1. admin@paharerkatha.com : paharer katha : paharer katha
  2. info@paharerkatha.com : পাহাড়ের কথা :
রবিবার, ০৩ অগাস্ট ২০২৫, ০৩:৪৪ পূর্বাহ্ন
সর্বশেষ:
আলীকদমে অপার নির্জনতার নাম ‘চেয়ারম্যান লেক’ আলীকদমে বিনামূল্যে চোখের চিকিৎসা দিলেন চট্টগ্রাম লায়ন্স ক্লাব গোল্ডেন সিটি ইয়াংছা উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ নাইক্ষ্যংছড়িতে প্রাথমিক বিদ্যালয়ে জুলাই পুনর্জাগরণ অনুষ্ঠানমালা ‘২৫ অনুষ্ঠিত নাইক্ষ্যংছড়িতে যাত্রী কল্যাণ সমিতির নতুন কমিটি গঠিত রামুর ডাকাত শাহীনের সহযোগী আবছার অস্ত্রসহ নাইক্ষ্যংছড়ির বিজিবির হাতে আটক   লামায় নিরাপদ খাদ্য নিশ্চিতে স্যানিটারি ইন্সপেক্টর’র অভিযান লামায় পাহাড় ধস, লামামুখ – রাজবাড়ী সড়ক যোগাযোগ বন্ধ লামার গজালিয়া উচ্চ বিদ্যালয় থেকে এস.এস.সি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সংবধর্ণা লামায় প্রান্তিক কৃষক ও বেকার নারীদের উন্নয়নে বিনামুল্যে গাছের চারা, গবাদিপশু, সেলাই মেশিন ও আর্থিক অনুদান মিয়ানমারের বিদ্রোহি আরাকান আর্মির গোলাগুলিতে ছোঁড়া গুলি এসে পড়লো এপারে নাইক্ষ্যংছড়িতে জেলা পরিষদের উদ্দ্যোগে গবাদিপশুর, সেলাই মেশিন ও অর্থ বিতরণ করেন এ্যাড. আবুল কালাম  লামায় জীনামেজু টেকনিক্যাল ইন্সটিটিউট’র কৃতি শিক্ষার্থীদের পুরস্কৃত লামায় পর্যটন কটেজে এক পর্যটকের আত্মহত্যা লামায় পরিবেশ বিধ্বংসী ৬ লাখ ২৭ হাজার গাছের চারা ধ্বংস কার্যক্রম শুরু

লামায় ভোটার তালিকা হালনাগাদ অন্তর্ভূক্তিতে ভোগান্তির অভিযোগ

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৩০ জানুয়ারি, ২০২৫
  • ১০৭ বার পড়া হয়েছে
লামা প্রতিনিধি |

চলমান ভোটার তালিকা হালনাগাদ-২৫ এ ভোটার তালিকায় অন্তর্ভূক্তির ক্ষেত্রে ভোগান্তিতে পড়েছেন বান্দরবান জেলার লামা উপজেলার ফাঁসিয়াখালী ও লামা পৌরসভা এলাকার  লোকজন। ভোটার হওয়ার জন্য নির্বাচন কমিশন কর্তৃক চাহিত কাগজ পত্র সংগ্রহের ক্ষেত্রে ভোটার হতে ইচ্ছুকরা এ হয়রানির সম্মুখিন হচ্ছেন। ফাঁসিয়াখালী ইউনিয়নের কয়েকজন ইউপি সদস্য কাগজ পত্র প্রদানে শনাক্তকরণের ক্ষেত্রে মোটা অঙ্কের টাকা দাবি করছেন বলে অনেকে জানিয়েছেন। লামা পৌরসভায় নির্বাচিত কোন জনপ্রতিনিধি না থাকায় সরকারি দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাগণ শনাক্তকরণের ক্ষেত্রে নাগরিকদের হয়রানি করছেন বলে অনেকে অভিযোগ তুলেছেন।

জানা গেছে, গত ২০ জানুয়ারী হতে ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম শুরু হয়েছে। লামা উপজেলার গজালিয়া, লামা সদর, ফাঁসিয়াখালী, আজিজনগর, সরই, রূপসী পাড়া ও ফাইতং ইউনিয়ন এবং লামা পৌরসভায় বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের তথ্য সংগ্রহের জন্য ৫৫ জন তথ্য সংগ্রহকারী ও ১০ জন সুপারভাইজার নিয়োগ করেছেন। এই হালনাগাদ কার্যক্রমে নির্বাচন কমিশন কর্তৃক চাহিত অন্যান্য তথ্যের পাশাপাশি নাগরিকত্ব সনদ, জন্ম নিবন্ধন সনদ, পারিবারিক সনদ, ভূমি না থাকলে ভূমিহীন সনদ সহ কয়েকটি প্রত্যয়ন স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও পৌরসভা কার্যালয় হতে সংগ্রহ করতে হয়।

লামা পৌরসভায় মেয়র না থাকায় উপজেলা নির্বাহী অফিসার প্রশাসকের দায়িত্ব পালনের জন্য মন্ত্রণালয়ের নির্দেশনা রয়েছে। বদলি জনিত কারণে লামা উপজেলা নিবার্হী অফিসারের পদটি দীর্ঘদিন ধরে শূণ্য রয়েছে। সহকারী কমিশনার (ভূমি) রুপায়ন দেব উপজেলা নির্বাহী অফিসারের অতিরিক্ত দায়িত্ব পালন করছেন। একই সাথে তিনি লামা পৌরসভার প্রশাসকের দায়িত্ব পালন করছেন। অপরদিকে মামলা জনিত কারণে ফাঁসিয়াখালী ইউপি চেয়ারম্যান মোহাং নুরুল হোসাইন চৌং কে সাময়িক বরখাস্ত করা হয়েছে। মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী সহকারী কমিশনার ভূমি ফাঁসিয়াখালী ইউনিয়নের প্রশাসকের দায়িত্ব পালন করছেন।

এদিকে লামা পৌরসভায় নির্বাচিত কোন কাউন্সিলর নাই। পৌরসভার নাগরিকদের প্রয়োজনীয় কাগজ পত্র প্রদানে শনাক্তকরণের ক্ষেত্রে সংশ্লিষ্ট দায়িত্বপ্রাপ্ত অফিসারগণ ভীতিকর অবস্থায় রয়েছে। ব্যক্তি পর্যায়ে শুনানী করে বা সরেজমিন তদন্ত করে কাগজ পত্র প্রদান করা সম্ভব হচ্ছে না অনেক কর্মকর্তা শনাক্তকরণের কাগজ পত্র স্বাক্ষর করছে না। প্রতিদিন সংশ্লিষ্ট দায়িত্বপ্রাপ্ত সরকারি কর্মকর্তাদের দপ্তরে নাগরিকদের দীর্ঘ লাইন ধরে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করে ফিরে যেতে হয়।

অপর এক অভিযোগে জানা গেছে ফাঁসিয়াখালী ইউনিয়ন পরিষদের ইউপি সদস্যগণ কাগজ পত্র শনাক্তকরণের ক্ষেত্রে বিশাল বানিজ্য করছেন। বিগত দিনে বিভিন্ন কারণে ভোটার হতে পারেনি এমন লোকজনের কাছ থেকে মোটা অঙ্কের টাকা দাবি করছেন। মোবাইলে ও সরসরি অনেকেই সহকারী কমিশনার (ভূমি) রুপায়ন দেব এর নিকট অভিযোগ দিয়েছেন বলে জানা গেছে।

অপরদিকে উপজেলার অন্যান্য ইউনিয়ন পরিষদের তথ্য সেবা কেন্দ্র সমূহে জনসাধারণের কাছ থেকে কারণে-অকারণে অতিরিক্ত টাকা আদায় করছে বলে অভিযোগ উঠেছে। প্রতিটি ইউনিয়নের নাগরিকগণকে ভোটার সংশিষ্ট কাগজ পত্র সংগ্রহের ক্ষেত্রে ইউনিয়ন তথ্য সেবা কেন্দ্রের উদ্যোক্তাদের অতিরিক্ত টাকা প্রদান করতে হয়।

এদিকে উপজেলা নির্বাচন অফিসার মোহাম্মদ বেদারুল ইসলাম জানান কাগজ পত্র প্রদানের ক্ষেত্রে হয়রানির বিষয়টি কোন ভাবেই কাম্য নয়। যদি নাগরিকদের হয়রানি করা হয় তাহলে অনেকেই ভোটার তালিকায় অর্ন্তভূক্তির জন্য প্রয়োজনীয় কাগজ পত্র জমা দিতে ব্যার্থ হতে পারেন।

এ বিষয়ে লামা উপজেলা নির্বাহী অফিসার (অতিরিক্ত দায়িত্ব) রুপায়ন দেব জানান, প্রতিটি ফাইল ব্যক্তি পর্যায়ে শুনানী করা সম্ভব হচ্ছে না। তবে নির্বাচন অফিসারকে বিশেষ সভায় যথাযথ পরীক্ষা-নিরীক্ষা ও যাচাই-বাচাই করার জন্য বলা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট