1. admin@paharerkatha.com : paharer katha : paharer katha
  2. info@paharerkatha.com : পাহাড়ের কথা :
শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ০৭:২৫ অপরাহ্ন
সর্বশেষ:
রাঙ্গামাটির আসামবস্তি-কাপ্তাই সড়কে পিকআপ খাদে পড়ে নিহত ২ শ্রমিক লামায় বন্যহাতির আক্রমণে ক্ষতিগ্রস্ত ও সামাজিক বনায়ন উপকারভোগী ৭৫ জনের মাঝে চেক বিতরণ লামায় ক্যান্সার আক্রান্ত জয়নাল আবেদীন’র চিকিৎসায় এগিয়ে আসার অনুরোধ লামায় নির্বাচনী আচরণ বিধি অবহিতকরণ লামায় চিল্ড্রেন হ্যাভেন ট্রাস্ট স্কুলে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত নাইক্ষ্যংছড়িতে অবৈধ করাতকলের ৭ মালিককে জরিমানা এমবিবিএস কোর্সে ভর্তির সুযোগ পেল লামার কোয়ান্টাম কসমো স্কুল ও কলেজ’র ৪ ক্ষুদ্র নৃ-গোষ্ঠি শিক্ষার্থী লামায় সাজাপ্রাপ্ত পলাতক আসামী কাইংপা মুরুং পুলিশের হাতে বন্দুক সহ গ্রেফতার বান্দরবানের রোয়াংছড়ি থানার তারাছা পুলিশ ক্যাম্প পরিদর্শনে পুলিশ সুপার আলীকদমে শিক্ষকের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন ফাঁসিয়াখালীতে অতি দরিদ্র শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ ফাইতংয়ে মুক্তিযোদ্ধা মরহুম শামসুল আলম স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত লামায় ফাইতং সড়কের বেহাল অবস্থা, মেরামতের দাবিতে আন্দোলন লামায় একটি চক্র সুবিধা না পেয়ে পরিকল্পিত অপপ্রচার ইউএনও’র বিরুদ্ধে লামায় ‘ফেস্টিভ ইলেকশন ক্যাম্পেইন’ অনুষ্ঠিত

নাইক্ষ্যংছড়িতে আদিবাসী ছাত্র-জনতার সভা, স্মারক লিপি প্রদান

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: রবিবার, ১৯ জানুয়ারি, ২০২৫
  • ২৬২ বার পড়া হয়েছে

শামীম ইকবাল চৌধুরী, নাইক্ষ্যংছড়ি | 

ঢাকার মতিঝিলের এনসিটিবি ভবনের সামনে ‘সংক্ষুব্ধ আদিবাসী ছাত্র-জনতা’র শান্তিপূর্ণ এনসিটিবি ভবন ঘেরাও কর্মসূচিতে ‘স্টুডেন্ট ফর সভারেন্টি’ হামলার তীব্র নিন্দা জানিয়ে নাইক্ষ্যংছড়ি আদিবাসী ছাত্র-জনতা উদ্যোগে সভা ও স্মারকলিপি প্রদান করা হয়। ১৯ জানুয়ারি রবিবার বেলা সাড়ে ১২টার দিকে নাইক্ষ্যংছড়ি ধুংরী হেডম্যান পাড়ার কেন্দ্রীয় বৌদ্ধ বিহার হলরুমে ‘নাইক্ষ্যংছড়ি আদিবাসী ছাত্র-জনতার’ আয়োজনে এক সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়।

সভায় উপস্থিত ও বক্তব্য রাখেন, সাবেক জাতীয় ফুটবল খেলোয়াড় উশৈই মং মার্মা ছুট্ট, উ অং থোয়াই চাক,দেনিয়েল ত্রিপুরা,বাথুই মার্মা,মং বাথোয়াই তংচাংগ্যা, পাং ম্রো প্রমূখ। এসময় বক্তারা বলেন, সকল আদিবাসীরা উগ্র সাম্প্রদায়িক নয়। আপনারা তাই মনে করলে ভুল করবেন। আদিবাসীদের ইতিহাস রয়েছে। সেই ইতিহাস একটি চক্র সংবিধান থেকে একেবারে মুছে ফেলার জন্য চেষ্টা করছেন। সেই চেষ্টা করতে দেওয়া যাবে না। আদিবাসী ছাত্র-জনতা মনে করে আদিবাসী ছাত্র জনতার পূর্বনির্ধারিত কর্মসূচী বানচাল করে দেওয়ার জন্য ‘স্টুডেন্ট ফর সভারেন্টি ‘নামক সংগঠনটি পূর্ব পরিকল্পিত ভাবে হামলা করেছে। ওই হামলার সাথে জড়িত সকল সন্ত্রাসীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছে।

সভা শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ মাজহারুল ইসলাম চৌধুরী হাতে স্মারকলিপি প্রদান করেন আদিবাসী ছাত্র-জনতা। স্মারকলিপির বিবৃতিতে বলা হয়, জুলাই অভ্যুত্থানের ‘আদিবাসী’ শব্দ সম্বলিত জনপ্রিয় একটি গ্রাফিতিতে ‘স্টুডেন্ট ফর সভারেন্টি’-এর প্রতিবাদের মুখে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি) তাদের ওয়েবসাইটে অনলাইন ভার্সনে পরিবর্তন এনেছিল। এরই প্রতিবাদ এবং গ্রাফিতি পুনর্বহালের দাবিতে সংক্ষুব্ধ আদিবাসী ছাত্র-জনতা আজ পূর্বনির্ধারিত এনসিটিবি ভবন ঘেরাও কর্মসূচি পালন করছিল। মিছিলটি রাজু ভাস্কর্য পাদদেশ হয়ে মতিঝিলের এনসিটিবি ভবনের সামনে এসে পৌঁছলে ‘স্টুডেন্ট ফর সভারেন্টি’র সদস্যরা ওই শান্তিপূর্ণ কর্মসূচিতে অতর্কিতভাবে ন্যাক্কারজনক হামলা চালায়। এতে আদিবাসী নেতা অনন্ত বিকাশ ধামাই, আদিবাসী যুব ফোরামের সহ-সভাপতি টনি চিরান, পিসিপি নেতা রেং ইয়ং ম্রো, সাংবাদিক জুয়েল মারাক, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক রুপাইয়া শ্রেষ্ঠা, বাগাছাসের ছাত্রনেতা ডন যেত্রা, সাধারণ ছাত্র ফুটন্ত চাকমাসহ মোট ১৭ জন আহত হন। বিবৃতিতে আরও বলা হয়, আদিবাসী ছাত্র-জনতার পূর্বনির্ধারিত কর্মসূচি বানচাল করে দেওয়ার জন্য ‘স্টুডেন্ট ফর সভারেন্টি’ নামক সংগঠনটি পূর্বপরিকল্পিতভাবে হামলা করেছে। ওই হামলার সাথে জড়িত সকল সন্ত্রাসীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছে।

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট