সেলিম উদ্দীন, লোহাগাড়া |
চট্টগ্রামের লোহাগাড়ার চুনতি রেঞ্জের আওতাধীন সাতগড় বিট এলাকায় প্রায় ১০ একর জায়গা দখল করে আম বাগান করেছেন সাবেক জেলা পরিষদ সদস্য ও আওয়ামী লীগ নেতা আনোয়ার কামাল। আরো ১০ একর জমি দখল করে রোপণ করেছেন বিভিন্ন প্রজাতির গাছ।
জানা যায়, ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সামরিক সচিব মিয়া মোহাম্মদ জয়নুল আবেদীনের মামাতো ভাই আনোয়ার কামালের দাপটে তটস্থ ছিল বনবিভাগ। যার কারণে, সহজেই তিনি দখল করেন প্রায় ২০ একর বনের জায়গা। আনোয়ার কামাল চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সদস্য ও লোহাগাড়া উপজেলা আওয়ামী লীগের উপদেষ্টা ছিলেন।
সাবেক সামরিক সচিব প্রভাব বিস্তার করে
তার ভাই আনোয়ার কামালকে চট্টগ্রাম জেলা পরিষদের সদস্য বানিয়ে ছিলেন। এতে তিনি এতই ক্ষমতাবান ছিলেন এক হাতে সাবেক সংসদ সদস্য আবু রেজা মুহাম্মদ নেজাম উদ্দীন নদভী ও অন্য হাতে চট্টগ্রামের সব আমলা ও রাজনৈতিক নেতাকর্মীদের ভয়ের কারণ হিসেবে রাখতেন। যার কারণে বন বিভাগ ও প্রশাসনের লোকজন ছিল তার কাছে অসহায়।
খবর নিয়ে জানা যায়, বন রক্ষার জন্য স্থানীয় লোকজন নিয়ে গঠন করা হয় চুনতি কো-ম্যানেজমেন্ট কমিটি। যে কমিটির সভাপতি ছিলেন আনোয়ার কামাল। বন রক্ষার শপথ নিয়ে তিনিই দখল করেন বনের জায়গা। বন বিভাগ ও স্থানীয় বাসিন্দাদের সঙ্গে আলাপকালে জানা যায়, চট্টগ্রাম জেলা পরিষদের সদস্য থাকাকশীলন ক্ষমতার অপব্যবহার করে ২০ একর বন ভূমি দখল করে রেখেছেন তিনি। স্থানীয়
বাসিন্দরা জানান, আনোয়ার কামাল ক্ষমতাধর মানুষ ছিলেন। বন বিভাগের লোকজন তার কথায় বাইরে যাওয়ার সাহস পেত না। পান থেকে চুন খসলে বিভিন্ন হয়রানির সম্মুখীন হতে হয়েছে সাধারণ মানুষকে। সে বন বিভাগের সংরক্ষিত বনাঞ্চলের এতগুলো জায়গা দখল করলেও নীরব ছিল বনবিভাগ। এ বিষয়ে জানতে আনোয়ার কামালের মুঠোফোনে কল দিলে মোবাইল ফোন বন্ধ থাকায় যোগাযোগ করতে না পারায় বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। চট্টগ্রাম বিভাগীয় বন কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন বলেন, এ পর্যন্ত যতগুলো জবরদখল হয়েছে তাদের বিরদ্ধে উচ্ছেদ মামলা দাখিল করা হয়েছে। ইতোমধ্যে সাতগড়বিটে যতগুলো জবরদখল ছিল তা উচ্ছেদ করেছি এবং দখলকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিয়েছি ও নেব।