1. admin@paharerkatha.com : paharer katha : paharer katha
  2. info@paharerkatha.com : পাহাড়ের কথা :
শনিবার, ০৩ মে ২০২৫, ০২:২২ পূর্বাহ্ন
সর্বশেষ:
মিয়ানমারে পাচারকালে ইউরিয়া সারসহ আটক ১০ পাচারকারী থানচির দুর্গম পাহাড়ি এলাকায় নতুন প্রাথমিক বিদ্যালয় স্থাপন করলেন বিজিবি খাগড়াছড়িতে ধর্ষণ ও ভিডিও ধারণের অভিযোগে গ্রেফতার ২ বান্দরবানে শতাধিক শিক্ষার্থীরা পেলেন এপেক্স ক্লাব’র শিক্ষা উপকরণ লামায় ত্রিপুরা কল্যাণ সংসদ’র নতুন সভাপতি মহেন্দ্র, সম্পাদক প্রণয় ও সাংগঠনিক দুর্জয় ত্রিপুরা আলীকদমে পারিবারিক কলহে বিষপান করে আত্মহত্যার চেষ্টা, হাসপাতালে ভর্তি ৩ জন লামায় বিকল্প কর্মসংস্থানের লক্ষ্যে আরো ৫ জেলে পেলেন ২০টি উন্নত জাতের ছাগল লামায় এপেক্স ক্লাবের শিক্ষা সামগ্রী পেল শিক্ষার্থীরা লামায় জাতীয় আইনগত সহায়তা দিবস পালন আলীকদমে অবৈধভাবে পাহাড় কাটার দায়ে দুই জনকে জরিমানা বান্দরবানে ২১ কিলোমিটার হিল ম্যারাথন অনুষ্ঠিত লোহাগাড়া প্রাথমিক শিক্ষক সমিতি ও সাউন্ড হেলথ হাসপাতালের মধ্যে সমঝোতা চুক্তি বান্দরবানের বিভিন্ন প্রতিষ্ঠানে খাদ্যশষ্য প্রদান করলেন আঞ্চলিক পরিষদ সদস্য কেএস মং রাঙ্গামাটিতে তরুণী ধর্ষণ মামলায় এক যুবক আটক খাগড়াছড়িতে অপহরণের ৭ দিন পর চবি’র ৫ শিক্ষার্থী মুক্ত

কক্সবাজারে দুই ইউপি চেয়ারম্যান চট্টগ্রাম থেকে গ্রেফতার

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: শনিবার, ১৫ ফেব্রুয়ারি, ২০২৫
  • ৫৫ বার পড়া হয়েছে

বশির আলমামুন, চট্টগ্রাম :

কক্সবাজারের দুই ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানকে চট্টগ্রাম থেকে গ্রেফতার করেছে আইন শৃংখলা বাহিনী। চকবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহেদুল কবিরের নেতৃত্বে একটি টিম শনিবার (১৫ ফেব্রুয়ারী) বিকালে ও এর আগের রাতে চট্টগ্রাম নগরীতে পৃথক অভিযান চালিয়ে তাদের আটক করেন। গ্রেফতারকৃতরা হলেন কক্সবাজারের চকরিয়া উপজেলার শাহারবিল ইউনিয়নের চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা নবী হোছাইন চৌধুরী। তিনি চকরিয়ার সাবেক সংসদ সদস্য জাফর আলমের অনুসারী বলে জানা গেছে। শনিবার বিকাল সাড়ে ৫টায় চট্টগ্রাম নগরীর চকবাজার সবুজ হোটেল থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
নবী হোছাইন চৌধুরী কক্সবাজারের চকরিয়া উপজেলার শাহারবিল ইউনিয়নের মরহুম হাবিবুর রহমানের ছেলে। এর আগে ২০২৪ সালের ৮ জুলাই কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মুন্সী আবদুল মজিদ তাকে কারাগারে পাঠান।
নবী হোছাইনের বিরুদ্ধে হত্যা, ডাকাতি, গরুচুরি, অপহরণ, জমি দখল এবং চিংড়িঘের দখলের অভিযোগ রয়েছে। তার বিরুদ্ধে চকরিয়া, লামা, আলীকদম, লোহাগাড়া, সাতকানিয়া, পেকুয়া ও বাঁশখালী থানায় ১৭টি মামলা রয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন সিএমপি দক্ষিণ জোনের উপ-পুলিশ কমিশনার (ডিসি) শাকিলা সোলতানা।

পুলিশ সূত্রে জানা গেছে, নবী হোছাইন চৌধুরী বিকালে চট্টগ্রাম নগরীর চকবাজার সবুজ হোটেলে অবস্থান করেছেন—এমন গোপন সংবাদের ভিত্তিতে চকবাজার থানা পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।

চকবাজার থানার ওসি জাহিদুল কবির জানান, নবী হোছাইনের বিরুদ্ধে একাধিক অভিযোগ ও মামলা রয়েছে। সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে তাকে আটক করা হয়েছে।

জানা গেছে, চকরিয়ায় গরু-মহিষ চুরির পর শাহারবিল এলাকায় নবী হোছাইনের ডেরায় মজুদ করা হতো। দুই বছর আগে গরু চুরি করতে গিয়ে গণপিটুনিতে নিহত দুই যুবক তার দলের সদস্য ছিলেন। নবী হোছাইন ২০২১ সালের ইউপি নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে চেয়ারম্যান নির্বাচিত হন। এরপর থেকেই তার অপরাধ কার্যক্রম আরও বেড়ে যায়।
চকবাজার থানার ওসি জাহিদুল কবির জানান, নবী হোছাইনকে গ্রেপ্তারের পর ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।
অপরদিকে টেকনাফ উপজেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক ও সাবরাং ইউনিয়নের চেয়ারম্যান নুর হোসেনকে চট্টগ্রাম থেকে গতরাতে গ্রেফতার করা হয়।

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট