মো. নুরুল করিম আরমান |
বাংলাদেশ ত্রিপুরা কল্যাণ সংসদ’র লামা উপজেলা শাখার ৬ষ্ঠ তম ত্রি-বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২ মে) দিনব্যাপী পৌরসভা এলাকার নয়াপাড়াস্থ সংগঠনের স্থায়ী কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। সংগঠনের উপজেলা শাখার সভাপতি ইলিশিয়া ত্রিপুরা’র সভাপতিত্বে অনুষ্ঠিত সাধারণ সভায় প্রধান অতিথি ছিলেন- বাংলাদেশ ত্রিপুরা কল্যাণ সংসদ’র বান্দরবান জেলা শাখার সভাপতি খুশিরায় ত্রিপুরা। এতে সংগঠনের বান্দরবান জেলা শাখার সাধারণ সম্পাদক সুকান্ত ত্রিপুরা, সাংগঠনিক সম্পাদক উজ্জ্বল ত্রিপুরা, আইন বিচার ও ভুমি বিরোধ নিস্পত্তি বিষয়ক সম্পাদক বিশ্বচন্দ্র ত্রিপুরা, শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক নোহ ত্রিপুরা, বাংলাদেশ ত্রিপুরা যুব কল্যাণ সংসদ’র বান্দরবান জেলা শাখার সভাপতি স্টিভ ত্রিপুরা বিশেষ অতিথি ছিলেন। সদস্য গ্রেনা ত্রিপুরার সঞ্চালনায় এতে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন-বিটিএবিসি’র সভাপতি মন্তাজন ত্রিপুরা, সাংগঠনিক সম্পাদক দুর্জয় ত্রিপুরা ও উপদেষ্টা ছবিজন ত্রিপুরা। সভায় প্রণয় ত্রিপুরা সংগঠনের সাংগঠনিক প্রতিবেদন তুলে ধরেন। শেষে সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক পদে নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে গোপন ব্যালটের মাধ্যমে মহেন্দ্র ত্রিপুরা সভাপতি, প্রণয় ত্রিপুরা সাধারণ সম্পাদক ও দুর্জয় ত্রিপুরা সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হন। সাধারণ সভা ও কাউন্সিলের সত্যতা নিশ্চিত করে বাংলাদেশ ত্রিপুরা কল্যাণ সংসদ’র বান্দরবান জেলা শাখার সভাপতি খুশিরায় ত্রিপুরা বলেন, নব নির্বাচিত নেতৃবৃন্দরা আগামী ৩ বছর সংগঠনের উন্নয়নে কাজ করবেন।