1. admin@paharerkatha.com : paharer katha : paharer katha
  2. info@paharerkatha.com : পাহাড়ের কথা :
রবিবার, ২৪ অগাস্ট ২০২৫, ০৬:৩৪ পূর্বাহ্ন
সর্বশেষ:
লামায় কার্প জাতীয় মাছের পোনা পেলেন ১০০ চাষি হাতিয়ায় পিডিবি’র দুই কর্মীকে চোর সন্দেহে মারধর, ১ জনের মৃত্যু চকরিয়া থানা হাজতে অফিস সহকারীর আত্মহত্যার ঘটনায় এলাকাবাসীর বিক্ষোভ ও মানববন্ধন লামা মুখ ফুটবল টুর্নামেন্ট’র শুভ উদ্বোধন লামায় মৎস্য সপ্তাহ উপলক্ষ্যে কুইজ প্রতিযোগিতা আলী মিয়ার ১৬ তম মৃত্যু বার্ষিকী ২২ আগস্ট বান্দরবানের রুমায় পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীকে সংঘবদ্ধ ধর্ষনের প্রতিবাদে মানববন্ধন নাইক্ষ্যংছড়িতে তথ্য অফিসের নারী সমাবেশ ও চলচ্চিত্র প্রদর্শনী লামায়: ‘নতুন কুঁড়ি-২০২৫’ প্রচারণা বিষয়ক অবহিতকরণ লামায় সহকারি শিক্ষক সমিতির আহবায়ক সুলতান, সদস্য সচিব আজগর লামায় বিএডিসি’র অনিয়মিত শ্রমিকদের কর্মবিরতি লামায় জাতীয় মৎস্য সপ্তাহ’র উদ্বোধন ঘুমধুম সীমান্তে আরাকান আর্মির সদস্য সন্দেহে দুই উপজাতি নাগরিক আটক! ঘুমধুমে রোহিঙ্গা যুবকের গলাকাটা লাশ উদ্ধার লোহাগাড়ায় ৭৫ লিটার চোলাই মদসহ আটক ২

লামায় মুক্তিযোদ্ধার জায়গা জবর দখল চেষ্টার প্রতিবাদে সাংবাদিক সম্মেলন

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: মঙ্গলবার, ২৪ ডিসেম্বর, ২০২৪
  • ১২৭ বার পড়া হয়েছে

| লামা প্রতিনিধি |
বান্দরবান জেলার লামা উপজেলায় মুক্তিযোদ্ধা খলিলুর রহমানের জায়গা জবর দখল চেষ্টার প্রতিবাদে সংবাদ সম্মেলন করা হয়েছে। লামা প্রেসক্লাব মিলনায়তনে সোমবার দিনগত রাতে মুক্তিযোদ্ধার পরিবার এ সাংবাদিক সম্মেলনের আয়োজন করেন। এতে লিখিত বক্তব্য পাঠ করেন মুক্তিযোদ্ধার সন্তান মো. জামাল উদ্দিন। এ সময় মুক্তিযোদ্ধার স্ত্রী রাবেয়া খাতুন সহ স্বজনেরা উপস্থিত ছিলেন।
মুক্তিযোদ্ধা স্ত্রী রাবেয়া খাতুন প্রতিকার চেয়ে সাংবাদিক সম্মেলনের লিখিত বক্তব্যে উল্লেখ করেন, খলিলুর রহমান ১৯৭১ সালে দেশের স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণ করেন। এরপর সরকারের মুক্তিযোদ্ধা মন্ত্রণালয় কর্তৃক সনদপ্রাপ্ত একজন বীর মুক্তিযোদ্ধা তিনি। রাবেয়া খাতুন মুক্তিযোদ্ধার স্ত্রী, তার ২ ছেলে ও ৩ মেয়ে রয়েছে। বসবাস করেন লামা সদর ইউনিয়নের নুনারঝিরিতে। ২০০৫ সালের ২৩ জুন বীর মুক্তিযোদ্ধা খলিলুর রহমান মারা যান। সেই থেকে তিনি ছেলে-মেয়েদেরকে নিয়ে অনেক কষ্টে দিন যাপন করে আসছেন। মুক্তিযোদ্ধা খলিলুর রহমানের নামে উপজেলার ২৯৩নং ছাগল খাইয়া মৌজায় (পূর্নবাসন) আর/১০৬নং হোলিং মূলে মিরিঞ্জা এলাকায় ৫ একর ৩য় শ্রেণীর জায়গা আছে। বন্দোবস্তি প্রাপ্তির পর থেকে এ জায়গা দখলেও আছেন মুক্তিযোদ্ধা পরিবার। সম্প্রতি জায়গার মূল্য বেড়ে যাওয়ায় একটি চিহ্নিত ভূমিদস্যু চক্র মুক্তিযোদ্ধা খলিলুর রহমানের জায়গা জবর দখলের উদ্দেশ্যে একের এক এক হামলা চালিয়ে যাচ্ছে। এসব হামলার ঘটনা থানায় অভিযোগ করা হয়। পুলিশ সরেজমিন ঘটনার সত্যতা পেলেও অজ্ঞাত কারণে অভিযুক্তদের বিরুদ্ধে এখনও পর্যন্ত কোন ধরনের ব্যবস্থা গ্রহণ করেনি। বরং হামলাকারীরা উল্টো মুক্তিযোদ্ধার জায়গায় স্থাপিত মিরিঞ্জা ভ্যালী সম্পর্কে মিথ্যা তথ্য দিয়ে পুলিশকে হয়রানি করেছেন। পুলিশ এই ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে বাদী হয়ে থানায় একাধিক সাধারণ ডায়েরীও করেন। মিরিঞ্জা ভ্যালীতে একের পর এক হামলাকারীরা হলেন- সাফায়েত হোসেন রাসেল, আনোয়ার হোসেন, মো. শরীফ, মো. মামুন মিয়া, শওকত আলম, রবিউল ইসলাম খোকা, রুবেল হাসান, রবিউল আলম ইরান, ইউসুফ আলী, মো. মিরাজ মিয়া। এরা সবাই লামা উপজেলার বাসিন্দা। এছাড়া অজ্ঞাতনামা আরও ৪০-৫০ জন হামলার ঘটনায় জড়িত রয়েছেন। জায়গা রক্ষা ও বার বার হামলার হাত থেকে রক্ষা পেতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন মুক্তিযোদ্ধা স্ত্রী রাবেয়া খাতুন। তবে অভিযোগ অস্বীকার করে অভিযুক্ত সাফায়েত হোসেন রাসেলরা বলেন, আমরা কারো জায়গা জবর দখল চেষ্টা করছি না। বরং জামাল উদ্দিনরা আমাদের জায়গা জবর দখলের চেষ্টা করছেন।

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট