1. admin@paharerkatha.com : paharer katha : paharer katha
  2. info@paharerkatha.com : পাহাড়ের কথা :
শনিবার, ১৬ অগাস্ট ২০২৫, ১২:২৮ পূর্বাহ্ন
সর্বশেষ:
লামায় অবৈধ ৬ ইট ভাটা গুড়িয়ে দিয়ে গাছের চারা রোপন করলেন প্রশাসন লামায় নারী ও শিশু নির্যাতন মামলার ভিকটিমদের পুলিশের আইনগত ও মানবিক সহায়তা লামায় অবৈধ ২ ইট ভাটা উচ্ছেদ আলীকদম সেনাবাহিনীর উদ্যোগে আর্থিক সহায়তা সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে লামায় কর্মরত সাংবাদিকদের মানববন্ধন লামায়  নদী ভাঙ্গনে বিলীন মেরাখোলার ৫০০ ঘরবাড়ি মসজিদ মাদ্রাসা কবরস্থান সড়ক ও ২০০ একর ফসলি জমি : অর্ধশত ঘরবাড়ি ও শতশত একর ফসলী জমি বিলিনের আশংকা, ভাঙ্গন রোধে দ্রুত ব্লক স্থাপনের দাবী ইউনিয়নবাসীর নাইক্ষ্যংছড়িতে নতুন সদস্য ও নবায়ন কর্মসূচী লামা তথ্য অফিসের উদ্যোগে আলীকদমে নারী সমাবেশ  ও জুলাই আন্দোলনের ডকুমেন্টারি প্রদর্শনী লামায় সিএইচসিপি এসোসিয়েশন’র নতুন সভাপতি জ্যোতিষ, সাধারণ সম্পাদক জুনাইদুল রক্তাক্ত ৩৬ জুলাই উপলক্ষে এবং জুলাই গণহত্যার বিচারের দাবিতে নাইক্ষ্যংছড়িতে জামায়াতের গণমিছিল অনুষ্ঠিত লামা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসক সেবিকাসহ জনবল সংকট, সেবা বঞ্চিত ক্ষুদ্র নৃ-গোষ্ঠিসহ প্রায় ৩ লাখ মানুষ, দ্রুত জনবল সংকট নিরসনের দাবী উপজেলাবাসীর লামায় বিএনপি, জামায়াতে ইসলামী ও ইসলামি আন্দোলনের বিজয় মিছিল আলীকদমে অপার নির্জনতার নাম ‘চেয়ারম্যান লেক’ আলীকদমে বিনামূল্যে চোখের চিকিৎসা দিলেন চট্টগ্রাম লায়ন্স ক্লাব গোল্ডেন সিটি ইয়াংছা উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ

লামার রুপসীপাড়ায় পাহাড় কেটে রাস্তা ভরাট, চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টির অভিযোগ

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: শনিবার, ১ ফেব্রুয়ারি, ২০২৫
  • ৯৭ বার পড়া হয়েছে
filter: 0; jpegRotation: 0; fileterIntensity: 0.000000; filterMask: 0; module:1facing:0; hw-remosaic: 0; touch: (-1.0, -1.0); modeInfo: ; sceneMode: Hdr; cct_value: 0; AI_Scene: (-1, -1); aec_lux: 125.0; hist255: 0.0; hist252~255: 0.0; hist0~15: 0.0;

নিজস্ব প্রতিবেদক |
বান্দরবান জেলার লামা উপজেলায় এক নারীর বিরুদ্ধে পাহাড় কেটে বসতঘর নির্মাণের অভিযোগ পাওয়া গেছে। শুধু তায় নয়, পাহাড়ের মাটি রাস্তার উপর ফেলে চলাচলে প্রতিবন্ধকতাও সৃষ্টি করছেন ওই নারী। উপজেলার রুপসীপাড়া ইউনিয়নের আর্মি ক্যাম্প সংলগ্ন মরিয়ম বেগম নামের এক নারীর বিরুদ্ধে এ অভিযোগ। এ ঘটনার প্রতিকার চেয়ে প্রশাসনের সুদৃষ্টি কামনা করেন ভুক্তভোগী উতলুমা বেগমসহ স্থানীয়রা।
অভিযোগে জানা যায়, উপজেলার রুপসীপাড়া ইউনিয়নের দরদরী মৌজার আর ৭৮১নং হোল্ডিং মূলে আবদুল মান্নানের নামে ৫ একর জায়গা রয়েছে। বসতঘর নির্মাণ করার মত নিজস্ব কোন জায়গা না থাকায়, মানবিক দিক চিন্তা করে ১০-১১ বছর আগে কিছু অংশে অসহায় মরিয়ম বেগমকে ঘর নির্মাণ করে পরিবার পরিজন নিয়ে থাকতে দেন আবদুল মান্নানের স্ত্রী উতলুমা বেগম। তিনি জানান, শর্ত ছিল যখনিই জায়গার মালিক জায়গা ছেড়ে দিতে বলবেন,তখনিই মরিয়ম বেগম জায়গা ছেড়ে দিবেন। এখন জায়গা ছেড়ে দিবেন তো দূরের কথা, বরং উল্টো স্থানীয় মো. শফি ও মজিদ পিসি’র প্ররোচনায় জায়গার অংশ মরিয়ম বেগমের বলে করছেন। এর পাশাপাশি নতুন করে আরেকটি ঘর নির্মাণের জন্য গত কযেকদিন ধরে পাহাড় কেটে মাটি রুপসীপাড়া-টিয়ারঝিরি পাড়া যাতায়াতের রাস্তার উপর ফেলছেন। এতে জনসাধারণের চলাচলের রাস্তা বন্ধ হয়ে যায়। এ রাস্তা দিয়ে প্রতিদিন ৩-৪ হাজার মানুষ যাতায়াত করেন। পাহাড় কাটার ফলে আসন্ন বর্ষা মৌসুমে পাহাড় ধসে প্রাণ হানির আশঙ্কা রযেছে বলে জানান স্থানীয়রা।
স্থানীয় টিয়ারঝিরির বাসিন্দা মেনওয়াই মুরুং, মেনহাত মুরুং, লালু কারবারী, রেংওয়াই মুরুং ও কবির আহমদ বলেন, মরিয়ম বেগম গত কয়েকদিন ধরে পাহাড় কেটে আমাাদের টিয়ারঝিরি যাতায়াতের রাস্তার মুখে মাটি ফেলছেন। এতে চলাচল করা কস্ট হয়ে পড়েছে। একাধিকবার মাটি সরানোর জন্য বলা হলেও মরিয়ম বেগম রাস্তা থেকে মাটি সরাচ্ছেন না। বর্ষা আসলে মোটেও হাটা যাবেনা। তাই এ বিষয়ে প্রশাসনের সুদৃষ্টি কামনা করছি।
তবে অভিযুক্ত মরিয়ম বেগম জানান, ঘর করার কারণে রাস্তার উপর মাটি ফেলতে হয়েছে। দু এক দিনের মধ্যে মাটি সরিয়ে নিয়ে রাস্তা পরিস্কার করে দিবো। এছাড়া এ জায়গা আমার, উতলুমা বেগমের নয়।
এ বিষয়ে গ্রাম পুলিশ মোফাজ্জল হোসেন বলেন, উতলুমা বেগমসহ স্থানীয়রা অভিযোগ করার পর একাধিকবার বিষয়টি মিমাংশার চেস্টা করেছি, কিন্তু মরিয়ম বেগমরা এগিয়ে না আসায় সমাধা করা যায়নি।
এদিকে রুপসীপাড়া ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো, শাহা আলম জানায়, উতলুমা বেগমের অভিযোগ পাওয়ার পর মরিয়ম বেগমকে আপাতত বিরোধীয় জায়গার উপর কাজ না করার জন্য বলা হয়েছে। শিঘ্রই উভয় পক্ষকে নিয়ে বসে বিরোধ মিমাংশার চেস্টা করবো।

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট