1. admin@paharerkatha.com : paharer katha : paharer katha
  2. info@paharerkatha.com : পাহাড়ের কথা :
শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬, ০২:১২ অপরাহ্ন
সর্বশেষ:
রাঙ্গামাটির আসামবস্তি-কাপ্তাই সড়কে পিকআপ খাদে পড়ে নিহত ২ শ্রমিক লামায় বন্যহাতির আক্রমণে ক্ষতিগ্রস্ত ও সামাজিক বনায়ন উপকারভোগী ৭৫ জনের মাঝে চেক বিতরণ লামায় ক্যান্সার আক্রান্ত জয়নাল আবেদীন’র চিকিৎসায় এগিয়ে আসার অনুরোধ লামায় নির্বাচনী আচরণ বিধি অবহিতকরণ লামায় চিল্ড্রেন হ্যাভেন ট্রাস্ট স্কুলে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত নাইক্ষ্যংছড়িতে অবৈধ করাতকলের ৭ মালিককে জরিমানা এমবিবিএস কোর্সে ভর্তির সুযোগ পেল লামার কোয়ান্টাম কসমো স্কুল ও কলেজ’র ৪ ক্ষুদ্র নৃ-গোষ্ঠি শিক্ষার্থী লামায় সাজাপ্রাপ্ত পলাতক আসামী কাইংপা মুরুং পুলিশের হাতে বন্দুক সহ গ্রেফতার বান্দরবানের রোয়াংছড়ি থানার তারাছা পুলিশ ক্যাম্প পরিদর্শনে পুলিশ সুপার আলীকদমে শিক্ষকের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন ফাঁসিয়াখালীতে অতি দরিদ্র শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ ফাইতংয়ে মুক্তিযোদ্ধা মরহুম শামসুল আলম স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত লামায় ফাইতং সড়কের বেহাল অবস্থা, মেরামতের দাবিতে আন্দোলন লামায় একটি চক্র সুবিধা না পেয়ে পরিকল্পিত অপপ্রচার ইউএনও’র বিরুদ্ধে লামায় ‘ফেস্টিভ ইলেকশন ক্যাম্পেইন’ অনুষ্ঠিত

বান্দরবানে ম্রো ভাষা রক্ষায় চালু হলো আরোং আনৈই ছাত্রাবাস

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: রবিবার, ১৯ জানুয়ারি, ২০২৫
  • ২৪০ বার পড়া হয়েছে

বান্দরবানে বসবাসরত ম্রো সম্প্রদায়ের মাতৃভাষা ম্রো ভাষা সংরক্ষণে এবং এই ভাষা ঠিকিয়ে রেখে আগামী প্রজন্মকে ম্রো ভাষায় দক্ষ করার উদ্যোগ নিয়ে বান্দরবানে চালু হয়েছে “আরোং আনৈই ছাত্রাবাস”। বাংলা ভাষায় আরোং আনৈই এর অর্থ হলো অগ্রগতির আলো। আজ রবিবার (১৯ জানুয়ারী) সকালে বান্দরবান জেলার দুর্গম টংকাবতী ইউনিয়নের সাকখই পাড়ার ব্রীক ফিল্ড এলাকায় ৪০শতক পাহাড়ী জমিতে মনোরম পরিবেশে “আরোং আনৈই ছাত্রাবাস” এর উদ্ধোধন করা হয়। এসময় উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফিতা কেটে ছাত্রাবাসটির উদ্বোধন করেন ৫নং টংকবতী ইউনিয়নের চেয়ারম্যান মাংয়ং ম্রো (প্রদীপ)।

অনুষ্ঠানে আরোং আনৈই ছাত্রাবাস এর পরিচালনা কমিটি সভাপতি থং য়া ম্রো এর সভাপতিত্বে এসময় ৩০৯ নং দক্ষিণ হাঙ্গর মৌজার হেডম্যান পারিং ম্রো, লেখক ও গবেষক ইয়াংঙ্গান ম্রো, ৫নং ওয়ার্ড এর মেম্বার মেনতাং ম্রো, ২নং ওয়ার্ড এর মেম্বার য়ংঙি ম্রোসহ এলাকার বিশিষ্টজন ও জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

বর্ণাঢ্য আয়োজনের এই উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেয় এলাকার শতশত ম্রো জনগোষ্ঠী। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখতে গিয়ে ছাত্রবাসটির উদ্যোক্তা এবং লেখক ও গবেষক ইয়াংঙ্গান ম্রো জানান, পাহাড়ে বসবাসরত ম্রো সম্প্রদায়ের মাতৃভাষা ম্রো ভাষা সংরক্ষণে এবং এই ভাষা ঠিকিয়ে রেখে আগামী প্রজন্মকে ম্রো ভাষায় দক্ষ করার উদ্যোগ নিয়ে বান্দরবানে চালু হয়েছে “ আরোং আনৈই ছাত্রাবাস” আর এই আরোং আনৈই ছাত্রাবাসটির বাংলা অর্থ হলো অগ্রগতির আলো। আমরা এই ছাত্রাবাসে শিশু থেকে ৮ম শ্রেনীর শিক্ষার্থীদের আবাসিক থাকা ও পড়াশোনার ব্যবস্থা গ্রহণ করেছি। প্রতিদিন ভোর ৫টা থেকে ৭টা পর্যন্ত এবং সন্ধ্যা ৬-৭টা পর্যন্ত এই ছাত্রাবাসে ম্রো ভাষা প্রশিক্ষণ প্রদান করা হবে আর প্রাথমিকভাবে ৭০জন শিক্ষার্থীকে আমরা যাছাই বাছাই শেষে এই ছাত্রাবাসে ভর্তির সুযোগ দিয়েছি।

ছাত্রবাসটির উদ্যোক্তা এবং লেখক ও গবেষক ইয়াংঙ্গান ম্রো আরো জানান, প্রতিমাসে প্রতিজন শিশু থেকে ১হাজার ২শত টাকা থাকা ও খাওয়ায় জন্য গ্রহণ করা হবে এবং এর বাইরে যাবতীয় ব্যয়ভার বহণের জন্য আমাদের ১১সদস্যর একটি পরিচালনা কমিটি অন্যান্য দিক থেকে সহযোগিতা নিয়ে এই ছাত্রবাসটি পরিচালনা করবে।

ছাত্রবাসটির জন্য জমিদাতা ও ৩০৯ নং দক্ষিণ হাঙ্গর মৌজার হেডম্যান পারিং ম্রো জানান, শিক্ষার্থীদের জন্য কিছু করতে পেরে আমি নিজেকে ধন্য মনে করছি, আশাকরি এই ছাত্রাবাসে ভর্তিকৃত সকল শিক্ষার্থী খুব কম খরচে সরকারি বিদ্যালয়ে পাঠদানের পাশাপাশি আরোং আনৈই ছাত্রাবাসে অবস্থান করে ম্রো ভাষায় তাদের দক্ষতা আরো বৃদ্ধির সুযোগ পাবে।

“আরোং আনৈই ছাত্রাবাস” এর সুপারভাইজার লেং রি ম্রো জানান, ছাত্রাবাসে ৫০জন পুরুষ ও ২০জন নারী শিক্ষার্থী ভর্তি হয়েছে এবং তাদের আলাদা আলাদা থাকার ব্যবস্থা এবং পানি, স্যানিটেশন ও শিক্ষা কার্যক্রম পরিচালনার যাবতীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। তিনি আরো জানান, ছাত্রাবাসে ম্রো ভাষা প্রশিক্ষণের জন্য ২জন শিক্ষক নিয়োগ দেয়া হয়েছে এবং এর বাইরে পাশ্ববর্তী ব্রীক ফিল্ড বাজার পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এই শিক্ষার্থীরা সাধারণ কারিকুলামে প্রতিদিনই তাদের প্রাথমিক শিক্ষা গ্রহণের সুযোগ পাবে।

৫নং টংকবতী ইউনিয়নের চেয়ারম্যান মাংয়ং ম্রো (প্রদীপ) প্রধান অতিথির বক্তব্য রাখতে গিয়ে ম্রো জনগোষ্ঠীর কল্যাণে এই ছাত্রাবাসটি চালু করায় সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ প্রদান করেন এবং ৫নং টংকবতী ইউনিয়নের পক্ষ থেকে শিক্ষার উন্নয়নে যা যা করা দরকার তা করার আশাবাদ ব্যক্ত করেন।

প্রসঙ্গত: ২০২২ সালের এক শুমারীর তথ্যমতে, বান্দরবানের বিভিন্ন উপজেলায় প্রায় ৫৪ হাজার ৪৫০জন ম্রো বসবাস করছে আর তারা ম্রো ভাষায় কথা বলে এবং ক্রামা ধর্ম তারা পালন করে।

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট