নিজস্ব প্রতিবেদক |
বান্দরবান জেলার লামা উপজেলা থেকে ২৬ রাবার শ্রমিককে অপহরণের অভিযোগ পাওয়া গেছে। শনিবার দিনগত রাত দেড়টার দিকে উপজেলার ফাসিয়াখালী ইউনিয়নের দুর্গম পাহাড়ি মুরুংঝিরি এলাকা থেকে সশস্ত্র সন্ত্রাসীরা তাদেরকে অপহরণ করে। অপহৃতরা ফোরকান ও শাহজাহান, নুরু মোহাম্মদ কোম্পানী, আহসান উল্লাহ কোম্পানী, হুমায়ুন কোম্পানী ও সোনামিয়া কোম্পানীর রাবার বাগানে ট্রেপারের কাজ করতেন।
অপহৃতরা হলেন- মো. ফারুক (২৬), মো. আইয়ুব আলী (২৬), মো. সিদ্দিক (৪০), মো. আব্দুল খালেক (২০), আব্দুল মাজেদ (১৭), মনিরুল ইসলাম (৩০), জিয়াউর রহমান (৪৫), মো. মোবারক (২৫), মো. হারুল (৩০), সৈয়দ নুর (২৮), রমিজ উদ্দিন (৩০), মো. কায়ছার (৩৮), মো. মনির হোসেন (৩৫), মো. ইমরান (১৭), মঞ্জুর (৩০), আফসার আলী (২৫), মো. খাইরুল আমিন (৩০), আবু বক্কর (২৯), আবদুর রাজ্জাক (৩৩) ও মো. মবিন (২৫)। এরা সবাই কক্সবাজার জেলার রামু ও ঈদগাহ এবং বান্দরবান জেলার নাইক্ষ্যংছড়ি উপজেলার বাসিন্দা। অপর ৬ জনের নাম পরিচয় পাওয়া যায়নি। ঘটনার সত্যতা নিশ্চিত করেন লামা থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মো. শাহাদাৎ হোসেন। তিনি বলেন, শ্রমিক অপহরণের খবর পাওয়ার সাথে সাথে সেনাবাহিনী, বিজিবি ও পুলিশ অপহৃতদের উদ্ধার অভিযানে নেমেছে। ঘটনাস্থল দুর্গম পাহাড়ি এলাকা হওয়ায় অপহরণের সুযোগ পাচ্ছে সন্ত্রাসীরা। রবিবার সন্ধ্যা নাগাদ অপহৃতদের উদ্ধার সম্ভব হয়নি বলে জানা গেছে।
এ বিষয়ে বাগানের মালিক মো. শাহজাহান জানান, সন্ত্রাসীরা তার বাগান থেকে ১২ ট্রেপারকে নিয়ে গেছে। কিছুদিন আগে সন্ত্রাসীরা এসব ট্রেপারের কাছে ৬ লাখ টাকা চাঁদা দাবী করেছিল, দাবীকৃত চাঁদা না পেয়ে তাদেরকে অপহরণ করে। অপহরণের পর তার কাছে ৬ লাখ টাকা মুক্তিপন দাবী করেছে। অপহৃত অন্যদের কাছ থেকেও পৃথক মুক্তিপন দাবী করার বিষযটি শুনেছেন বলেও জানায় বাগান মালিক শাহজাহান।