1. admin@paharerkatha.com : paharer katha : paharer katha
  2. info@paharerkatha.com : পাহাড়ের কথা :
শুক্রবার, ০২ মে ২০২৫, ০৮:২৩ পূর্বাহ্ন
সর্বশেষ:
আলীকদমে পারিবারিক কলহে বিষপান করে আত্মহত্যার চেষ্টা, হাসপাতালে ভর্তি ৩ জন লামায় বিকল্প কর্মসংস্থানের লক্ষ্যে আরো ৫ জেলে পেলেন ২০টি উন্নত জাতের ছাগল লামায় এপেক্স ক্লাবের শিক্ষা সামগ্রী পেল শিক্ষার্থীরা লামায় জাতীয় আইনগত সহায়তা দিবস পালন আলীকদমে অবৈধভাবে পাহাড় কাটার দায়ে দুই জনকে জরিমানা বান্দরবানে ২১ কিলোমিটার হিল ম্যারাথন অনুষ্ঠিত লোহাগাড়া প্রাথমিক শিক্ষক সমিতি ও সাউন্ড হেলথ হাসপাতালের মধ্যে সমঝোতা চুক্তি বান্দরবানের বিভিন্ন প্রতিষ্ঠানে খাদ্যশষ্য প্রদান করলেন আঞ্চলিক পরিষদ সদস্য কেএস মং রাঙ্গামাটিতে তরুণী ধর্ষণ মামলায় এক যুবক আটক খাগড়াছড়িতে অপহরণের ৭ দিন পর চবি’র ৫ শিক্ষার্থী মুক্ত বিদ্যুৎ চলে গেলেই ঘুটঘুটে অন্ধকারে লামা স্বাস্থ্য কমপ্লেক্স, রোগীদের দুর্ভোগ লামায় নিবন্ধিত জেলেরা পেলেন বিনামূল্যে উন্নত জাতের ছাগল লামায় ‘কার্প জাতীয় মাছের মিশ্র চাষ’ বিষয়ক রিফ্রেসার্স প্রশিক্ষণ সম্পন্ন লামায় “ট্যুরিজম ম্যানেজমেন্ট বিষয়ক” প্রশিক্ষণ চকরিয়া ভূয়া নৌবাহিনী সদস্য পরচিয়ে প্রতারণায় এক দম্পতি গ্রপ্তোর

লামার ৭টি প্রাথমিক বিদ্যালয়ে ওয়াশ ব্লক নির্মাণ কাজ শেষ না করেই নির্বাহী প্রকৌশলীর যোগসাজসে কোটি টাকার বিল উত্তোলনের অভিযোগ ঠিকাদারের বিরুদ্ধে 

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: বুধবার, ৫ মার্চ, ২০২৫
  • ৬৩ বার পড়া হয়েছে

লামা প্রতিনিধি |
বান্দরবান জেলার লামা উপজেলার দুর্গম পাহাড়ি এলাকার প্রাথমিক বিদ্যালয়গুলোতে ওয়াশ ব্লক নির্মাণের উদ্যোগ নেয় জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর। ২০২৩-২০২৪ অর্থ বছরের দরপত্র আহবানে উপজেলার ৭টি বিদ্যালয়ে ওয়াশ ব্লক নির্মাণ কাজটি পায় ঠিকাদার মেহেদী চৌধুরী। ১ কোটি ৪৩ লক্ষ টাকা মূল্যের কার্যাদেশ মোতাবেক ২০২৩ সালের ১৩ সেপ্টেম্বর কাজ শুরু করে ২০২৪ সালের ১২ সেপ্টেম্বর নির্মাণ কাজ সমাপ্ত করার কথা। কিন্তু ২০২৫ সালের চলতি মার্চ মাসে এসেও ঠিকাদার নির্মাণ কাজ শেষ করেনি। বন্ধ রেখেছেন বিদ্যালয়গুলোর ওয়াশ ব্লকগুলোর নির্মাণ কাজ। অথচ জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের বান্দরবান নির্বাহী প্রকৌশলী অনুপম দেব’র যোগসাজসে ঠিকাদার কোটি টাকার অধিক বিল ইতিমধ্যে সরকারি কোষাগার থেকে উত্তোলন করে নেন। পিইডিপি-৪ প্রকল্পের আওতায় জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ওয়াশ ব্লকের নির্মাণ কাজ বাস্তবায়ন করছে। ওয়াশ ব্লক নির্মাণাধীন বিদ্যালয়গুলো হলো- ফাঁসিয়াখালী ইউনিয়নের ৩নং রিপুজি পাড়া, পাগলির আগা, ডান ও বাম হাতির ছড়া, জোড়মনি পাড়া, হেডম্যান পাড়া, সাপের ঘাটা ও ফাইতং ইউনিয়নের হেডম্যান পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়।
বিদ্যালয়গুলোর ওয়াশ ব্লক নির্মাণ কাজ দীর্ঘদিন ধরে পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে। কবে নাগাদ নির্মাণ কাজ শেষ হবে বা আদৌ নির্মাণ কাজ সমাপ্ত হবে কিনা, এ নিয়ে শঙ্কায় রয়েছেন ভুক্তভোগী বিদ্যালয়গুলোর শিক্ষক-শিক্ষার্থীরা। ওয়াশ ব্লকের নির্মাণ কাজ সম্পন্নের দাবী জানিয়ে সাপের ঘাটা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাইফুল হক, পাগলির আগা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুর রহিম হেলালী, জোড়মনি পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরুল কবির বলেন, ওয়াশ ব্লক নির্মাণ শেষ না হওয়ায় শিক্ষক ও শিক্ষার্থীরা চরম ভোগান্তি পোহাচ্ছেন। এভাবে ওয়াশ ব্লক নির্মাণ কাজ পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকায় দুঃখ প্রকাশ করেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা দেবাশীষ বিশ^াস।
বিদ্যালয়গুলোর ওয়াশ ব্লক নির্মাণ কাজ বন্ধের কারন জানতে চাইলে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের স্থানীয় অফিসে যোগাযোগ করার পরামর্শ দিয়ে ঠিকাদার মেহেদী চৌধুরী জানায়, জনস্বাস্থ্য অধিদপ্তর আপনাকে এ বিষয়ে জানাবেন। জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের লামা উপজেলার দায়িত্বপ্রাপ্ত সহকারী প্রকৌশলী আবদুর রাজ্জাক জানান, ঠিকাদারকে নির্বাহী প্রকৌশলীর কার্যালয় থেকে বিল প্রদান করা হয়েছে। তবে যথা সময়ে নির্মাণ কাজ সমাপ্ত না করার কারণে ঠিকাদারকে কৈফিয়ত তলব করা হয়েছে।
এ বিষয়ে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের বান্দরবান নির্বাহী প্রকৌশলী অনুপম দেব’র সাথে ওয়াশ ব্লক নির্মাণ কাজ বন্ধ ও বিল উত্তোলন বিষয়ে জানতে একাধিকবার মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও রিং রিসিভ না করায় বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট