1. admin@paharerkatha.com : paharer katha : paharer katha
  2. info@paharerkatha.com : পাহাড়ের কথা :
সোমবার, ১৯ মে ২০২৫, ০৯:৩৪ পূর্বাহ্ন
সর্বশেষ:
লামা বন বিভাগের বমু সংরক্ষিত বনাঞ্চলের কৃষক বসতঘরে সন্ত্রাসী হামলা : নারীসহ আহত ৫, ধান ভাঙ্গানোর মেশিন ভাংচুর লামায় গণসংহতি আন্দোলন’র মতবিনিময় ছাত্রদল নেতা সাম্য হত্যার প্রতিবাদে আজিজনগর সাংগঠনিক উপজেলা ছাত্রদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ লামায় ডাকাতির ঘটনায় লুন্ঠিত ২১ লাখ ১৭ হাজার টাকা মাটির নীচ থেকে উদ্ধার  লামায় ধান বোঝাই ট্রাক উল্টে নিহত ১ লামায় আবুল খায়ের টোব্যাকোর ক্রয় কেন্দ্রে ডাকাতি, ১ কোটি ৭৫ লাখ টাকা লুট, আটক ৩ ডাকাত ন্যাশনাল কারাতে চ্যাম্পিয়নশিপে লামার ‘মহামুনি শিশু সদন’র স্বর্ণ ও রৌপ্য অর্জন কাপ্তাই হৃদে পানি স্বল্পতায় ৪০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হচ্ছে রাঙ্গামাটিতে বজ্রপাতে গৃতবধূর ‍মৃত্যু নাইক্ষ্যংছড়ির বিজিবির চেকপোস্টে ইয়াবাসহ আটক-১ লামায় আবুল খায়ের টোব্যাকোর তামাক ক্রয় কেন্দ্রে ডাকাতির ঘটনায় ৩ জন আটক লামায় ‘ভূমি ধ্বস পূর্ব প্রস্তুতি মূলক কর্ম পরিকল্পনা’ বিষয়ক কর্মশালা লামা উপজেলা পুষ্টি সমন্বয় কমিটির সভা, সুবিধা পাচ্ছেন ৩ হাজার ৭৩ জন সীমান্তে চোরাকারবারিদের বড় চালান ধরা, অর্ধ লাখ পিস ইয়াবা উদ্ধার বাইশারীতে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ মিছিল

লামা বন বিভাগের বমু সংরক্ষিত বনাঞ্চলের কৃষক বসতঘরে সন্ত্রাসী হামলা : নারীসহ আহত ৫, ধান ভাঙ্গানোর মেশিন ভাংচুর

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: সোমবার, ১৯ মে, ২০২৫
  • ১ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক |
লামা উপজেলার আওতাধীন বমু সংরক্ষিত বনাঞ্চলে সামাজিক বনায়নের কিছু জায়গা বরাদ্দ পায় কৃষক নুরুল করিব। গত কয়েক বছর ধরে এ জায়গার উপর লোলুপ দৃষ্টি পড়ে পাশের আনোয়ার হোসেনদের। তারা এ জায়গা জবর দখলে নিতে কৃষক নুরুল কবির ও তার পরিবারের অন্য সদস্যদেরকে নানাভাবে হুমকি দেয়। এতেও জায়গা ছেড়ে না দেওয়ায় এক সপ্তাহের মধ্যে নুরুল কবিরকে হত্যা করবে বলে হুমকিও দেন প্রতিপক্ষ আনোয়ার হোসেনরা। গত ১৬ ও ১৭ মে দুই ধাপে কৃষক নুরুল কবির ও তার ছেলে মোস্তাফিজুর রহমানের বসতঘরে হামলা চালায় প্রতিপক্ষরা। এতে নারীসহ ৫জন আহত হয়। আহতরা হলেন- বমুলম্বাছড়া পাড়ার বাসিন্দা মৃত আবদু ছালামের ছেলে কৃষক নুরুল কবির (৭০), তার স্ত্রী খুইল্লা বিবি (৫০), ছেলে মোস্তাফিজুর রহমান (২৫) ও ফয়সাল (১৭), মো. হারুনের স্ত্রী জাহানারা বেগম (৩৫)।
অভিযোগে জানা যায়, ২০১৭-১৮ অর্থ বছরে বন বিভাগের আওতায় সামাজিক বনায়নের জায়গা বরাদ্দ পায় নুরুল করিব। গত কযেক বছর ধরে এ জায়গা প্রতিপক্ষ আনোযার হোসেনরা দখলে নিতে বিভিন্ন ভাবে অপচেষ্টা শুরু করেন। জবর দখল চেষ্টার প্রতিকার চেয়ে নুরুল কবির বিভিন্ন সময় স্থানীয় ইউনিয়ন পরিষদ ও বন বিভাগ বরাবর অভিযোগ করেন। সাশিশী বৈঠকে জায়গা নুরুল কবিরের বলে প্রতিবেদনে স্পষ্ট উল্লেখও করেন বন বিভাগ ও ইউনিয়ন পরিষদ। কিন্তু এ সিদ্ধান্ত মানতে নারাজ আনোয়ার হোসেনরা। তারা এ সিদ্ধান্ত উপেক্ষা করে জায়গা ছেড়ে দিতে প্রাণ নাশের হুমকি দিতে থাকেন।

এ ধারাবাহিকতায় প্রতিপক্ষ আনোয়ার হোসেন, নাছির উদ্দিন ও কাওচার রানার নেতৃত্বে ভাড়াটিয়া শহিদুল আমিন বার্মাইয়া ও জয়নাল আবেদীন, জান্নাতুল ফেরদৌস ও শফিউল আলমরা সংঘবদ্ধ হয়ে দা লাঠি সোঠা ও অস্ত্রশস্ত্রে সজিজ্জত হয়ে শনিবার ‘সকাল ৯টার দিকে (১৭মে) নুরুল কবিরের বসতঘরে হামলা চালায়। এতে নুরুল কবির পরিবারের দুই নারীসহ ৫জন আহত হন। এ সময় হামলাকারীরা নুরুল কবিরের একটি ধান ভাঙ্গানোর একটি মেশিনও ভাংচুর করে। এর আগেরদিন দুপুরে নুরুল কবিরের ছেলের বসতঘরেও হামলা করে তারা। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে কাছাকাছি লামা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। সেখানে অবস্থা আশঙ্কা জনক হলে দায়িত্বরত চিকিৎসক আহত মোস্তাফিজুর রহমানকে কক্সবাজার মেডিকেল কলেজ হাসপাতালে রেপার করেন। এ বিষযে অভিযুক্তদের মধ্যে কাওচার রানার মোবাইল নম্বরে একাধিকবার রিং করার পরও রিসিভ না করায় বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।
ঘটনার সত্যতা নিশ্চিত করে বমুবিলছড়ি ইউনিয়ন পরিষদ সদস্য মুজিবুর রহমান বলেন, ১৬ মে দুুুপুরে আনোয়ার হোসেনরা সামাজিক বনায়নের জায়গা নিয়ে বিরোধের জের ধরে নুরুল কবিরের ছেলে বাবুল হাসানের তামাক তুন্দুল ভাংচুর করেন। এর প্রতিবাদ করায় শনিবার সকালে নুরুল কবিরের বাড়িতেও বহিরাগত কিছু সন্ত্রাসী নিয়ে হামলা করেন আনোয়ার হোসেনরা। এতে নুরুল কবির পরিবারের পাচজন আহত হন। ঘটনাটি খুবই দু:খ জনক।

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট