| নিজস্ব প্রতিবেদক |
যথাযথ মর্যাদায় মহান বিজয় দিবস পালন করেছে বান্দরবান জেলার লামা উপজেলার গজালিয়া ইউনিয়নের ‘শেকিনাহ্ হাই স্কুল ও কলেজ’। এ উপলক্ষ্যে সোমবার সকালে আয়োজিত র্যালি শেষে বিদ্যালয় মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বিদ্যালয়ের অধ্যক্ষ এন্ড ব্যবস্থাপক বিশ্ব নাথ দে’র সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনায় বিদ্যালয় উপদেষ্টা কমিটির সদস্য হানি চরন ত্রিপুরা, ডা. আবুল কাশেম ও অভিভাবক সদস্য রাজ বাহাদুর ত্রিপুরা, সহকারী অংহ্লানু মার্মা, জজ ত্রিপুরা ও সাংবাদিক নাজমুল হুদা অতিথি ছিলেন। এর আগে দিবসটি উপলক্ষ্যে এক সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। শেষে সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ।
দিবসে বিদ্যালয় শিক্ষক ও অভিভাবকগন অংশ গ্রহণ করেন। প্রসঙ্গত, দুর্গম পাহাড়ি এলাকায় আলোকিত মানুষ গড়ার লক্ষ্যে ২০১৯ সালে বিদ্যালয়টি প্রতিষ্ঠা লাভ করে।