পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডে চেয়ারম্যান পদে মেজর জেনারেল (অবসরপ্রাপ্ত) অনুপ কুমার চাকমাকে নিয়োগ দিয়েছে সরকার। সোমবার (২০ জানুয়ারি) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে তাকে দুই বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ ও আর্থিক সুবিধা দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড আইন, ২০১৪ এর ৬(২) ধারা অনুযায়ী অন্য যে কোন পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা-সরকারি, বেসরকারি প্রতিষ্ঠান ও সংগঠনের সঙ্গে কর্ম সম্পর্ক পরিত্যাগের শর্তে তিনি এ নিয়োগ পেয়েছেন। যোগদানের তারিখ থেকে তার এ নিয়োগ কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে জানানো হয়েছে।
অন্যদিকে ওএসডি অতিরিক্ত সচিব শাহ আবদুল আলীম খানকে খাদ্য মন্ত্রণালয়ে পদায়ন করা হয়েছে। তিনি কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব হিসেবে বদলির আদেশাধীন ছিলেন। সুত্র-ইউএনবি