মোঃ সেলিম উদ্দীন লামা(বান্দরবান )প্রতিনিধিঃ
ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী ও সাহসী ছাত্রদল নেতা শাহরিয়ার আলম সাম্যর হত্যার বিচারের তদন্তে গাফিলতির প্রতিবাদে আজিজনগর সাংগঠনিক উপজেলা ছাত্রদল এর উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনু্ষ্ঠিত হয়েছে।
১৮’ই মে,২৫ইং(রবিবার) বিকাল ৪ঘটিকার সময় চাম্বি উচ্চ বিদ্যালয় ও কলেজ এর সামনে এ প্রতিবাদ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
সমাবেশে সভাপতিত্ব করেন সাংগঠনিক উপজেলা ছাত্রদলের সদস্য সচিব আনোয়ারুল হক মাসুম এবং সঞ্চালনায় ছিলেন ছাত্রনেতা মারুফ আহমেদ।
বক্তারা অভিযোগ করেন, শহীদ শাহরিয়ার আলম সাম্যর হত্যাকাণ্ডের তদন্তে গাফিলতি ও বিচার প্রক্রিয়ায় ধীরগতির কারণে আসামিরা এখনও অধরা থেকে যাচ্ছে, যা অত্যন্ত দুঃখজনক ও উদ্বেগজনক। তারা অবিলম্বে প্রকৃত খুনিদের গ্রেফতার ও দ্রুত বিচার সম্পন্ন করার দাবি জানান। একই সঙ্গে ক্যাম্পাসে শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানান।
ছাত্রদল নেতৃবৃন্দরা আরো জানান, হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত, নিরাপদ ক্যাম্পাস এবং দোষীদের বিচার না হলে আন্দোলন আরও তীব্র থেকে তীব্রতর করা হবে।