1. admin@paharerkatha.com : paharer katha : paharer katha
  2. info@paharerkatha.com : পাহাড়ের কথা :
শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬, ১২:৫৫ পূর্বাহ্ন
সর্বশেষ:
রাঙ্গামাটির আসামবস্তি-কাপ্তাই সড়কে পিকআপ খাদে পড়ে নিহত ২ শ্রমিক লামায় বন্যহাতির আক্রমণে ক্ষতিগ্রস্ত ও সামাজিক বনায়ন উপকারভোগী ৭৫ জনের মাঝে চেক বিতরণ লামায় ক্যান্সার আক্রান্ত জয়নাল আবেদীন’র চিকিৎসায় এগিয়ে আসার অনুরোধ লামায় নির্বাচনী আচরণ বিধি অবহিতকরণ লামায় চিল্ড্রেন হ্যাভেন ট্রাস্ট স্কুলে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত নাইক্ষ্যংছড়িতে অবৈধ করাতকলের ৭ মালিককে জরিমানা এমবিবিএস কোর্সে ভর্তির সুযোগ পেল লামার কোয়ান্টাম কসমো স্কুল ও কলেজ’র ৪ ক্ষুদ্র নৃ-গোষ্ঠি শিক্ষার্থী লামায় সাজাপ্রাপ্ত পলাতক আসামী কাইংপা মুরুং পুলিশের হাতে বন্দুক সহ গ্রেফতার বান্দরবানের রোয়াংছড়ি থানার তারাছা পুলিশ ক্যাম্প পরিদর্শনে পুলিশ সুপার আলীকদমে শিক্ষকের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন ফাঁসিয়াখালীতে অতি দরিদ্র শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ ফাইতংয়ে মুক্তিযোদ্ধা মরহুম শামসুল আলম স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত লামায় ফাইতং সড়কের বেহাল অবস্থা, মেরামতের দাবিতে আন্দোলন লামায় একটি চক্র সুবিধা না পেয়ে পরিকল্পিত অপপ্রচার ইউএনও’র বিরুদ্ধে লামায় ‘ফেস্টিভ ইলেকশন ক্যাম্পেইন’ অনুষ্ঠিত

লামায় নারী ও শিশু নির্যাতন মামলার ভিকটিমদের পুলিশের আইনগত ও মানবিক সহায়তা

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৪ আগস্ট, ২০২৫
  • ২৫৪ বার পড়া হয়েছে

মো. নুরুল করিম আরমান | 
বান্দরবান জেলার লামা উপজেলায় নারী ও শিশু নির্যাতন মামলার ভিকটিমদের আইনগত এবং মানবিক সহায়তা প্রদান করা হয়েছে। জেলা পুলিশের আয়োজনে এ মানবিক সহায়তা প্রদান করা হয়। এ উপলক্ষ্যে থানা মিলনায়তনে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন, বান্দরবান পুলিশ সুপার শহিদুল্লাহ কাওছার পিপিএম। বুধবার দুপুরে থানা পুলিশের অফিসার ইনচার্জ মো. তোফাজ্জল হোসেন’র সভাপতিত্বে মতবিনিময়ে অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) জিনিয়া চাকমা, স্বাস্থ্য কর্মকর্তা ডা. গোলাম মোস্তফা নাদিম ও আলীকদম থানা পুলিশের অফিসার ইনচার্জ মির্জা জহির উদ্দিন বিশেষ অতিথি ছিলেন। এতে জনপ্রতিনিধি, সাংবাদিক, নারী-নেত্রী, নারী ও শিশু নির্যাতনের ভুক্তভোগী প্রমুখ অংশ গ্রহণ করেন। এ আয়োজনে সহযোগিতা করেন বান্দরবান পার্বত্য জেলা পরিষদ।
মতবিনিময়কালে প্রধান অতিথি বান্দরবান পুলিশ সুপার মো. শহিদুল্লাহ কাওছার পিপিএম বলেন- পুলিশ, বিচার বিভাগ, নির্যাতনের শিকার নারী-শিশু ও সুশীল সমাজ সবাই মিলে নারী নির্যাতন বন্ধে এগিয়ে আসতে হবে। নির্যাতিত নারীদের পাশে পুলিশ সবসময় আছে, থাকবে। ভুক্তভোগীদের চলাচলে প্রতিবন্ধকতা দূর করতে হবে। তাদের কাউন্সেলিং করে সমাজের মূল স্রোতে ফিরিয়ে আনতে হবে। অনেক নির্যাতিত নারী ও শিশু ঘটনার পর মামলা করতে চায় না, তাই তাদের মধ্যে বিশ্বাস ও আস্থা তৈরি করতে হবে।
তিনি আরও বলেন, ইন্টারনেটের প্রভাবে আমাদের সন্তানরা ভুল পথে পরিচালিত হয়। তারা ভুল করছে কি না, মা-বাবার তা দেখতে হবে। ১৬ বছরের নিচে সবাই শিশু। তাদের ভুল শুধরে দিয়ে সঠিক রাস্তায় নিয়ে আসতে হবে। শিশুরা ঝরে গেলে দেশ ক্ষতিগ্রস্ত হবে। ফেসবুক-ইউটিউব কেন্দ্রিক আমাদের সন্তানরা অপরাধে জড়িয়ে যাচ্ছে। ছেলেমেয়েরা যেন মাদকের সঙ্গে আসক্ত না হয়। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভুল পোস্টের কারণে সমাজে খারাপ প্রভাব পড়ে। এছাড়া সম্প্রতি লামা পর্যটন নগরী হিসেবে সারাদেশে পরিচিতি পেয়েছে। পর্যটকদের সুরক্ষা দিতে হবে। উদ্যোক্তারা লামাকে তুলে ধরছেন। অপ্রীতিকর ঘটনা এড়াতে সচেতন থাকতে হবে।
শেষে উপস্থিত ভুক্তভোগী ও তার পরিবারের সদস্যদের হাতে মানবিক সহায়তার নগদ টাকা ও উপহার সামগ্রী তুলে দেন বান্দরবান পুলিশ সুপার মো. শহিদুল্লাহ কাওছার।

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট