1. admin@paharerkatha.com : paharer katha : paharer katha
  2. info@paharerkatha.com : পাহাড়ের কথা :
বৃহস্পতিবার, ১৭ জুলাই ২০২৫, ০৪:১৩ পূর্বাহ্ন
সর্বশেষ:
লামায় কবরস্থানসহ ২০ জনেরও অধিক মানুষের জায়গা জবর দখল চেষ্টা, প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন বান্দরবান পৌরসভা বিভিন্ন প্রতিষ্ঠানে শিক্ষা সহায়তা আলীকদমে ছাগলে ঘাস খাওয়াকে কেন্দ্র করে এক নারীকে হত্যার চেষ্টার অভিযোগ আলীকদম সেনাবাহিনীর উদ্যোগে অসহায় দুস্থ পরিবারের মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষুধ বিতরণ লামায় সালিশী বৈঠকের আগে ছুরিকাঘাতে যুবক খুন : ঘাতক সহ আটক ৫ নাইক্ষ্যংছড়িতে আসছেন চরমোনাই পীর বান্দরবানে আত্নকর্মসংস্থামূলক প্রশিক্ষণের উদ্ভোধন করলেন জেলা প্রশাসক শামীম আরা রিনি বান্দরবানে বিদ্যুৎপৃষ্ট হয়ে প্রাণ গেল ৩ ম্রো নারীর লামায় ‘শহীদ আবু সাঈদ দিবস, জুলাই গণঅদ্বুত্থান দিবস ও নতুন বাংলাদেশ দিবস’র প্রস্তুতি সভা লামায় ‘বিশ্ব জনসংখ্যা দিবস’ উদযাপিত বান্দরবান জেলায় এসএসসি পরীক্ষার ফলাফলে শীর্ষে দুর্গম পাহাড়ের কোয়ান্টাম কসমো স্কুল লামায় গভীর রাতে অবৈধভাবে বালু উত্তোলন, হাতেনাতে আটক ২ জনকে কারাদন্ড লামায় কৃষি অধিদপ্তরের প্রণোদনা বিতরণ লামায় সব রিসোর্ট বন্ধ রাখার নির্দেশ প্রশাসনের বান্দরবানে স্ত্রী হত্যার দায়ে একজনের মৃত্যুদণ্ড

লামা বিভাগের মাতামুহুরী বাঁশ মহাল নিলাম না দেয়ায় কোটি টাকা রাজস্ব বঞ্চিত সরকার

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: রবিবার, ৪ মে, ২০২৫
  • ১১২ বার পড়া হয়েছে

মো. নুরুল করিম আরমান |
চলতি অর্থ বছরে বান্দরবান জেলার লামা বন বিভাগের আওতাধীন মাতামুহুরী রেঞ্জের বাঁশ মহাল নিলাম না দেওয়া সরকার কোটি টাকার রাজস্ব আয় থেকে বঞ্চিত হয়েছে। অর্থ বছরের শেষ প্রান্তে এসেও বাঁশ মহাল নিলাম না দেওয়ায় এ অর্থ বছরে আর নিলামের সম্ভাবনা নেই। বাঁশ মহাল নিলামের জন্য মন্ত্রণালয় কর্তৃক ওয়াকিং প্লান অনুমোদন না হওয়ায় নিলাম প্রক্রিয়া সম্পন্ন করা যাচ্ছেনা।
সংশ্লিষ্ট সূত্র জানায়, দেশের সর্ববৃহৎ সংরক্ষিত বনাঞ্চল বান্দরবান জেলার আলীকদম উপজেলাধীন মাতামুহুরী বনাঞ্চল। ১ লক্ষ ২ হাজার একর জায়গা নিয়ে ব্রিটিশ আমল থেকে এই সংরক্ষিত বনাঞ্চলটি সৃষ্টি হয়। গত বছর এই সংরক্ষিত বনে উৎপাদিত বাঁশ নিলাম দিয়ে বন বিভাগ প্রায় ৮০ লক্ষ টাকা রাজস্ব আয় করেছে। এর আগের বছরগুলোতেও এই সংরক্ষিত বনের বাঁশ মহাল নিলাম দিয়ে বন বিভাগ কোটি কোটি টাকা রাজস্ব আয় করেছে। কিন্তু চলতি অর্থ বছরের এপ্রিল মাস শেষ হলেও লামা বন বিভাগ কর্তৃপক্ষ এই বাঁশ মহাল নিলাম দেয়নি। গত অর্থ বছরের নিলামের দাখিলা দিয়ে গত বছর ডিসেম্বর পর্যন্ত বাঁশের টিপি প্রদান করা হয়েছিল।
বাঁশ মহাল নিলাম না হলেও একটি চক্র মাতামুহুরী রেঞ্জ হইতে অবৈধ ভাবে বিভিন্ন প্রজাতির বাঁশ আহরণ করে পাচার অব্যাহত রেখেছে বলে জানান, আলীকদম উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মো. আবুল কালাম। তিনি বলেন, এখনো সময় আছে। বন বিভাগের উচিৎ দ্রুত বাঁশ মহাল নিলামের ব্যবস্থা করা। না হয় সরকার কোটি টাকার রাজস্ব আয় থেকে বঞ্চিত হবে।
মাতামুহুরী সংরক্ষিত বন এলাকার বাসিন্দা মাংক্রাক মুরুং জানিয়েছেন, জুম চাষের কারণে লক্ষ লক্ষ বাঁশ পুঁড়িয়ে ফেলা হয়েছে। আবার বিভিন্ন ব্যবসায়ীরা মাতামুহুরী সংরক্ষিত বনাঞ্চল হইতে বাঁশ আহরণ করে অবৈধ ভাবে পাচার করছে।
এ বিষয়ে লামা বিভাগীয় বন কর্মকর্তা মোস্তাফিজুর রহমান বলেন, প্রতি ৩ বছর পর পর মাতামুহুরী সংরক্ষিত বনের বাঁশ মহাল নিলামের জন্য মন্ত্রণালয় কর্তৃক ওয়ার্কিং প্লান অনুমোদন নিতে হয়। ওয়ার্কিং প্লান অনুমোদনের মেয়াদ শেষ হওয়ায় চলতি অর্থ বছরের বাঁশ মহাল নিলামের জন্য পুনরায় ওয়ার্কিং প্লানের অনুমোদন চেয়ে অধিদপ্তরে চিঠি চালাচালি চলছে। অধিদপ্তরের অনুমোদন পাওয়া গেলে বাঁশ মহাল নিলাম প্রদান করা হবে।

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট