আলীকদম প্রতিনিধি |
বাংলাদেশ সেনাবাহিনী পার্বত্য চট্টগ্রামে বসবাসরত সকল স্তরের জনসাধারণের আপদকালীন সময়ে সর্বাত্মক সহায়তা প্রদান করে আসছে। এ ধারাবাহিকতায় বান্দরবান জেলার আলীকদম সেনাবাহিনীর উদ্যোগে উপজেলার ম্রো কল্যাণ ছাত্রাবাস শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সহায়ক সামগ্রী, খেলাধুলা এবং অন্যান্য সামগ্রী প্রদান করা হয়েছে। বুধবার দুপুরে এসব বিতরণ উদ্ভোধন করেন বান্দরবান রিজিয়নের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল এস এম রাকিব ইবনে রেজওয়ান, এএফডব্লিউসি, পিএসসি। ছাত্রাবাসের ১১৫ জন শিক্ষার্থীর মাঝে স্কুল ব্যাগ, শিক্ষা সহায়ক সামগ্রী ও খেলাধুলা সামগ্রী বিতরণ করা হয়। এসময় শিক্ষার্থীদের মাঝে উন্নতমানের খাবারও প্রদান করেন সেনাবাহিনী।
শিক্ষা ও ক্রীড়া সামগ্রী বিতরণকলে বান্দরবান রিজিয়নের আওতাধীন সকল জোনগুলোতেও অসহায়দের মাঝে আর্থিক সহায়তা প্রদান, উন্নয়নমূলক কাজ এবং দুঃস্থদের চিকিৎসার্থে মেডিকেল ক্যাম্পেইন এর মাধ্যমে বিনামূল্যে চিকিৎসা ও ঔষধ বিতরণ কার্যক্রম অব্যাহত রয়েছে এবং ভবিষ্যতেও চলমান থাকবে। এছাড়াও বান্দরবান রিজিয়নের আওতাধীন জোনসমূহ সর্বদা শিক্ষার বিকাশে কাজ করে আসছে এবং ভবিষৎতেও এ রকম কাজে সম্পৃক্ত থাকবে।