আলীকদম প্রতিনিধি।
বান্দরবানের আলীকদম উপজেলার ৩নং নয়াপাড়া ও ২নং চৈক্ষ্যং ইউনিয়নে পারিবারিক কলহের জেরে বিষপান করে আত্মহত্যার চেষ্টা করেছেন তিনজন। বুধবার (৩০ এপ্রিল) সকালে এই দুই ইউনিয়নের পৃথক দুটি ঘটনায় এ পরিস্থিতি তৈরি হয়।
চৈক্ষ্যং ইউনিয়নের ৬নং ওয়ার্ডের ছিদ্দিক কারবারি পাড়ায় মোঃ মোক্তার হোসেন (২৭) নামের এক যুবক পারিবারিক বিরোধের কারণে বিষপান করেন। তার পিতা আক্তার হোসেন জানান, “সকালে আমার ছেলের সঙ্গে পুত্রবধূর মনোমালিন্য হয়। পরে অভিমান করে সে বাবার বাড়ি চলে যায়। এই ঘটনার পর আমার ছেলে বিষপান করে।”
অন্যদিকে নয়াপাড়া ইউনিয়নের ৮নং ওয়ার্ডের পাদন কারবারি পাড়ায় (বালু ঝিরি) ঙেংলং ম্রো (২৭) ও তার স্ত্রী কাইপিও ম্রো (২০) একসঙ্গে বিষপান করেন। তাদের পরিবার সূত্রে জানা যায়, স্বামী-স্ত্রীর মধ্যে দীর্ঘদিন ধরে পারিবারিক কলহ চলছিল। সম্প্রতি ঙেংলং ম্রো দ্বিতীয় বিয়ে করে বাড়িতে নিয়ে আসলে ঝামেলা আরও বাড়ে। একপর্যায়ে অভিমানে স্ত্রী কাইপিও ম্রো বিষপান করেন, পরে স্বামীও একই পথে হাঁটেন।
স্থানীয়রা জানান, ঙেংলং ম্রো তার স্ত্রীকে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করতেন, যা কলহের অন্যতম কারণ ছিল।
ঘটনার পর স্থানীয়রা তিনজনকেই উদ্ধার করে আলীকদম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। হাসপাতালের চিকিৎসক ডা. মোহাম্মদ হানিফ জানান, “সকাল ৯টার দিকে বিষপান করা অবস্থায় তিনজনকে আমাদের এখানে আনা হয়। আমরা তাদের প্রাথমিক চিকিৎসা দিয়েছি, বর্তমানে তারা চিকিৎসাধীন।”