লামা প্রতিনিধি |
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) লামা উপজেলা ও পৌর শহর শাখার উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন করা হয়েছে। এ উপলক্ষে বৃহস্পতিবার বিকেলে উপজেলা শহরস্থ জেলা পরিষদ গেষ্ট হাউস মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বাংরাদেশ জাতীয়তাবাদী দলের লামা পৌর শহর শাখার ভারপ্রাপ্ত সভাপতি আবু তাহেরের সভাপতিত্বে আলোচনায় প্রধান অতিথি ছিলেন, পৌরসভার সাবেক মেয়র ও বিএনপি’র উপজেলা শাখার (একাংশ) সভাপতি আমির হোসেন। এতে প্রধান বক্তা ছিলেন-উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও বিএনপি’র উপজেলা শাখার সাধারণ সম্পাদক থোয়াইনু অং চৌধুরী। আলোচনায় উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও উপজেলা বিএনপির যুগ্ন-সাধারণ সম্পাদক আবু তাহের মিয়া, বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের উপজেলা আহবায়ক দেলোয়ার হোসেন রফিক ও সদস্য সচিব সিরাজুল ইসলাম, স্বেচ্ছাসেবক দলের উপজেলা সভাপতি মো. জাকির হোসেন, উপজেলা মহিলা দলের সভাপতি জোসনা বেগম, সরকারী মাতামুহুরী কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি বাবু মং মারমা, উপজেলা ছাত্রদলের আহব্বায়ক মনিরুল ইসলাম তুহিন ও যুগ্ন-আহব্বায়ক মো. চান মিয়া বিশেষ অতিথি ছিলেন। দিবসে দলের বিভিন্ন অংগ সংগঠনের নেতাকর্মীরা স্বতস্ফূর্তভাবে অংশ গ্রহণ করেন।
সভায় বক্তারা বলেন, আজকের এই দিনে আওয়ামী লীগের সমর্থক কতিপয় বিভ্রান্ত সৈনিকের জিম্মিদশা থেকে জিয়াউর রহমানকে মুক্ত করে দেশপ্রেমী সিপাহী জনতা। পাল্টে যায় দেশের পটভূমি। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নেতৃত্বে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা পায়। বহুদলীয় গণতন্ত্র ফিরিয়ে এনে জিয়াউর রহমান বাংলাদেশকে শক্তিশালী জাতিসত্তা ও স্বনির্ভর দেশে রূপান্তরিত করেছিলেন।