লামা প্রতিনিধি |
বান্দরবান জেলার লামা উপজেলায় ‘এনটিসিপেটরি একশন রিসোর্স পুলের জন্য ভূমি ধ্বসের ঝুঁকি ব্যবস্থাপনা’ বিষয়ক ২দিন ব্যাপী কর্মশালা মঙ্গলবার (১৮ মার্চ) সম্পন্ন হয়েছে। ইউরোপিয় ইউনিয়নের অর্থায়নে ও সেভ দ্যা চিল্ড্রেন’র সার্বিক সহযোগিতায় স্থানীয় এনজেড একতা মহিলা সমিতির সভাকক্ষে কর্মশালার আয়োজন করে বেসরকারী সংস্থা আশিকা ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েটস। অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথি ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার মো. মঈন উদ্দিন। এতে প্রাথমিক শিক্ষা কর্মকর্তা দেবাশীষ বিশ্বস, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা শাকিলা আক্তার ও প্রকল্পের কো-অর্ডিনেটর সমন বিজক চাকমা বিশেষ অতিথি ছিলেন।
সেভ দ্যা চিল্ড্রেন’র এনটিসিপেটরি একশন ফর ল্যান্ডসলাইড কজিং ডিসপ্লেসমেন্ট ফর কমিউনিটি ইন চট্টগ্রাম এন্ড বান্দরবান ডিস্ট্রিক্ট ইন বাংলাদেশ’ প্রকল্পের উদ্যোগে অনুষ্ঠিত কর্মশালায় ভূমি ধ্বসের ঝুঁকি ব্যাবস্থাপনা, পরবর্তী করণীয় ও আবহাওয়া পুর্বাভাস স¤পর্কে বিস্তারিত তুলে ধরেন কক্সবাজার আবহাওয়াবিদ আবদুল হান্নান, রাইমস’র সহকারী প্রকল্প কর্মকর্তা মো. আশিক উজ্জামান ও ক্লাইমেট চেঞ্জ সার্ভিস এক্সপার্ট আশিক উদ্দিন বিন নুর, সেভ দ্যা চিল্ড্রেন’র এনটিসিপেটরি একশন প্রকল্পের ম্যানেজার ফাতেমা মেহেরুন্নেছা ও সিনিয়র অফিসার আবু তৈয়ব।
কর্মশালায় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও সদস্য, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সদস্য, দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সদস্য ও স্বেচ্ছাসেবক, ইমাম, মুক্তিযোদ্ধা, সাংবাদিক, শিক্ষক, হেডম্যান, কারবারীসহ বিভিন্ন দপ্তরের প্রতিনিধিগন অংশ গ্রহণ করেন। এ সময় প্রজেক্ট অফিসার (ইমপ্লেমেনটেশন) উক্য হাই মার্মা, মিল অফিসার উচ্চাস চাকমা, ফিল্ড ফ্যাসিলিটেটর ফারজানা ইয়াছমিন ও চাইন থোয়াই মার্মা উপস্থিত ছিলেন।