানববন্ধন করেন স্থানীয়রা। মানববন্ধন শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে স্বারকলিপিও দেন স্থানীয় ভুক্তভোগীরা।

লামা উপজেলার সরই ইউনিয়নের ভুক্তভোগীরা বলেন, লামার সরই ইউনিয়নের ডলুছড়ি বাজার, কোয়ান্টাম লিংক রোড নির্মাণে ব্যাপক অনিয়ম ও দূর্নীতি করেছেন বান্দরবান জেলা যুবদলের সাবেক সভাপতি, ঠিকাদারি প্রতিষ্ঠান রিফ এন্টারপ্রাইজের নামে ঠিকাদার মশিউর রহমান মিঠুন।

তারা আরও বলেন, সড়ক নির্মাণের জন্য ২ কোটি ২৬ লক্ষ ৯৩ হাজার ৭১১ টাকা বরাদ্দের সড়কটির এলটম্যান্ট অনুসারে ডিজাইন মোতাবেক মাটি কাটা হয়নি। রিটেইনিং ওয়ালগুলোতে বেইজ ঢালাইতে ইটের নিম্নমানের খোয়া ব্যবহার করা হয়েছে। ২২ ইঞ্চি বক্সের জায়গায় ১৬-১৭ ইঞ্চি বক্স করেছে এবং বালিমাটি দিয়ে যেনতেন কাজ করে গেছে ঠিকাদার।

এদিকে আলীকদমের স্থানীয় ভুক্তভোগীরা বলেন, যোগাযোগ রাস্তায় এত অনিয়ম কখনও কাম্য নয়। আলীকদম-নাইক্ষ্যংছড়ি দৌছড়ি সড়ক নির্মাণের জন্য ৬ কোটি ৬৮ লক্ষ টাকা বরাদ্দ দেওয়া হলেও ঠিকাদার যেনতেন ভাবে কাজ করে গেছে।

তারা আরও বলেন, সড়কে বালি ফিলিংয়ের জায়গায় পাহাড়ের বালি ব্যবহার করা হয়েছে। নিম্নমানের খোয়া, বিটুমিন, রড়, সিমেন্ট ব্যবহার করেছে ঠিকাদার। সড়ক সুরক্ষা ওয়ালে পাথরের খোয়ার জায়গায়, ইটের খোয়া দিয়ে ঢালাই দিয়েছে ঠিকাদার। ফলে বছর পার না হতেই সড়কের কার্পেটিং উঠে গেছে। সড়কে ফাটল দেখা দিয়েছে।

এবিষয়ে বান্দরবান জেলা যুবদলের সাবেক সভাপতি, রিফ এন্টারপ্রাইজের ঠিকাদার মশিউর রহমান মিঠুনের বেশ কয়েক বার যোগাযোগ করা হলেও যোগাযোগ করা সম্ভব হয়নি।

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের লামা উপজেলা প্রকৌশলী  মোহাম্মদ আবু হানিফ বলেন, সড়ক নির্মাণে অনিয়ম হওয়ার সুযোগ নেই। ডিজাইন অনুযায়ী সবকিছু করা হয়েছে। অভিযোগের বিষয়টি জানি না তবে মানববন্ধনের বিষয়টি শুনেছি।

এ বিষয়ে লামা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ কামরুল হোসেন চৌধুরী বলেন, কাজে অনিয়ম হলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে। সূত্র -পাহাড়বার্তা ডটকম।

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট