নিজস্ব প্রতিবেদক |
বান্দরবান জেলার লামা উপজেলার সরই ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ ইদ্রিসকে আগামী ৩ দিনপর মধ্যে অপসারণ দাবীতে বিক্ষোভ মিছিল করেছেন এলাকাবাসী। “এক দফা এক দাবী, ইদ্রিস তুই কবে যাবি, এ শ্লোগান সম্বলিত বিক্ষোভ মিছিলটি বৃহস্পতিবার দুপুরে ইউনিয়নের ডলুছড়ি বাজারের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে গিয়ে এক মানববন্ধনে মিলিত হয়। এতে চেয়ারম্যান মোহাম্মদ ইদ্রিস’র অপসারণ দাবী তুলে বক্তব্য রাখেন স্থানীয় নুরুল আবচার, নুরুল আলম, মো. নাছির উদ্দীন, ইকবাল, মো. সেলিম, আব্দুর রহিম, আব্দুল আউয়াল, আলী হোসেন, মোহাম্মদ করিম, মমতাজ বেগম, আছর উদ্দিন ও সেলিম উদ্দিন। এতে শতাধিক নারী পুরুষ অংশ গ্রহণ করেন।
মানববন্ধনে বক্তারা বান্দরবান জেলা প্রশাসকের হস্তক্ষেপ কামনা করে বলেন, ইদ্রিস একজন ভোট চোর, তিনি ভোট চুরি করে অবৈধভাবে চেয়ারম্যান হয়েছেন। তার আমলে আওয়ামী লীগের লোক ছাড়া সাধারণ মানুষ কোন সেবা পায়নি। বর্তমানেও মানুষ সেবা পাচ্ছেনা। তায় আগামী তিন দিনের মধ্যে চেয়ারম্যান মোহাম্মদ ইদ্রিসকে অপসারণ করে প্রশাসক নিয়োগ করতে হবে। না হয় এর চেয়েও কঠিন থেকে কঠিন কর্মসূচি পালন করার ঘোষণা দেন বক্তারা।