1. admin@paharerkatha.com : paharer katha : paharer katha
  2. info@paharerkatha.com : পাহাড়ের কথা :
রবিবার, ২৩ নভেম্বর ২০২৫, ০৬:২০ অপরাহ্ন
সর্বশেষ:
ভূমিকম্পের ঝুঁকিতে কেন রাঙ্গামাটি খাগড়াছড়ি বান্দরবান ৩০০নং আসনে জাবেদ রেজাকে প্রার্থী ঘোষণার দাবিতে লামায় বর্ণাঢ্য পদযাত্রা ফের সারা দেশে ভূমিকম্প অনুভূত দু’জন প্রতিবন্ধীর পাশে দাঁড়ালেন সাতকানিয়া–লোহাগাড়ায় মানবিক ফাউন্ডেশন লামায় এপেক্স ক্লাব’র শিক্ষা সামগ্রী সেলাই মেশিন প্রদান আলীকদমে মাতামুহুরি নদী থেকে লাশ উদ্ধার  লামায় এনসিপি’র উদ্যোগে আন্ত উপজেলা ক্রিকেট টুর্নামেন্ট’র উদ্ভোধন বান্দরবান ৩০০ নং আসনের প্রার্থী পরিবর্তনের দাবিতে আলীকদমে বর্ণাঢ্য পদযাত্রা লামায় কোমর পানি পেরিয়ে শিক্ষার্থীদের যেতে হয় বিদ্যালয়ে, ব্রীজের দাবী এলাকাবাসীর লামার মিরিন্জা ভ্যালীতে আগুনে পুড়ে গেল জুৃম ঘর লামায় স্বেচ্ছাশ্রমে সড়ক সংষ্কার করলেন টমটম মালিক ও চালকরা সারা দেশে ভূমিকম্প অনুভূত, নিহত ৪ বিএনপি যেসব আসনে প্রার্থী পরিবর্তন করতে পারে লামায় সড়কে গাড়ি উল্টে চালক নিহত লামায় হাজার হাজার নারী পুরুষের প্রতিরোধের মুখে ইটভাটায় অভিযান চালাতে পারেনি পরিবেশ অধিদপ্তরের অভিযানি দল

লামায় ভোটার তালিকা হালনাগাদ অন্তর্ভূক্তিতে ভোগান্তির অভিযোগ

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৩০ জানুয়ারি, ২০২৫
  • ১৬৬ বার পড়া হয়েছে
লামা প্রতিনিধি |

চলমান ভোটার তালিকা হালনাগাদ-২৫ এ ভোটার তালিকায় অন্তর্ভূক্তির ক্ষেত্রে ভোগান্তিতে পড়েছেন বান্দরবান জেলার লামা উপজেলার ফাঁসিয়াখালী ও লামা পৌরসভা এলাকার  লোকজন। ভোটার হওয়ার জন্য নির্বাচন কমিশন কর্তৃক চাহিত কাগজ পত্র সংগ্রহের ক্ষেত্রে ভোটার হতে ইচ্ছুকরা এ হয়রানির সম্মুখিন হচ্ছেন। ফাঁসিয়াখালী ইউনিয়নের কয়েকজন ইউপি সদস্য কাগজ পত্র প্রদানে শনাক্তকরণের ক্ষেত্রে মোটা অঙ্কের টাকা দাবি করছেন বলে অনেকে জানিয়েছেন। লামা পৌরসভায় নির্বাচিত কোন জনপ্রতিনিধি না থাকায় সরকারি দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাগণ শনাক্তকরণের ক্ষেত্রে নাগরিকদের হয়রানি করছেন বলে অনেকে অভিযোগ তুলেছেন।

জানা গেছে, গত ২০ জানুয়ারী হতে ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম শুরু হয়েছে। লামা উপজেলার গজালিয়া, লামা সদর, ফাঁসিয়াখালী, আজিজনগর, সরই, রূপসী পাড়া ও ফাইতং ইউনিয়ন এবং লামা পৌরসভায় বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের তথ্য সংগ্রহের জন্য ৫৫ জন তথ্য সংগ্রহকারী ও ১০ জন সুপারভাইজার নিয়োগ করেছেন। এই হালনাগাদ কার্যক্রমে নির্বাচন কমিশন কর্তৃক চাহিত অন্যান্য তথ্যের পাশাপাশি নাগরিকত্ব সনদ, জন্ম নিবন্ধন সনদ, পারিবারিক সনদ, ভূমি না থাকলে ভূমিহীন সনদ সহ কয়েকটি প্রত্যয়ন স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও পৌরসভা কার্যালয় হতে সংগ্রহ করতে হয়।

লামা পৌরসভায় মেয়র না থাকায় উপজেলা নির্বাহী অফিসার প্রশাসকের দায়িত্ব পালনের জন্য মন্ত্রণালয়ের নির্দেশনা রয়েছে। বদলি জনিত কারণে লামা উপজেলা নিবার্হী অফিসারের পদটি দীর্ঘদিন ধরে শূণ্য রয়েছে। সহকারী কমিশনার (ভূমি) রুপায়ন দেব উপজেলা নির্বাহী অফিসারের অতিরিক্ত দায়িত্ব পালন করছেন। একই সাথে তিনি লামা পৌরসভার প্রশাসকের দায়িত্ব পালন করছেন। অপরদিকে মামলা জনিত কারণে ফাঁসিয়াখালী ইউপি চেয়ারম্যান মোহাং নুরুল হোসাইন চৌং কে সাময়িক বরখাস্ত করা হয়েছে। মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী সহকারী কমিশনার ভূমি ফাঁসিয়াখালী ইউনিয়নের প্রশাসকের দায়িত্ব পালন করছেন।

এদিকে লামা পৌরসভায় নির্বাচিত কোন কাউন্সিলর নাই। পৌরসভার নাগরিকদের প্রয়োজনীয় কাগজ পত্র প্রদানে শনাক্তকরণের ক্ষেত্রে সংশ্লিষ্ট দায়িত্বপ্রাপ্ত অফিসারগণ ভীতিকর অবস্থায় রয়েছে। ব্যক্তি পর্যায়ে শুনানী করে বা সরেজমিন তদন্ত করে কাগজ পত্র প্রদান করা সম্ভব হচ্ছে না অনেক কর্মকর্তা শনাক্তকরণের কাগজ পত্র স্বাক্ষর করছে না। প্রতিদিন সংশ্লিষ্ট দায়িত্বপ্রাপ্ত সরকারি কর্মকর্তাদের দপ্তরে নাগরিকদের দীর্ঘ লাইন ধরে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করে ফিরে যেতে হয়।

অপর এক অভিযোগে জানা গেছে ফাঁসিয়াখালী ইউনিয়ন পরিষদের ইউপি সদস্যগণ কাগজ পত্র শনাক্তকরণের ক্ষেত্রে বিশাল বানিজ্য করছেন। বিগত দিনে বিভিন্ন কারণে ভোটার হতে পারেনি এমন লোকজনের কাছ থেকে মোটা অঙ্কের টাকা দাবি করছেন। মোবাইলে ও সরসরি অনেকেই সহকারী কমিশনার (ভূমি) রুপায়ন দেব এর নিকট অভিযোগ দিয়েছেন বলে জানা গেছে।

অপরদিকে উপজেলার অন্যান্য ইউনিয়ন পরিষদের তথ্য সেবা কেন্দ্র সমূহে জনসাধারণের কাছ থেকে কারণে-অকারণে অতিরিক্ত টাকা আদায় করছে বলে অভিযোগ উঠেছে। প্রতিটি ইউনিয়নের নাগরিকগণকে ভোটার সংশিষ্ট কাগজ পত্র সংগ্রহের ক্ষেত্রে ইউনিয়ন তথ্য সেবা কেন্দ্রের উদ্যোক্তাদের অতিরিক্ত টাকা প্রদান করতে হয়।

এদিকে উপজেলা নির্বাচন অফিসার মোহাম্মদ বেদারুল ইসলাম জানান কাগজ পত্র প্রদানের ক্ষেত্রে হয়রানির বিষয়টি কোন ভাবেই কাম্য নয়। যদি নাগরিকদের হয়রানি করা হয় তাহলে অনেকেই ভোটার তালিকায় অর্ন্তভূক্তির জন্য প্রয়োজনীয় কাগজ পত্র জমা দিতে ব্যার্থ হতে পারেন।

এ বিষয়ে লামা উপজেলা নির্বাহী অফিসার (অতিরিক্ত দায়িত্ব) রুপায়ন দেব জানান, প্রতিটি ফাইল ব্যক্তি পর্যায়ে শুনানী করা সম্ভব হচ্ছে না। তবে নির্বাচন অফিসারকে বিশেষ সভায় যথাযথ পরীক্ষা-নিরীক্ষা ও যাচাই-বাচাই করার জন্য বলা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট