আলীকদম প্রতিনিধি |
বান্দরবান জেলার আলীকদম উপজেলায় সেনাবাহিনীর ৩১ বীর’র উদ্যোগে গরীব অসহায় দুস্থ পরিবার ও বিভিন্ন প্রতিষ্ঠানে ২ লাখ ৮০ হাজার ৪ টাকা সহায়তা প্রদান করা হয়েছে। পার্বত্য চট্টগ্রামের উন্নয়নের ধারা অব্যাহত রাখার লক্ষ্যে বুধবার সকালে এসব সহায়তা প্রদান করা হয়। স্কুল, কলেজ, মাদ্রাসা, এতিমখানার শিক্ষক শিক্ষার্থী, গরীব ও দুস্থ, উপজাতীয় মুসলিম কল্যাণ সংস্থা, আলীকদম মুরুং কমপ্লেক্স শিক্ষার্থীদের খাবার বিল, চিকিৎসা সহায়তা এবং তাৎক্ষণিক অনুদান হিসেবে এসব সহায়তা পায়।
এ বিষয়ে আলীকদম সেনাবাহিনীর জোন কর্তৃপক্ষ জানায়, প্রতি মাসেই সেনাবাহিনী কর্তৃক এ ধরনের অনুদান দিয়ে থাকেন এবং এই সহায়তা ও উন্নয়নমূলক কাজ ভবিষ্যতেও অব্যাহত থাকবে। পাশাপাশি, সেনাবাহিনীর আলীকদম জোনের আওতাধীন সকল ক্যাম্পে দুঃস্থদের জন্য বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ বিতরণ কার্যক্রম চলবে।