মো. নুরুল করিম আরমান |
বান্দরবান জেলার লামা উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের ইয়াংছা জীনামেজু টেকনিক্যাল ইন্সটিটিউট’র কৃতি শিক্ষার্থীদের পুরস্কৃত করা হয়েছে। টেকনিক্যাল ইন্সটিটিউট থেকে ২০২৫ সালের এসএসসি (ভোকেশনাল) পরীক্ষায় অংশ গ্রহণ করে উত্তীর্ণ ২২ শিক্ষার্থীকে এ পুরস্কার প্রদান করা হয়। এ উপলক্ষ্যে শুক্রবার দুপুরে জীনামেজু অনাথ আশ্রয় ও টেনিক্যাল ইন্সটিটিউট’র প্রতিষ্ঠাতা পরিচালক উ. নন্দ মালা থের’র সভাপতিত্বে আয়োজিত পুরস্কার বিতরণ অনুষ্ঠানে চট্টগ্রাম জেলার রাউজান উপজেলার সহকারি কমিশনার (ভূমি) অংচিং মার্মা প্রধান অতিথি ছিলেন। ইন্সটিটিউট মিলনায়তনে অনুষ্ঠিত পুরস্কার বিতরণে ফাঁসিয়াখালী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মো.জাকের হোসেন মজুমদার, মানবাধিকার কর্মী সাংবাদিক এম রুহুল আমিন, মুক্তিযোদ্ধা সেলিমুল হক চৌধুরী, ইয়াংছা উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি জাহানারা আরজু, ইয়াংছা মৌজা হেডম্যান ক্যচিংহ্লা মার্মা, জীনামেজু টেকনিক্যাল ইন্সটিটিউট’র জমি দাতা মো. জসিম উদ্দিন ও মাহাবুবু রহমান, সাংবাদিক মংবোয়াইচিং মার্মা অনুপম ও শৈহ্লাচিং মার্মা প্রমুখ বিশেষ অতিথি ছিলেন। চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীনে এই প্রথম ২০২৫ সালে অনুষ্ঠিত এসএসসি (ভোকেশনাল) পরীক্ষায় জীনামেজু টেকনিক্যাল ইন্সটিটিউট থেকে ক্ষুদ্র নৃ-গোষ্ঠি খুমি, মার্মা, ত্রিপুরা ও মুসলিম সম্প্রদায়ের ২৩ জন শিক্ষার্থী অংশ গ্রহণ করে ২২জন পাশ করেন। এর মধ্যে ২জন এ প্লাস ও ২০ জন এ গ্রেড পায়। এ দিন জীনামেজু অনাথ আশ্রম ক্যাপিটেশন গ্রান্ট’র ২৩ বছর পূর্তি উৎসবও পালন হয় বলে জানান প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা পরিচালক উ. নন্দ মালা থের।