লামা প্রতিনিধি |
বান্দরবান জেলার লামা উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতি লিমিটেডের (ইউসিসিএ) ৪০তম বার্ষিক সাধারণ সভা বুধবার দুপুরে অনুষ্ঠিত হয়েছে। ইউসিসিএ লিমিটেড’র চেয়ারম্যান মো. শাহজাহানের সভাপতিত্বে উপজেলা পল্লী উন্নয়ন বোর্ড কার্যালয়ে অনুষ্ঠিত সভায় অফিসার্স প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন প্রাথমিক শিক্ষা কর্মকর্তা দেবাশীষ বিশ^াস। এতে পল্লী উন্নয়ন বোর্ড কর্মকর্তা গোপাল কৃষ্ণ চক্রবর্তী ও হিসাব রক্ষক মো. মারুফুর রহমান, ইউসিসিএ লিমিটেড’র সহ সভাপতি মৌলভী গিয়াস উদ্দিন ও সাবেক সহ সভাপতি সিরাজুল ইসলাম অতিথি ছিলেন। এ সময় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন- ইউসিসিএ লিমিটেড’র পরিচালক মো. জামাল হোসেন, লামা কেএসএস সমিতির সভপতি মো. নুরুল করিম আরমান ও কলিঙ্গাবিল কৃষক সমবায় সমিতির সভাপতি মো. আনোয়ার হোসেন। সভায় ইউসিসিএ লিমিটেড’র সমস্যা, জনবল নিয়োগ, উন্নয়নসহ বিভিন্ন বিষয়ে ব্যাপক আলোচনা ও সিদ্ধান্ত গৃহীত হয়।