| লামা প্রতিনিধি |
‘আমাদের অধিকার,আমাদের ভবিষ্যৎ- এখনই, -এই শ্লোগানকে প্রতিপাদ্য করে বান্দরবান জেলার লামা উপজেলায় ৭৬ তম বিশ্ব মানবাধিকার দিবস পালন করা হয়েছে। হিউম্যান এইড ইন্টারন্যাশনাল বান্দরবান জেলা কমিটির উদ্যোগে মঙ্গলবার (১০ ডিসেম্বর) বেলা ১১ টার দিকে দিবসটি পালন করা হয়ূূ। এ উপলক্ষে রিপোর্টার্স ক্লাব মিলনায়তনে অনুষ্ঠিতে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন, হিউম্যান এইড ইন্টারন্যাশনাল বান্দরবান জেলা কমিটির সভাপতি মোঃ হেলাল উদ্দিন। হিউম্যান এইড ইন্টারন্যাশনাল বান্দরবান জেলা শাখার সহ-সভাপতি মোঃ শাহজাহান’র সভাপতিত্বে ও মানবাধিকার কর্মী মোঃ আনোয়ার হোসে ‘র সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন- লামা রিপোর্টার্স ক্লাবের সভাপতি মোঃ তৈয়ব আলী, ফাইতং ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান শাহেদা ইয়াছমিন। এসময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, সাংবাদিক বৃন্দ, মানবাধিকার কর্মী প্রমূখ উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা বলেন, মানুষের মৌলিক অধিকার ও চাহিদা নিশ্চিতের পাশাপাশি, সকলের নিরাপত্তা বিধান,স্বাধীনতা ও মর্যাদা সমুন্নত রাখাই মানবাধিকার। সবার জন্য ন্যায় বিচার প্রাপ্তি মানবাধিকার প্রতিষ্ঠার ক্ষেত্রে সবচেয়ে বড় দিক। কিন্তু দুঃখের বিষয়, একবিংশ শতাব্দীতে ও বর্তমানে তথ্য প্রযুক্তির যুগেও বিশ্বের বিভিন্ন স্থানে মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে।