লামা প্রতিনিধি |
বান্দরবান জেলার লামা উপজেলার সরই ইউনিয়নের কমলা বাগান এলাকা থেকে অপহৃত ৭ গাছ কাটা শ্রমিককে মুক্তি দিয়েছে পাহাড়ি সন্ত্রাসীরা। গত সোমবার দুর্গম পাহাড়ি লিংপুং পাড়া এলাকা থেকে উদ্ধার করা হয়। সেনাবাহিনী, পুলিশ ও স্থানীয়দের অভিযানের মুখে সন্ত্রাসীরা অপহৃতদের ছেড়ে দিয়ে চলে যায়। উদ্ধারের সত্যতা নিশ্চিত করে লামা থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মোঃ শাহাদাৎ হোসেন জানান, উদ্ধারকৃতরা ভালো আছেন। নিরাপত্তা বাহিনী থেকে জানানো হয়েছে অপহৃতদের উদ্ধার করে স্থানীয় নিরাপত্তা বাহিনীর ক্যাম্পে নিয়ে আসা হয়েছে। গত পহেলা ফেব্রুয়ারি রাতে ইউনিয়নের একটি খামার বাগানে সন্ত্রাসীরা হানা দিয়ে ৭ কাঠ শ্রমিককে অপহরণ করে নিয়ে যায় সন্ত্রাসীরা। মুক্তিপণ বাবদ ৭ লক্ষ টাকা দাবি করে পরিবারের কাছে। অপহরণের যারা শিকার হয়েছিলেন তারা হলেন, কাঠ শ্রমিক মো. নুরু (৫০), মো. আলমগীর (৩৫), মো. শফি আলম (৩২), মো. হেলাল (৪০) ও গাড়ি চালক মো. জামাল (৩২)। অপর দুইজনের নাম জানা যায়নি।
প্রসঙ্গত: গত ১৪ জানুয়ারি গভীর রাতে একই এলাকা থেকে ৭ জন শ্রমিককে অপহরণ করা হয়েছিল। পরে মোটা অংকের টাকা মুক্তিপণ দিয়ে অপহৃতরা ছাড়া পান।