লামা প্রতিনিধি।
স্থানীয়দের আর্থিক ও সার্বিক সহযোগিতায় লামা পৌরসভা এলাকার চেয়ারম্যান পাড়া ফোরকানিয়া মাদ্রাসার নতুন ভবনের কাজ ইতিমধ্যে সমাপ্ত হয়েছে। আজ মঙ্গলবার (১১ মার্চ) নব নির্মিত ভবনের শুভ উদ্বোধন করেন, উপজেলা নির্বাহী অফিসার মোঃ মঈন উদ্দিন।
এ সময় চেয়ারম্যান পাড়া জামে মসজিদের সভাপতি ও সাবেক মেয়র আমির হোসেন, সাধারণ সম্পাদক জসীম উদ্দিন, সহ-সভাপতি আব্বাস উদ্দিন সেলিম, কোষাধাক্ষ্য সুলতান মাহমুদ, কমিটির সদস্য আবু তাহের, খতীব হাফেজ মাওলানা আবু রায়হান, মসজিদ কমিটি সদস্য মোঃ হানিফ, জাহেদ উদ্দিন, লোকমান হোসেন, শামসুল ইসলাম, সাহেদ হাসান, সাখাওয়াত হোসেন, মুয়াজ্জিন নুর উদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন।