আলীকদম প্রতিনিধি |
বান্দরবান আলীকদম উপজেলায় ছাগলে অন্যের জমির ঘাস খাওয়াকে কেন্দ্র করে সাবিনা ইয়াছমিন (৪৫) নামের এক গৃহবধূকে হত্যা চেষ্টার অভিযোগ পাওয়া গেছে। সোমবার (১৪ জুলাই) বিকালে উপজেলার চৈক্ষ্যং ইউনিয়নের পাট্টাখাইয়া এলাকার মহি উদ্দিনের দোকানে নেজাম উদ্দিন এ ঘটনা ঘটায়। এ ঘটনায় প্রতিকার চেয়ে থানায় লিখিত অভিযোগ করেছেন ভুক্তভোগী গৃহবধূ সাবিনা ইয়াসমিন।
অভিযোগে জানা যায়, পাট্টা খাইয়া গ্রামের গৃহবধূ সাবিনা ইয়াসমিনের একটি ছাগল প্রতিবেশী নেজাম উদ্দিনের জমির ঘাস খেয়ে ফেলায় গর্ভবর্তী ছাগলকে আছড় মারেন এবং ছাগলটি বেঁধে রাখেন। খবর পেয়ে সাবিনা ইয়াসমিন ছাগল আনতে নেজাম উদ্দিনের বাড়িতে গেলে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে সাবিনা ইয়াছমিনকে নেজাম উদ্দিন (৩০) ও শফি আলম (১৯) রড় ও ইট দিয়ে আঘাত করেন। এ সময় অভিযুক্তরা সাবিনা ইয়াসমিনের ৭০হাজার টাকা দামের গলার চেইনও কেড়ে নেন নেজাম উদ্দিনরা। পরে স্থানীয়রা সাবিনা ইয়াসমিনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাকে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠিয়ে দেন।
সূত্র আরো জানায়, অভিযুক্তরা দক্ষিণ পাট্টাখাইয়ার বাসিন্দা নন। তারা বিভিন্ন জমিদারদের কাছ থেকে জমি লাগিয়াত নিয়ে স্থানীয় লোকদের সাথে অযথা সমস্যা সৃষ্টি করে থাকেন। তবে অভিযোগ অস্বীকার করে নেজাম উদ্দিনের ছেলে শফিউল আলম বলেন, ছাগলে ফসল খেয়ে ফেলাকে কেন্দ্র করে আমার মায়ের সাথে প্রতিবেশী সাবিনা ইয়াসমিনের ঝগড়া হয়। এ সময় সাবিনা ইযাসমিন ড্রেনে পড়ে হাতে ব্যাথা পান। এখন আমাদের মিথ্যা রটাচ্ছেন।
এ বিষয়ে আলীকদম থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মির্জা জহির উদ্দিন বলেন, পুলিশ অভিযোগের তদন্ত করছে। সত্যতা পাওয়া গেলে অভিযুক্তের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।