শামীম ইকবাল চৌধুরী, নাইক্ষ্যংছড়ি |
বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ত্রিরতন চাকমার পদোন্নতি জনিত বিদায় উপলক্ষ্যে উপজেলার প্রাথমিক বিদ্যালয়ের সকল শিক্ষকদের পক্ষ থেকে সংবর্ধনা অনুষ্ঠিত। ৪ জানুয়ারি (শনিবার) দুপুর ১ টায় নাইক্ষ্যংছড়ি সরকারি মডেল প্রাথমিক বিদ্যালয়ের মাঠে শিক্ষা অফিসার ত্রিরতন চাকমা পদোন্নতি জনিত বদলী উপলক্ষ্যে উপজেলার প্রাথমিক প্রাথমিকের সকল শিক্ষকগণের পক্ষ থেকে বিদায়ী সংবর্ধনা প্রদান করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন সদ্য বিদায়ী নাইক্ষ্যংছড়ি উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ত্রিরতন চাকমা। এ সময় অন্যান্যদের মধ্যে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ও বক্তব্য রাখেন উপজেলা ইউ আর সি ইন্সট্রাক্টর মুহাম্মদ নুরুল আজিম, ভারপ্রাপ্ত শিক্ষা কর্মকর্তা মুহাম্মদ আকতার উদ্দিন, মডেল প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও উপজেলা শিক্ষক সমিতির সহ-সভাপতি মোহাম্মদ ওসমান গনি, প্রধান শিক্ষক হামিদুল হক, প্রধান শিক্ষক মিজানুর রহমান, রুবায়েদ নাহিদ নুর,হেলাল উদ্দিন, তছলিমা ছিদ্দিকা বুলি,রফিক উদ্দিন প্রমূখ। সূত্রে জানাযায়, নাইক্ষ্যংছড়ি উপজেলা শিক্ষা অফিসার ত্রিরতন চাকমা পদোন্নতি হয়ে ফেনী জেলা সহকারী শিক্ষা অফিসার পদে পদায়ন করেন। আর এদিকে, অনুষ্ঠানে শুরুতে উপজেলার সকল প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকগণ ফুলের শুভেচ্ছা জানিয়ে বিদায়ী কর্মকর্তা ত্রিরতন চাকমাকে বরণ করে নেন। অনুষ্ঠানে শেষে প্রীতিভোজের মধ্যদিয়ে শিক্ষকদের এক মিলন মেলার পরিণত হয়। তিনি সকল শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান ও সহকারী শিক্ষকদের সাথে কৌশল বিনিময়ের মাধ্যমে বিদায় নেন।